![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহারে প্রেমিক! আজকাল তোমরা প্রেমিকাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাও নাও---তারপর ফোন বন্ধ করে পালিয়ে যাও! বিকাশ হয়ে প্রেমিকদের ভালই সুবিধা হয়েছে, ভোলা-ভালা প্রেমিকাদের কাছ থেকে টাকা নেয়ার!
ঘটনা- কুমিল্লার। কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার এক রিকশাচালক ও গৃহ পরিচারিকার মেয়ে পিঙ্কি! মোবাইলের মাধ্যমে পরিচয় এবং প্রেম! অতঃপর প্রেমিকের আবদার মিটাতে- ঘরে থাকা বাবা-মা'র ২০ হাজার টাকা প্রেমিককে বিকাশের মাধ্যমে প্রেরণ! এরপর প্রেমিকের মোবাইল বন্ধ পেয়ে- রাগে-ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিকার আত্মহনন! (পেপারে পড়লাম)
>> প্রেমিককে বলার মত কিছু নাই!
>>তবে মেয়েটি মারা গেলেও বলবো- একটা ভুল- একটা অন্যায় সেও কিন্তু করে গেছে। বাবা-মা'র অজান্তে তাদের কষ্টের টাকা প্রেমিককে সে দিয়েছে!
>> মোবাইল আর ফেবু'র প্রেমগুলোতেই আজকাল বেশি নষ্টামি আর প্রতারণা দেখা যাচ্ছে! তবে সত্যি কথা বলতে কি- আজকালকার প্রেম-ভালবাসাগুলোতে - বিন্দুমাত্র- শ্রদ্ধাবোধ আর বিশ্বাস কিংবা স্বচ্ছতা থাকে না বললেই চলে-!
আর যার ফল- প্রতারণা!
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি না ভাই, কবে আমাদের মানসিকতার পরিবর্তন হবে! কবে সমাজ বদলাবে! কবে আমরা একটি সুন্দর প্রভাত পাবো?
২| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২২
চানাচুর বলেছেন: একদিন হেলো৮৯২০ তে আরজে কিবরিয়ার "যাহা বলিব সত্য বলিব" প্রোগ্রামটাতে একটা মহিলা এসছিল। সেখানে সে বলেছিল মোবাইল প্রেমের ফাঁঁদে ফেলিয়ে কত ছেলের কাছঁ থেকে যে বিকাশের মাধ্যমে টাকা নিতো! সুতরাং এই ইস্যুতে এক তরফাভাবে ছেলেদের দোষ দিলে ভুল হবে। অপরাধপ্রবণতা আসলে নারী-পুরুষ ভেদে মানুষের মধ্যে আসে না।
১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! অবশ্যই ছেলে/মেয়ে উভয়ের দ্বারাই এই কাজগুলি হচ্ছে! কিন্তু বাস্তবতা বলে- মেয়েরাই বেশি ফাঁদে পড়ছে! এটাও স্বীকার করছি- অপরাধপ্রবণতা ... আসে না! কিন্তু বেশির ভাগ ঘটনাই পুরুষের দ্বারা হচ্ছে! সে যাই হোক- আমাদের চাওয়া - ভালবাসায় বিশ্বাস / শ্রদ্ধাবোধ / আস্থা অটুট থাকুক! কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হয়! কারো জীবন যেন এভাবে ঝরে না যায় !
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই হৃদয়বিদারক ঘটনা! তবে কখন যে হায়েনা রুপি মানুষগুলি মানুষ হবে? কখন বদলাবে এই সমাজ
একটা নতুন প্রভাতের অপেক্ষায় রইলাম।