![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভাল নেই।। ভাল লাগছে না কিছুই
তুই যে অনেক দূরে চলে গিয়েছিস
দূর ঘোড়ার ডিম ... কেন ভাল লাগছে না?
সময় গুলো কেন এমন এলোমেলো হয়ে যাচ্ছে
কেন রোজ রোজ পুরনো স্মৃতির মাঝে তোকে খুঁজে বেড়াই?
অপেক্ষায় থাকি- তুই আসিস না সেথায়
রাগে/ অভিমানে কষ্টে বুকের ভেতর থেকে
চাপা কান্না ভেসে আসে
সকাল/দুপুর/বিকেল/ সন্ধ্যে চলে যায়
বিষণ্ণ মনে বিছানায় যাই...
কিছুক্ষন পুরনো মুঠোবার্তা গুলি পড়ি
এরপর সামনের দেয়ালের দিকে তাকিয়ে থাকি
নির্ঘুম রাত কেটে যায় এভাবেই
প্রতিদিন-ই এভাবে নিঃশেষিত হই
হয়ে যাই নিঃস্ব ...
তবু ভালোবেসে যাই রে পাগল...
তবু ভালোবেসে যাই--
তুইহীন জীবনটা এভাবেই কেটে যাচ্ছে
আশা/ নিরাশার দোলায় দুলতে থাকি
দিন দিন নিরাশার পাল্লা বাড়ে
আর আশার পাল্লা ভরে যায় একরাশ হতাশায়
এরপরও কেন জানি ভুলতে পারি না
মাঝে মাঝে বিরক্ত হই-
কারন তুই তো দিব্বি আছিস---
হয়তো স্বপ্ন কুড়াচ্ছিস অন্য কোথাও
উড়ছিস নতুন কারো আকাশে ...
আর আমি - সেই থেকে ভাবছি তো ভাবছি ...
এ ভাবনার যেন শেষ নেই রে...!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুনলাম আপুনি! কষ্ট কষ্ট সুখ অনুভব করলাম! কেমন আছেন?
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
কস্কি বলেছেন: এই “তুই"হীন লাইফটা ভালোই কাটছে ........................!!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা!ভাল তো ---
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বেঈমান আমি. বলেছেন: নিজের দোষটা কেউই দেখে না
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মোশারফ ভাই -তাই না? আমার দোষে আমি তাকে হারাইনি! যে গেছে সে তার সাময়িক কিছু সমস্যার কারনে গেছে-- আর বলে গেছে- আমার ভালোর জন্য-- ! আর সে কারনেই -- আর কিছু বললাম না-! ভাল থাকুন!
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
লেখোয়াড় বলেছেন:
মনের গহীন বেদনা।
ভাল লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! কিছুটা তাই! ধন্যবাদ !
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ঝুমকু বলেছেন: দোষ গুন তো কথা নয় ।কথা হল কাউকে খুব বেশী অনুভব করা
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! সেটাই! তাকে অনুভব করা- ভালোবেসে যাওয়া -- এই বা কম কি সে--!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ইখতামিন বলেছেন:
নতুন বছরে বিষণ্ন মনেরা ভালো হয়ে যাক
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাল আছি! আপনিও ভাল থাকুন! নতুন বছরের শুভেচ্ছা!
৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
আপনি কি আমার কথাই লিখেছিলেন মানে,... আমি যা লিখতে চেয়েছি!!!!
ব্যাথা সয়ে যাক আপুনি...
ভালো থাকুন
নতুন বছরে সব কষ্ট মুছে যাক
শুভকামনা
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! জানি না! হু সয়ে যাচ্ছে-- আপনিও ভাল থাকুন এবং কষ্ট যেন আপনাকে স্পর্শ না করে!
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
অপ্রচলিত বলেছেন: তবু ভালোবেসে যাই--
তুইময় বিরহী লেখায় ভালো লাগা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ! ভাল থাকুন সব সময়!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=6RcxYHn8aJc