নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিজেকে পিছু ফেরাতে পারি না......

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

যখন-ই আনমনে একাকী পথ চলি রাস্তায়

খেয়াল থাকে না কোন দিকে-

একাকী পথ চলায় আজ আর তোকে

খুঁজে পাই না-!

বেখেয়ালী জীবনটা যেন প্রতি পদে

বাঁধা পায় --!

দুপুরের নিঃসঙ্গতা - বিকেলের উদাসীনতা

সন্ধার একাকীত্ব সব কিছুই যেন

থেমে থেমে তোর -ই কথা বলে-!

গভীর রাত- মুঠোফোন নিয়ে

এপাশ-অপাশ- তারপর

বুকের গভীর থেকে বেড়িয়ে আসে

চাপা দীর্ঘশ্বাস --!

দূর আকাশে তাকিয়ে থাকা

তোর পথ চেয়ে বসে থাকা

আমার এই প্রতীক্ষাকে......

আর কতটা অবহেলায় তুই ছুড়ে ফেলবি রে?

তুই না আসলে তো -

আমার ছুপা জ্বর ভাল হবে না-!

তুই না আসলে তো আমি আর

ভাল থাকবো না-!

তোকে এক নজর দেখবো বলেই তো

তোর দেয়া কষ্ট / অপমান / হুমকি/অবহেলা

সব-ই নীরবে সহ্য করে যাই --!

যদি তুই ফিরে আসিস-

এই আশায় আমি আজও

নিজেকে পিছু ফেরাতে পারি না......

যদি তুই এসে ফিরে যাস......

সেই ভাবনায়- আজও তোকে ভুলতে পারি না!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

মোঃ আনারুল ইসলাম বলেছেন:

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

অপ্রচলিত বলেছেন: কবিতা অনেক ভালো লাগল। তবে লেখায় '-' এর ব্যবহার দৃষ্টিকটু লেগেছে। অকপটে বলে ফেলার জন্য ক্ষমাপ্রার্থী।

শুভ কামনা সর্বদাই।।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না না বলে ভাল করেছেন। কেন জানি আমার লেখাতে “-“ এটা বেশি এসে যায়। খেয়াল রাখবো ! ধন্যবাদ ! শুভ কামনা আপনার জন্যও!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

জাবের তুহিন বলেছেন: ছোট্ট প্রশ্ন — ছোট ভাই ধরলেও কিন্তু খারাপ হয় না। ' তোকে '
কি বলেন ??

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যে যেটা মনে করে! হাহা!

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.