![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই না কি তোর জন্মদিনের শ্রেষ্ঠ গিফট পেয়েই গেছিস -!
কেউ যখন বলেই ফেলে সে তার জীবনের শ্রেষ্ঠ গিফট পেয়েই গেছে
তখন তাকে কি দেয়া যায় বল তো ...?
এক বৃষ্টি ভেজা রাতে তুই আমি এক হয়েছিলাম! তুই যে কতটা বাউন্ডুলে আর একরোখা বদমাশ/ তোকে ভালোবেসে বেঁধে রাখা কিংবা আগলে রাখাটা যে কত কষ্টের হবে তা তোকে ভালোবাসার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি! আমাকে কষ্ট দিয়ে তুই যেন এক প্রকার সুখ পেতিস! আমাকে দৌড়ের উপরে রেখে মজা করতিস! ইচ্ছে করে কথা বলতিস না, অপেক্ষায় বসিয়ে রাখতিস, ফোন করতিস না দিনের পর দিন, মেসেজ দিলে রিপ্লাই নাই, আরও কত কি! আর আমি পাগলী তোকে এতটাই ভালবেসেছিলাম যে সব কিছু মেনে নিয়েই তোর ছবি দেখে, দু/একটা মেসেজ পড়ে/ রেকর্ড করা কথাগুলো শুনে নিজেকে সামলাতাম, মাঝে মাঝে অভিমান করতাম, গাল ফুলিয়ে বসে থাকতাম আর তুই সেটা নিয়েও আমাকে খ্যাপাতি! হুট করেই তোর ফোন কিংবা মেসেজ পেলে আমি কথা বলতে ভুলে যেতাম- শুধু হু/ বল এই দুই শব্দই মুখ থেকে তখন বের হত- আর তুই বলতিস- কি রে এখন মুখে কথা নেই যে? খুব তো অভিযোগ করতিস! তারপর আসতে আসতে কলকলিয়ে ঊঠতাম!
তারপর কি যে হলো- তুই চলে গেলি! আর আমি আগের মতই তোকে ভেবে বসে থাকি! প্রতিদিন তোর জন্য প্রার্থনা করি! এখনো বিশ্বাস করি তুই ফিরে আসবি তোর সব সমস্যার সমাধান করে!
আজ তোর জন্মদিন পাগলা! জানিস তুই, এই দিনটা আমার কাছে কতটা আনন্দের আবার কতটা কষ্টের ? জানিস না! আজ ভাবছি তোর কথা মত গিফট না কিনে টাকা জমিয়ে ভুল করেছি! যদি গিফট কিনে জমাতাম তাহলে আজ হয়ত সেই গিফটগুলো হাতে নিয়ে তোকে অনেক কাছে অনুভব করতে পারতাম!
জানি, শত শত শুভেচ্ছা, গিফটের ভিড়ে আর প্রিয় মানুষের ভালোবাসার মাঝে আমার শুভ কামনাটুকু তোর কাছে পৌঁছাবে না......।
তবুও ---- তোকে ভেবে শুধু শুভ কামনাই করতে পারি দূর থেকে -!
“ শুভ জন্মদিন পাগলা”!
তোকে ভেবে কেউ একজন তোর জন্মদিন পালন করছে এটা মনে করিস- বুদ্ধু!
ভালো থাকিস সব সময় ...”অনেক ভালো”!
আজও তোকে এত্ত এত্ত ভালবাসি পাগলা !
মিস করছি তোকে, তুই ও কি...?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! ধন্যবাদ ভাইয়া! পাগলা ভ্যাবাচ্যাকা খেয়েছে ----!
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
মুহাম্মদ তাইফ বলেছেন: শুভ জন্মদিন পাগলা ভাইয়া ।আহা আমার জন্মদিনেও কেউ যদি এমন সুন্দর করে আমাকে নিয়ে লিখত ।তবে জন্মদিনের শ্রেষ্ট গিফ্ট হত সেটাই ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! চিন্তায়েন না ভাইয়া! কেউ না কেউ হয়তো এর থেকে সুন্দর করে বলবে বা লিখবে! শুভ কামনা! ভাল থাকুন সব সময়!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আকাশদেখি বলেছেন: আইজ আমারও জন্মদিন
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি? শুভ জন্মদিন ভাইয়া! কেমন কাটছে জন্মদিন? অনেক অনেক শুভ কামনা রইলো! ভাল থাকুন সব সময়!
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পাগলার জন্মদিনে অনেক অনেক শুভকামনা!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইরফান ভাইয়া! পাগলার নাম এও আহমেদ আছে!
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পাগল্টার জন্মদিনে শুভেচ্ছা!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্য!
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
স্বপনচারিণী বলেছেন: শুভেচ্ছা দুইজনকেই। ভাল থাকুন সবসময়।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! আপনিও ভাল থাকুন!
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
রায়হান চৌঃ বলেছেন:
ভাই পাগলের জন্মদিনে, পাবনা মেন্টাল হাহপাতাল এর একটা রুম দিতে পারেন.... আর ছাগল এর জন্মদিনে দিতে পারেন এক গুচ্ছ কাঁঠাল পাতা... কি মনে হয় আপনার....? !!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু মনে হয় না!
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: পাগলার জন্মদিনে অনেক শুভেচ্ছা !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্য!
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
শাহজাহান মুনির বলেছেন: “ শুভ জন্মদিন পাগলা”!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্য!
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন পাগলা !
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্য!
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
ধূর্ত উঁই বলেছেন: শুভজন্মদিন পাগলা।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্য!
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
অপ্রচলিত বলেছেন: লেখার আবেগ আমাকে স্পর্শ করেছে। জানি না কি বলব। শুধু এটুকু জানি যে অচিরেই আমার জীবনেও এমন দিন আসবে।
ভালো থাকিস সব সময় ...”অনেক ভালো”!
আজও তোকে এত্ত এত্ত ভালবাসি পাগলা !
ভালো থাকুন সর্বদাই। না হয় দূর থেকেই ভালোবেসে যান নিরন্তর। সব ভালবাসায় কি চাওয়া পাওয়ার হিসেব থাকে?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু!এমন দিন যেন না আসে এই প্রার্থনা করছি আপনার জন্য! হু! দূর থেকেই ভালোবেসে যাচ্ছি- আমাকে ভালোবাসা দিতে হবে এমনটা বলি না আর তাকে!
শুভ কামনা রইলো আপনার জন্য! ভাল থাকুন!
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
উদাস কিশোর বলেছেন: পুরোনো ক্ষতটা জেগে উঠলো মনে হয় ।
বুকের বাম পাশ স্পর্স করে গেল ।
ও হ্যা , পাগলার জন্য শুভকামনা
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সরি! কষ্ট দেয়ার জন্য! আপনিও ভাল থাকুন সব সময়!
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: পাগলা তোর পাগলি কই?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাগলি নাই আবার সব খানেই আছে!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাগলার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা , পাগলিকেও