![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেভাবেই হোক চলছে জীবন
থেমে যেতে গিয়েও থেমে যাইনি ...
চাপ চাপ কষ্ট বেড়েছে...
অভিমানের স্তূপ জমা হয়েছে ...
দুচোখ দিয়ে সুনামি নেমেছে
তবুও কিভাবে কিভাবে যেন
এইসব কষ্ট আর অভিমানকে ছাপিয়ে
আবার ভালবেসেছি ... !
আর দিনের পর দিন... রাতের পর রাত
অপেক্ষা করেছি ভালোবাসি কথাটা শুনতে ... !
এক সময় তোর অবহেলা... উদাসীনতার
মাঝেও যেন ভালোবাসা খুঁজেছি ...!
একাকী রাত... নিঃসঙ্গ দুপুর -উদাসীন বিকেল--
যে সময়গুলোতে তুই ছিলি আমার সঙ্গী
আমি ঠিক সেই সময়গুলোতে আগের মতই তোকে খুঁজেছি !
শুধু বলিনি আমাকে ভালবাসতেই হবে
বলেছি আমাকে ভালোবেসে যেতে দে--
বলিনি ফিরে আয়...
বলেছি অপেক্ষা করতে দে... !
বলিনি মিস কর
বলেছি আমাকে মিস করতে দে-- !
এইতো এভাবেই চলছি ...!
হয়তো তুই আসবি না
হয়তো তোকে ফিরে পাওয়া হবে না...
অপ্রাপ্তির কষ্ট বুকে নিয়ে হয়তো
সারাজীবন এভাবেই চলতে হবে ...।
ভাবছি ক্ষতি কি---
আমি তো বেসেছি ভাল তোকে
আমার পরিপূর্ণতায় ----!
আমি তো বাসি ভাল আজও তোকে
আমার পরিপূর্ণতায় ...!
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯
প্রান্তিক জন বলেছেন: প্রেমের উপর জোর খাটেনা, গালিব,
এ এমন আগুন, জ্বালালে জ্বলে না
নেভালে নেভেনা ।
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!জানি!
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
প্রান্তিক জন বলেছেন: তাইলে তো হ্ইলই।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
ইখতামিন বলেছেন:
সুন্দর কবিতা