![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড শীত দিনাজপুর এ ! কাল যে রকম ছিলো- পুরাই কাপাকাপি অবস্থা!
উত্তরাঞ্চলে এরকম-ই হয়! আমরা ২/৩টা সোয়েটার/ জ্যাকেট/ চাদর- পরেও কাঁপছিলাম !
রাতে বিছানায় একটা কম্বল, গায়ে লেপ/কম্বল ২ টোই নিতে হয়!এরপর ও ঘুম হয় না!
কিন্তু ছিন্নমূল মানুষগুলো যাদের গায়ে একটা চাদরও থাকে না,
থাকে না রাতে ঘুমানোর জন্য একটা কম্বল বা লেপ- তাদের অবস্থা চিন্তাই করা যায় না...!
যারা রাস্তার পাশে কিংবা ষ্টেশনে রাত কাটায়... দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়...!
প্রতিবছর পরিবার থেকে সামর্থ্য অনুযায়ী আমরা কিছু হলেও দেই এরকম মানুষদের!
আর আমি অন্তত কিনে দিতে না পারলেও-
নিজের পুরনো কোন সোয়েটার বা চাদর দেই আশে-পাশে থাকা এরকম কাউকে!
এভাবেই যদি আমরা প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী
অন্তত একজন মানুষের পাশে দাঁড়াই তাহলে ক্ষতি কি?
ইচ্ছেটাই হলো আসল-
এরপর দেখবেন মনে একটু হলেও শান্তি আসে!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! করে ভাইয়া! তবে কিছু ক্ষেত্রে দেখা যায়- অনেকেই ২/৪টা পায় আর কেউ পায়-ই না!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, প্রতি বছর অনেকেইতো শীতবস্ত্র যোগাড় করে উত্তরবংগে বিতরণ করছে...