![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর চিটিং করে ভুলোমনা তোর সাথে অভিমানী এই আমি জন্মদিনের প্রথম প্রহর ঠিক ঠিক একাকী কাটিয়েছি! অথচ ভুলোমনা তুই একটুও টের -ই পাস নি! অভিমানী আমি কষ্ট পেয়েছি তবুও বলিনি...! চুপি চুপি তোর সাথেই জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছি-! আমি- ই মেসেজ দিয়েছি ...! তোকে ভেবেছি-
আর এটাকেই আমার জন্মদিনের পরম পাওয়া ভেবে মেনে নিয়েছিলাম ... !
আর তুই হারামি পরের দিন-ই চিটিং করে একদম জন্মদিনের শেষ প্রহরে আমাকে শুভেচ্ছা দিয়েছিস...! মনে হচ্ছিলো -তোকে ধরে মারি... ! আবার বলেছিলি- “ একটু- আধটু চিটিং করার মজাই আলাদা”!
অবশেষে তুই হারামী-ই আবার বলেছিলি- তুই এসে আমার জন্মদিনের পার্টি করবি, সেদিন আমরা এক সাথে দুজনের জন্মদিন পালন করবো ...! আমি ভাবিনি এটাও চিটিং হবে...!
একটু -আধটু চিটিং এর মজাই না কি আলাদা...অথচ দেখ- আজ তুই আমি আমরা কেউ-ই চিটিং করে কিছুই করলাম না! বরাবরের মতই তুই ভুলে গিয়েছিস আর আমি ইচ্ছে থাকলেও চিটিং করে তোর সাথে জন্মদিনের প্রথম প্রহর কাটাতে পারলাম না......!
জানি তুই-আমি আমরা কেউই হয়তো আর কোনদিন এভাবে চিটিং করতে কাছে আসবো না......।।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনিতো দেখি বিরাট লম্বা চিটিং দিছেন । জম্নদিনে আগের মত চিটিং না করে ঘুরা ঘুরি করলেও পারেন । ভালো লাগবে ।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআ!দেখি কি করা যায়!
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
অপ্রচলিত বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। আশা করি এর পরের বছরের জন্মদিনে আর যার সাথেই চিটিং করুন না কেন, নিজের সাথে করবেন না। ভালো থাকবেন সর্বদাই। জীবন কারো জন্য থেমে থাকে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
স্বপনচারিণী বলেছেন: চিটিং চিটিং চিটিং.......মুহূর্তগুলো যে নষ্ট হল তার কী হবে! আশা করি শ্রেষ্ঠ একটি দিন এসে উপস্থিত হবে আপনাদের সামনে। ভাল থাকুন।