নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চিটিং ও জন্মদিন!

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

গত বছর চিটিং করে ভুলোমনা তোর সাথে অভিমানী এই আমি জন্মদিনের প্রথম প্রহর ঠিক ঠিক একাকী কাটিয়েছি! অথচ ভুলোমনা তুই একটুও টের -ই পাস নি! অভিমানী আমি কষ্ট পেয়েছি তবুও বলিনি...! চুপি চুপি তোর সাথেই জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছি-! আমি- ই মেসেজ দিয়েছি ...! তোকে ভেবেছি-

আর এটাকেই আমার জন্মদিনের পরম পাওয়া ভেবে মেনে নিয়েছিলাম ... !

আর তুই হারামি পরের দিন-ই চিটিং করে একদম জন্মদিনের শেষ প্রহরে আমাকে শুভেচ্ছা দিয়েছিস...! মনে হচ্ছিলো -তোকে ধরে মারি... ! আবার বলেছিলি- “ একটু- আধটু চিটিং করার মজাই আলাদা”!

অবশেষে তুই হারামী-ই আবার বলেছিলি- তুই এসে আমার জন্মদিনের পার্টি করবি, সেদিন আমরা এক সাথে দুজনের জন্মদিন পালন করবো ...! আমি ভাবিনি এটাও চিটিং হবে...!

একটু -আধটু চিটিং এর মজাই না কি আলাদা...অথচ দেখ- আজ তুই আমি আমরা কেউ-ই চিটিং করে কিছুই করলাম না! বরাবরের মতই তুই ভুলে গিয়েছিস আর আমি ইচ্ছে থাকলেও চিটিং করে তোর সাথে জন্মদিনের প্রথম প্রহর কাটাতে পারলাম না......!

জানি তুই-আমি আমরা কেউই হয়তো আর কোনদিন এভাবে চিটিং করতে কাছে আসবো না......।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

স্বপনচারিণী বলেছেন: চিটিং চিটিং চিটিং.......মুহূর্তগুলো যে নষ্ট হল তার কী হবে! আশা করি শ্রেষ্ঠ একটি দিন এসে উপস্থিত হবে আপনাদের সামনে। ভাল থাকুন।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনিতো দেখি বিরাট লম্বা চিটিং দিছেন । জম্নদিনে আগের মত চিটিং না করে ঘুরা ঘুরি করলেও পারেন । ভালো লাগবে । ;) ;) ;)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআ!দেখি কি করা যায়!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

অপ্রচলিত বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। আশা করি এর পরের বছরের জন্মদিনে আর যার সাথেই চিটিং করুন না কেন, নিজের সাথে করবেন না। ভালো থাকবেন সর্বদাই। জীবন কারো জন্য থেমে থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.