নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কেন জানি রাগ ঊঠছে তোর প্রতি!

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

>আমি তোকে ফোন করি না কিন্তু মেসেজ তো ঠিক-ই দেই! অথচ তুই একটা রিপ্লাই দিতে পারিস না!

>রিপ্লাই দেই নাই মানে? তুই জানিস, আমি তোকে কতগুলো মেসেজ দিয়েছি? তোর রিপ্লাই নাই কেন?

>রিপ্লাই দিছিস? মিথ্যে কথা আর কত বলবি?

>মিথ্যে কথা মানে? জুতা দিয়া পিটামু কইলাম হারামী কুত্তা?

>একটা রিপ্লাই আসে নাই! তুই ভাল করে দেখ- তোর মোবাইলে!

>ওরে! এখন দেখলাম সব মেসেজ সেন্ডিং ফেইল! যাউকগা! কেমন চলছে দিনকাল? শরীর /মন ভাল তো? আই লাভ ইউ জান! অনেক অনেক...। কি ভাবছিস- আদর? মোটেওনা... অনেক অনেক উস্টা শালা হারামী!

>গালি দিয়ে/ বকা দিয়ে এখন আদর? এখন লাভ ইউ বলিস? কতগুলো মেসেজ দিয়েছি আমি দেখেছিস?

>কেন জানি রাগ ঊঠছে তোর প্রতি! তাই মেসেজ দেইনি! কিন্তু গত ৩০মিনিট ধরে ভাবছি ভুল করছি! ঘুমাচ্ছিস ভেবে মেসেজ দেইনি! লাভ ইউ জান!

>রাগ ঊঠছে? কি করছি আমি বল? প্রতিদিন তো আমি-ই খোঁজ নেই,আমি-ই নক করি! >একদিনও কি তুই নিজে থেকে খোঁজ নিস আমার? একটা মেসেজ দিস আমাকে?

>ওরে! কেন রাগ ঊঠছে সেটাই বুঝতে পারিনি! আমি কেমন আউলা-ঝাউলা নিজেই বুঝি না! অনেক অনেক সরি বাবা! কাজ করছি রে, নইলে অনেক আদর করে দিতাম! লাভ ইউ!লাভ ইউ! এইবারের মত মাফ করে দে!

>হু! আমি এরকম করলে মাফ করতিস? তখন তো কত গালি দিতিস/মারতিস/ ব্লক করে দিতিস!

>হাহহা! কথা সত্য হারামী!

।হু!আমি সত্যি কথাই বলি! তুই তো এমন-ই!

>সরি বলছি তো বাবা! কি করতে হবে? পা ধরবো?

>ধর! তা তো ধরবি না!

>কে কইছে ধরুম না! ধইরা তোরে ফেলাই দিমু!

>কুত্তা!কুত্তা! যা ভাগ! কথা বলবো না!

>কামলা দেই রে সোনামনি! ওকে যা এখন ঘুমা!

>আহহাহা! কত খুশি! যেই বলছি কথা বলবো না! শালা শয়তান হারামী! এখন অন্যদের সাথে গলে গলে পড়বি তো তাই?

>হাহহা! তুই না আসলেই একটা শয়াতান্নি! কামলা দেই তুই জানিস না? আজ অনেক কাজ রে জান! দম ফেলার সময় পাচ্ছি না! ফ্রি হয়ে কানধরে উঠ -বস করবো খুশি?

> দরকার নাই! ফ্রি হয়ে আপনার আরো জিএফদের সাথে ঢলা-ঢলি করিয়েন!

>অই দেখ কেমন অবুঝের মত কথা বলে!

>ভাল হইছে আমি অবুঝ! আর তুই তো খুব বুঝদার? তাই তো এমন করিস আমার সাথে?

>পাগলী! বুঝিস না কেন? কাজ করতে দে!

।ওকে কর! কাজ-ই কর!

।পাগলী, শোন ভালবাসি ভালবাসি!

>লাগবে না তোর ভালবাসা!

>এমন করে না বাবা! বল- ভালবাসি!

>বলবো না!

>না বললে - আমি কাজ করবো কিভাবে? আজ মাসের শেষ - তুই জানিস না?

>ওকে কাজ কর!

>ভালবাসি বল?

>থাক পরে বলবো !

>বল না?

>ভালবাসি কুত্তা হারামীটাকে! হইছে!

>হু! ভালবাসি পাগলীটাকে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
মজা পেলাম খুব।

ইন রিলেশনে থাকা সব পাবলিক রা এই টাইপ পোস্ট দিলে আমরা ফাও আনন্দ নিতে পারতাম :)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! রিলেশনে থাকলেই বুঝি এভাবে লিখা যায় ভাইয়া? কল্পনার মিশ্রণ ঘটিয়েও কিন্তু লিখা যায়! মজা পেয়েছেন জেনে ভাল লাগলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.