নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আরে গাধার বাচ্চারা ---! (১৮+)

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

প্রায়-ই দেখা যায় এন শোনা যায়- সন্তান না হলে কিংবা ছেলে সন্তান না হলে স্ত্রীর উপর নেমে আসে অত্যাচার কিংবা স্ত্রীকে মেরেও ফেলা হয়! এ ধরনের ঘটনা আগেও ঘটেছে এখনো ঘটে! বেশির ভাগ ক্ষেত্রেই কোন রকম পরীক্ষা/ নিরীক্ষা ছাড়াই এক তরফা ভাবে স্ত্রীকে দোষারোপ করা হয়--! (ভারতের মহারাষ্ট্র প্রদেশে এক স্বামী সন্তান না হওয়ার জন্য স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে - পেপারে দেখলাম)

এই ব্যাপারটা শুধু অশিক্ষিত মানুষ দ্বারাই নয়, শিক্ষিত শ্রেনির মানুষেরাও এই কাজ করে থাকে মানে স্ত্রীকে দোষারোপ বা অত্যাচার !

এখন বলি- " সন্তান ছেলে না মেয়ে হবে এর জন্য পুরুষ বা মহিলা কে দায়ী হবে তা দেখুন ! স্ত্রী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই ৪৪টি অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে! স্ত্রীর সেক্স ক্রোমোজোম হলো- XX এবং পুরুষের সেক্স ক্রোমোজোম হলো- XY। পুরুষ XY এবং নারী XX ক্রোমোজোম বহন করে! পুরুষের X এর সাথে নারীর Y ক্রোমোজোম মিললেই সন্তান ছেলে হয়! মনে রাখতে হবে নারী সব সময় XXক্রোমজোম বহন করে কখনোই Y নয়। Y একমাত্র পুরুষ বহন করে! যদি কোন পুরুষের Y ক্রোমোজোম না থাকে তাহলে ছেলে হবে না। কাজেই কোন দম্পতির যদি ছেলে না হয় তার জন্য একমাত্র এবং সম্পূর্ণ দায়ী পুরুষ বা স্বামী ! কোনক্রমেই স্ত্রী দায়ী নয়! অথচ গাধার বাচ্চারা ছেলে না হলেই স্ত্রীকে দায়ী করে!

আবার সন্তান না হওয়ার জন্য- পুরুষ বা মহিলা দুজনেই দায়ী হতে পারে কিন্তু সে ক্ষেত্রেও শুধু স্ত্রীকে দায়ী করা হয়!

কোন কিছু না জেনে অযথা নারী বা স্ত্রীর প্রতি অত্যাচার করা থেকে বিরত থাকুন! আরও জানতে আপনার ডাক্তারের কাছে যান !

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যতার্থই বলেছেন। যারা এই মনোভাব পোষন করেন তারাত গাদা নয় তার চেয়ে অদম।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!আসলেই তাদের ব্যপারে কি বলা যায় বুঝি নাই দেখেই- গাধা বলেছি! ধন্যবাদ!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: একটাই দোষ তারা নারী, কিন্তু পুরুষদের ও যে দোষ থাকতে পারে তারা স্বিকার করবেনা ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ্যাঁ এটাও একটা চরম সত্যি!

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপনচারিণী বলেছেন: আফা ভাল বিষয় নিয়া আসছেন। পুরুষদের কান্দনের দিন অনেক আগেই আসছে। কিন্তু ওরা জাইনাও স্বীকার করেনা। কিন্তু আজকে আমারও যে কান্দন ছাড়া গতি নাই। সামুর পেইজগুলা খুলেনা, নোটিফিকেশন ওপেন হয়না। কী যে অবস্থা! আপনারটা পড়তে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আমিও ঢুকতে পারছিলাম না-- বুঝতে পারছি না কি সমস্যা ?

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: appropriate.

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

এ.এ.এম বিপ্লব বলেছেন: এই পোষ্টে ১৮+ ট্যাগ কেন ? সর্বজন জ্ঞ্যাত একটা বিষয়ে এত মেজাজ উগরাণোর কিছুতো দেখছি না ! :#P !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এর আগে একটা লেখাতে শারিরিক কথাটা আসার কারনে এক পিচ্চি বলেছিলো- এরকম কিছু লেখাতে যেন ১৮+ ট্যাগ দেই- যেহেতু এখানে সেক্স ক্রোমোজোম এবং আরও কিছু কথা আছে তাই দিয়েছিলাম- দেয়ার ইচ্ছে ছিলো না কারন আমি জানি এটা অনেকেই জানে (সেই পিচ্চি কাল থেকে- কারন সাইন্স এর যারা তারা ৮/৯ ক্লাসেই এটা পড়ে) - তবুও কে কি বলে তাই-- !

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ইমরান৯২ বলেছেন: গাধা বলে গাধাকে ছোট করবেন না ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!আর কিছু খুঁজে পাইনি!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

চানাচুর বলেছেন: গুড পোস্ট! কিন্তু ১৮+ ট্যাগ কেন!! আমরা তো ক্লাস নাইনে এটা পড়েছিলাম B-)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এর আগে একটা লেখাতে শারিরিক কথাটা আসার কারনে এক পিচ্চি বলেছিলো- এরকম কিছু লেখাতে যেন ১৮+ ট্যাগ দেই- যেহেতু এখানে সেক্স ক্রোমোজোম এবং আরও কিছু কথা আছে তাই দিয়েছিলাম- দেয়ার ইচ্ছে ছিলো না কারন আমি জানি এটা অনেকেই জানে (সেই পিচ্চি কাল থেকে- কারন সাইন্স এর যারা তারা ৮/৯ ক্লাসেই এটা পড়ে) - তবুও কে কি বলে তাই-- !

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

আরিফ আরাফাত রুশো বলেছেন: আশা করি যারা ব্লগ পড়ে তারা এটি আগে থেকেই জানে

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়তোবা তবুও লিখলাম!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

রাজীব বলেছেন: বিষয়টি বিতর্কের দাবী রাখে। কারন বিজ্ঞানই শেষ কথা নয়। বিজ্ঞান নিয়োমিত আপডেট হয়।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
এটি ১৮+ কিছু নয়।

"দেশ প্রেমিক বাঙালী বলেছেন: appropriate."

সহমত।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-) ক্লাস ৮ এ থাকতেই বড় ভাইয়ের বায়োলজি বইয়ে এইটা পড়ছিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.