![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছে করে তোকে আগের মত ... বলে ডাকি!
কিন্তু তা আর হয় না রে!
তুইও তো শুনতে চাস না!
নতুন কাউকে পেয়ে গেছিস বুঝি?
সে কি তোকে আমার-ই মত তার দেয়া কোন নতুন নামে ডাকে?
ইচ্ছে করে এক ছুটে তোর কাছে গিয়ে
তোকে বুকে জড়িয়ে ধরি...
এক নিঃশ্বাসে জমানো সব কষ্ট গুলো...অভিমানগুলো
সব ঢেলে দেয় তোর বুকের মাঝে...
কিন্তু পারি না রে!
আচ্ছা? বলতো? সত্যি বলবি! একদম তিন সত্যি!
কেউ কি তোকে আমার-ই মত এভাবে জড়িয়ে ধরে
তার কষ্ট আর অভিমানগুলো সব ঢেলে দেয়?
একাকী উদাস মনে যখন বসে থাকি
মনে হয় তোকে ফোন করি
আগের মত খুনসুটিতে মেতে উঠি
কিন্তু ফোনটা হাতে নিয়ে রেখে দেই...।
ইচ্ছে হয় আগের মত মেসেজে ঝড় তুলি
তাও হয় না রে......!
বল না? এভাবেই কি তুই এখন অন্য কারো সাথে
ফোনে খুনসুটিতে আর মেসেজে ঝড় তুলতে ব্যস্ত থাকিস?
তোকে ভেবে যখন বুক ফেটে কান্না বের হয়
মনে হয় তোর বুকে মাথা রেখে কাঁদতেই থাকি
আর তুই বলতে থাকবি- “ বাচ্চা মেয়েদের মত কাঁদছিস কেন হারামী”?
বল না আমাকে? সত্যি করে বল?
এভাবেই কি তুই এখন অন্য কাউকে বলিস?
এভাবেই কি অন্য কারো কান্না থামাস?
সন্ধ্যে হলেই বিষণ্ণতায় মন ডুবে যায়...
ভাবি তোকে নক করি কিন্তু হয় না রে!
তুইও তো নক করিস না, একটা মিসডবার্তাও দিস না!
তুই কি তখন অন্য কাউকে মিসডবার্তা দিস?
অন্য কারো সাথে আড্ডায় মেতে ঊঠিস?
এভাবেই যদি সব কিছু পাল্টে যাবে...
তবে ভালবেসেছিলি কেন বল তো?
কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি?
অন্য কারো যদি হয়েই যাবি.........
তবে আমাকে কেন তোর সব হতে বলেছিলি?
বল? উত্তর আছে কোন তোর কাছে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! ভাল লেগেছে জেনে ভাল লাগলো ! শুভ কামনা!
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
হ্যাপি পেঙ্গুইন বলেছেন: মনটা ছুঁয়ে গেল। অসাধারণ.......
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! খুব সাধারণ কথাগুলো যে আপনার কাছে অসাধারণ মনে হয়েছে জেনে ভাল লাগলো ! শুভ কামনা!
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
ইখতামিন বলেছেন:
অসাধারণই তো...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে অসাধারণ নয়... এতো যাপিত জীবনের একান্ত অনুভুতি... যা প্রতিনিয়ত ঘুরপাক খায়!
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
মাহতাব সমুদ্র বলেছেন: তুই কি তখন অন্য কাউকে মিসডবার্তা দিস
দারুন!!!