নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর লুটের অভ্যাস গেলো না--!

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

এলাকার এক বাসা ভাড়া নিয়ে কেউ একজন দীর্ঘদিন থেকে সেই বাসা অসামাজিক কার্যকলাপ এর জন্য ব্যাবহার করছিলো ! এলাকার লোকজন তা টের পেয়ে কাল পুলিশকে ইনফর্ম করে হাতেনাতে ধরিয়ে দেয়, পুলিশ অপরাধীদের ধরে নিয়ে যায় কিন্তু বাসায় কোনরকম সিল গালা না করে এবং তালা না দিয়ে চলে যায়! ব্যাস - লুটেরা পাবলিক সেই সুযোগে সেই বাড়ীর সব কিছু -( অনেক দামী দামী জিনিস ছিল)হরিলুট করে নিয়ে যায়-----!

প্রায় দেখা যায়- কোথাও অ্যাকসিডেন্ট হলে লোকজন দৌড়ে এসে আগে লুটপাট করে তারপর আহত/ নিহতদের সাহায্য করে...!

কি আজব কারবার!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সবই কলি যুগ।

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই! কিন্তু বিষয়গুলো খুব-ই ভাবায়!

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

নতুন বলেছেন: এটাই আমাদের ভন্ডামীর প্রমান... সমাজে ভন্ডে ভরে গেছে... ঘুষ এখন সাধারন ব্যপার...শুক্রবারে মসজীদে নামাজের জায়গা পাবেন না... নবীর নামে বিদেশে ছবি বেরহলে রাস্তায় মানুষের মিছিল

কিন্তু ধমের শিক্ষা কেউই মানে না....

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই ভন্ডদের সংখ্যা বাড়ছে - ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে-- !

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

বোকা ছেলে ৯৮৯ বলেছেন: বাঙ্গালী হচ্ছে তিন ধরনের।
বেশ কয়েক দিন আগে আমি বাসে ঢাকা থেকে রংপুর যাচ্ছিলাম। পথে বাস এক্সিডেন্ট করে। এক্সিডেন্টের পর তিন ধরনের লোক দেখলাম।

এক নম্বর ধরন, এরা সাহায্য করে। আমাকে টেনে বের করছিল দুই জন।
দুই নম্বর ধরন, এরা দাড়িয়ে মজা দেখে।
তিন নম্বর ধরন, এরা লুট করে। আমাকে টেনে বের করা দুই জন যখন বাসের ভেতর ঢুকে আরও কয়েক জন কে উদ্ধার করতে গেলো। তখন কয়েকজন আমার হাতের ঘড়ি নিয়ে চলে গেলো।

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! অ্যাকসিডেন্টের ক্ষেত্রে এই ব্যপারটা খুব-ই কষ্টের ! আপনার লেখা পড়ে এবং অভিজ্ঞতার কথা শুনে খুব খারাপ লাগলো ভাই! ভাল থাকুন!

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

নিষ্‌কর্মা বলেছেন: বাঙালির লুটের অভিপ্রায় সব সময়েই দেখা যায়। আপনি কোথাও গেলে, বাস কিংবা ট্রেন বা লঞ্চ থেকে নামলে রিক্সা-ট্যাক্সি-ইজি বাইক সবই আপনার কাছ থেকে বেশি ভাড়া নিবেই নিবে।

রোজার ভেতরে সব ব্যবসায়ীই বলে থাকেন যে এই মাস্টায় তাদের ব্যবসা হয়। সে জন্য এই মাসেই তারা সব কিছুতেই লাভ করেন।

এই ভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের ভবিষ্যত কি হবে তা সহজেই অনুমেয়!

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই দিন দিন আমরা কোথায় যাচ্ছি-- আমাদের মানসিকতা বিবেক সব কিছুই যেন দিন দিন নিচে নেমে যাচ্ছে!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

সরকার আলী বলেছেন: We are going to be দ্বিপদী জানোয়ার

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তার থেকেও মনে হয় খারাপ!

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

ঢাকাবাসী বলেছেন: এর নাম বাংলাদেশ আর আমরা বাংলাদেশী! দুনিয়ার সবচাইতে নিকৃ...

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন!

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

তামিম ইবনে আমান বলেছেন: আবার এরাই হাসিনা-খালেদারে গাইল দেয় /:)

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানেইত আমারদের নৈতিকতার অবনতি।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

অপ্রচলিত বলেছেন: এরা নামেমাত্র মানুষ। জাতে নরকের কীটের থেকেও অধম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.