নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাহায্যের নামে প্রতারণা!

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

গত বছর শীতের সময় আমরা আমাদের (পরিবার থেকে) সামর্থের মধ্যে ৫০টা কম্বল বিতরন করি প্রতি শুক্রবারে ভিক্ষে করতে আসে এমন কয়েকজন ভিক্ষুককে! এই কম্বল বিতরন করতে গিয়ে দেখি চেনা-পরিচিত কয়েকজন এসে বলে- আমার অমুক আছে/ তমুক আছে ( গরিব/অসহায় কেউ আছে) ) একটা কম্বল দাও! আমরা এরকম ৫ জনকে বিশ্বাস করে দেই! ওমা এরপর তারা নিজেরাই সেগুলা নিয়ে লুটপাট! এইবার আগে-ভাগেই কয়েকজন বলে রেখেছে- কম্বলের কথা তাদের কাউকে দিবে! কিছু বলিনি! এরপর বেশ কয়েকবার -

আপু ঐ স্কুলে খেলা হবে কিছু সাহায্য করেন কিংবা পিকনিক হবে কিছু চাঁদা দেন এরপর শীতের সময় শীত বস্ত্র বিতরন করবো কিছু দেন কিংবা ছিন্নমূলদের এইটা- সেইটা দিবো কিছু দেন-! এই দেন আর সাহায্য (সামর্থের মধ্যে - অনেক অনেক টাকা দিয়ে করেছি এমন নয়) করিয়া বহুবার দেখেছি সব ভুয়া! মানে সাহায্য বা চাঁদা নিয়ে নিজেরাই লুটপাট করে খায়! আজিব কারবার!

তাই এখন থেকে ঠিক করেছি কাউকে যদি চারানা পয়সা দিয়েও সাহায্য করতে চাই তবে তা নিজ হাতেই করবো! অন্য কোন মাধ্যমে নয়।

( তবে এ ধরনের সব মাধ্যম-ই যে ভুয়া তাও নয়)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ডরোথী সুমী বলেছেন: আমিও একমত। কারন এই সুযোগের অপেক্ষায় থাকে অনেক সুযোগ সন্ধানী মানুষ। নিজ হাতেই সাহায্য করা উত্তম। শুভ কামনা।

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! সেটাই করা উচিৎ ! আপনার জন্য ও শুভ কামনা !

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

বাধা মানিনা বলেছেন: দান খয়রাত এমন ভাবে করতে হয় যেন ডান হাতে দিলে বাম হাতও না জানে।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

বেকার সব ০০৭ বলেছেন: নিজ হাতেই সাহায্য করা উত্তম হবে, কোনো প্রকার জামেলা হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.