নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুই কি মনে করিস এতে তোর কৃতিত্ব আছে ?

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

আমি তোকে ভালবাসি, ভালবাসি বলি

মাঝে মাঝে পাগলামিতে মেতে ঊঠি

হুরমুরিয়ে রাগ-অভিমান ভেঙ্গে

তোর কাছে ছুটে যাই ...

তুই কি মনে করিস? এটা তোর কারনেই হচ্ছে?

না কি মনে করিস এতে তোর কৃতিত্ব আছে?

প্রতিনিয়ত তোকে ভাবি ...

আমার ভাবনার রাজ্যে তুই শুধু তুই

একমাত্র তুই বিচরণ করিস...

ভালবাসার আবেশে আমি বারে বারে মুগ্ধ হয় ...

বাঁধ ভাঙ্গা কষ্টের স্রোতে ভেসে চলি...

অভিমানে ভেঙ্গে ভেঙ্গে পড়ি ...

তুই কি মনে করিস? এখানেও তোর কৃতিত্ব আছে?

গুটিসুটি হয়ে আমি তোর বুকে মাথা রাখতে চাই

ছায়ার মত প্রতিটা রাতে তোর সাথে খুনসুটিতে মেতে উঠতে চাই

ভালবাসার উম্মাদনায় ভেসে চলতে চাই...

রিমঝিম বৃষ্টিতে তোর সাথে ভিজতে চাই ...

তোর চোখে ডুব দিতে চাই...

তোকে আমার একান্ত আপন করে পেতে চাই ...

অধিকার খাটিয়ে দখল করে নিতে চাই... !

তুই কি মনে করিস এতে তোর কৃতিত্ব আছে ? হু?

আহ্লাদী হয়ে নানা কথায় তোকে রাঙ্গাতে চাই

তোর একলা চায়ের কাপে ভাগ বসাতে চাই

তোর একাকিত্তের প্রতিটি মুহূর্ত নিজের করে নিতে চাই

তুই কি মনে করিস এতে তোর কোন কৃতিত্ব আছে?

যাহ!যাহ!ভাগ! এসব কিছুই আমার কারনে হচ্ছে...

আমি তোকে ভালবাসি বলে আজ এসব কিছু হচ্ছে...

যেদিন থেকে ভালবাসতে ভুলে যাব--

সেদিন বুঝবি- রে তুই-

কোথাও তোর কৃতিত্ব ছিলো না ...

সবটুকু কৃতিত্ব ছিল আমার ভালোবাসার !

আর কিছু বলছি না- বললেই তুই বলবি-

দূরে গিয়ে মর হারামী...!

আমি বলবো - তোর কাছে গিয়ে মরবো !

তুই কি মনে করিস এতেও তোর কৃতিত্ব আছে?

না রে !বুদ্ধু!না! আমি তোকে -আমাকে নিয়ে

একটা স্ট্যাটাস/ নোট লিখার সুযোগ করে দিবো! বুঝলি?

আর সব কিছুতেই যে আমার ভালবাসার কৃতিত্ব আছে

তাই প্রমান করে দিব......।।



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

ডরোথী সুমী বলেছেন: ঠিক বলেছেন। সকল কৃতিত্ব আপনারই। জয় হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপুনি! জানি না কি হবে...?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: B-) B-) B-) B-)

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি ?

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: B:-) :-/ B-))

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি ভাইয়া?

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

আমি ইহতিব বলেছেন: সুন্দর লিখেছেন, ফেবুতে শেয়ারের অনুমতি চাচ্ছি।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আমার ফেবুতেও আছে।হু!পারেন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার !! চমৎকার !!

শুভ বুদ্ধির উদয় ঘটুক সকলের :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! আসলে কারো ও শুভ বুদ্ধির উদয় হবে কি না জানি না।।তবে এটা একান্ত অনুভূতি ...।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

অস্পিসাস প্রেইস বলেছেন:
ওহ! অসাধারন!!

ব্লগে অনেকদিন পর এলাম আর এসে দেখি আপনি এখনো আগের মতোই আছেন :)

আপনার মনের মানুষকে গণপিটুনি দিতে ইচ্ছে করছে ;) । এত প্যাশনেট একজনকে কেন হাসিখুশি রাখতে পারেনা :P

আর আপনার পোস্টের পরিমান কমে আসছে কেন?

ভালো থাকুন। অনেক শুভ কামনা।।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগে বলেন, আপনি এতদিন কোথায় ছিলেন? হাওয়া হয়ে গিয়েছিলেন কেন? কেমন আছেন?
আরে এতে অসাধারনের কিছু নেই... যা অনুভব করি তাই তো বলি...! পিটিয়ে কি হবে? সব কিছুতে সে আমাকে হারিয়ে দিলেও ... ভালবাসাতে তো হারাতে পারেনি... !
আসলে ব্যস্ততার কারনে পোস্ট দিতে পারছি না... আর অন্যদের পোস্টেও যাওয়া হয় না! অনেকেই অভিযোগ করেছে।
ভাল থাকুন ভাইয়া!

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

আমি ইহতিব বলেছেন: আজ আবার পড়লাম আবার ফেবুতে শেয়ার দিলাম আবারো ভালো লাগা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.