নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দজ্জাল এন ঝগড়ি শাশুড়ী!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

কম্বল দিতে গ্রামে গিয়েছিলাম!এক অভাবী মেয়েকে দেয়ার কথা। তার শ্বশুর/ শাশুড়ীর অবস্থা ভাল! কিন্তু সেই শ্বশুর/শাশুড়ী অই মেয়ে এবং তার স্বামীকে দেখে না মানে নিজের বাবা/মা'ই ছেলে এবং বউকে দেখে না! বউ এর সাথে শাশুড়ীর কাট- কাট মারমার সম্পর্ক ! যেহেতু শাশুড়ীর অবস্থা ভাল এবং তিনি বেশ ইয়াং মানে বৃদ্ধ না তাই পরিস্থিতি বিবেচনা করে ছেলের বউকেই কম্বল দেয়া উপযুক্ত মনে করে তাকে দেই...। মেয়েটার অবস্থা বেশ খারাপ! ওরে! মা! এই নিয়ে শাশুড়ীর সে কি ঝগড়া ... আমাদের তো আউল- ফাউল কথা বললোই... এরপর ছেলে বউকে হুমকি বাড়ী থেকে বের করে দিবে...! এইবার আমাকে মুখ খুলতেই হলো- হাতে থাকা মোবাইল দিয়ে ছবি তুলে, বললাম- ছেলে বউ এর যদি কিছু হয় এবং শুনি কিছু করছেন- তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো- এই ছবি নিয়ে এখুনি থানায় আপনার নামে জিডি করে দেবো... আর আমি পত্রিকায় লিখি (একটু বুং-বাং ছাড়লাম) ।। আর আপনার নাতনী তো আমার স্কুলেই পড়ে-- বুঝতেই পারছেন- কিছু করলে আমি জানতেই পারবো... দেখলাম দজ্জালনী একটু থামল ... ওষুধে কাজ হয়েছে...

দজ্জালনী শাশুড়ীর বিরুদ্ধে বউদের এবং দজ্জালনী বউদের বিরুদ্ধে শাশুড়ীদের জেগে ওঠা দরকার...।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল করেছেন শাষিয়ে দিয়েছেন। কি যে মানুষ যে শ্বাশুড়ী তার বউ দেখতে পারেনা তার মেয়ের কথা কি তার মনে আসেনা যে আমার মেয়ের ও ত শ্বাশুড়ী আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এরা বোঝেনা বলেই তো এমন হয়!

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

ইখতামিন বলেছেন:
হাহাহহা..
ভালো করেছেন.. :)

মহৎ কাজের উদ্দেশ্যে ভুংভাং কিছু মিথ্যে বললে তা নাকি মিথ্যার পর্যায়ে পড়ে না....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ! তবে ভুংবাং কিন্তু এমনিও দেইনি! আমি তো পত্রিকাতেও লিখি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.