নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিজের অবস্থান বিবেচনা করে কিছু বলুন এবং ভাবুন!

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

আমি যেমন আমি সে রকম কিছু প্রত্যাশা করতে পারি কিংবা আমার যোগ্যতা দিয়ে তার থেকে ভাল কিছু অর্জন করতে বা পেতেও পারি! কিন্তু তাই বলে নিজে লেউয়া হয়ে অন্য কাউকে হেয় করতে পারি না। বেশির ভাগ সময় পাত্র পক্ষরা বা পাত্র নিজে কেমন সেটা বিবেচনা না করে তার থেকে বেশি কিছু প্রত্যাশা করে বা করতে গিয়ে অন্যকে হেয় করে মানে মেয়েকে বা মেয়ের পরিবারকে!

এক ছোট বোনকে দেখতে এসেছে এক পাত্র! আগেই তার ছবি দেখে পরিবারের সবাই মোটামুটি রাজি হয়েছে, ছেলেও ছবি দেখেছে! মানে বিয়ের ব্যাপারে প্রায় ৮০% রাজি! শুধু দেখা-দেখিটা হবে আর কি! ছেলে পক্ষ আসার পর দেখলাম ছেলে একদম লেউয়া, দেখতে কালো! ( কেন বলছি তা পড়েই জানতে পারবেন)! তিনি একজন ভুমি কর্মকর্তা , দেখে একদম-ই আনস্মার্ট মনে হলো! মেয়ে বেশ স্মার্ট, দেখতে সুন্দর এবং উজ্জ্বল শ্যামলা যাকে ফর্সাই ধরা যায়!যাক - দেখা-দেখির পর্বের পর ছেলে পক্ষরা বাড়ী গেল! ছেলের বাবা-মা তো রাজি-ই ছিলো! এখন ছেলে বাসায় গিয়ে বলে সে না কি আরও ফর্সা মেয়ে খুঁজছে !

অবাক করার মত কথা! মানুষের প্রত্যাশা থাকতে পারে কিন্তু নিজেরটা বিবেচনা করে সে কিছু বলতে বা চাইতে পারে! যে ছেলে নিজে দেখতে কালো, সে সব কিছু পছন্দ হওয়ার পর আরও ফর্সা মেয়ে খুঁজে কথাটা হাস্যকর এবং একটা মেয়েকে হেয় করার পর্যায়েই পড়ে!

বিয়ের ব্যাপারে এখনো যে কত ধরনের খোটা শুনতে এবং হেয় হতে হয় মেয়ে পক্ষ বা একটা মেয়েকে তা ভাবলেও অবাক হতে হয়! ভাবি কবে পাত্র পক্ষদের আর পাত্রদের মানসিকতার পরিবর্তন ঘটবে! আবার গরু/ ছাগলের মত দেখা-দেখির পর্বটাও এখনো বিলুপ্ত হয়নি!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

লোডশেডিং বলেছেন: এটা ঘটে সব সময়।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঘটছে! কিন্তু অবস্থা বা মানসিকতার পরিবর্তন হচ্ছেনা!

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: না দেখে কি উপায় আছে ? পাত্রীরা যে গরু/ ছাগলের মত রাস্তা-ঘাটে ......... করে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি বুঝালেন সেটা গ্যাপ না রেখে পূরণ করে দিলে ভাল হত!

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

বাগসবানি বলেছেন: রাজা গেল, জমিদারি গেল, বংশ গেল, কিন্তু মানসিকতা গেল না !!!!

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! তাই মনে হয়!

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

বেকার সব ০০৭ বলেছেন:
পাত্র পক্ষকে

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ভাল হত তাহলে!

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

আশাবাদী ছেলে বলেছেন: ভালো তো ভালো না। যদি চায়ের দামে শরবত পাওয়া যায়।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.