![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটন বিরানি না দিয়ে চিকেন বিরানি দেয়ার কারনে বেঙ্গালুরুতে বিয়ে করতে এসে বিয়ে ভেঙ্গে দিয়েছে বর পক্ষ! এত গেল বাইরের দেশের কথা! আমাদের দেশেও এরকম কত ছোট ছোট কারনে যে বিয়ে ভেঙ্গে যায়! একটা ঘটনা বলি সে রকম! - বিয়ের সব কিছু ঠিক-ঠাক! কালকে পানচিনি হবে! আজ ছেলে পক্ষের লোকজন মানে ছেলের মা/ খালা/মামী/ ভাই/ভাবী এসেছে! ছেলের মামী জিজ্ঞেস করে মেয়েকে- তুমি কি রান্না করো ? মেয়ে বলে- আমি রান্না পারি কিন্তু সব সময় করি না, মা’ই সব করে, আমি শুধু হেল্প করি মাঝে মাঝে! ব্যাস! এরপর-ই সেই মামী বাসায় গিয়ে রটায় মেয়ে রান্না- করতে পছন্দ করে না! তাহলে বিয়ের পর হবে কি? এরপর বিয়ে ভেঙ্গে যায়! অথচ দুই পক্ষই আংটি রেডি রাখে কাল পান চিনি হবে বলে!
>> জানি না ছেলে পক্ষরা নিজেদের কি মনে করে?
>>বিয়ের ব্যাপারে তৃতীয় পক্ষর কারনে অনেক বিয়ে এভাবে ভেঙ্গে যায়!
>>যারা এভাবে সামান্য কারনে বিয়ে ভেঙ্গে দেয় তারা একবারো সেই মেয়েটার কথা ভাবে না! যাকে বিয়ে ভেঙ্গে যাওয়ার কিছুক্ষন পর-ই বাড়ীর লোকজন সহ অন্যরা অপয়া বলা শুরু করে গালি দেয়!
২| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: এইসব মামীদের পাছায়...
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো- মামী/ খালা দুজনেই মেয়ের বাড়ী/ঘর এবং মেয়েকে দেখে জ্বলছে ! এমন ভাব- ছেলের মা কেন এত ভাল ঘর/ মেয়ে (মেয়ে দেখতে বেশ সুন্দর) কেন পাবে। ব্যাপারটা মেয়ে পক্ষর লোকজন আগেই খেয়াল করেছিল! কারন তাদের হাভভাবে তা প্রকাশ পেয়েছে! তাই একটা ছুতো এবং সেটাকে হাইলাইট করে কিভাবে বিয়েটা ভেঙ্গে দেয়া যায় এটাই তাদের উদ্দেশ্য ছিল! এসব কিছু জানা গেছে- ছেলে পক্ষের একজন মেয়ে পক্ষর পরিচিত বলে! তিনিও এসেছিলেন!
৩| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬
রাকিবুল হাসান ২০১০ বলেছেন: মুরুব্বীদের দায়িত্বশীল হওয়া উচিত ।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেকে জেলাসি থেকে এই কাজ করে! তখন দায়িত্ববোধ এর খেয়াল তাদের থাকে না!
৪| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনুসন্ধান করলে দেখবেন, মেয়েরাই মেয়েদের বড় শত্রু।
এজন্য, শিশুকাল থেকেই সঠিক মূল্যবোধ দিয়ে সন্তানকে বড় করা প্রয়োজন, যে জায়গাটায় আমরা অনেক পিছিয়ে...
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা ভাইয়া! এটা একদম ঠিক! মেয়েরা মেয়েদের শত্রু! বাকিটা এখানে দেখুন! প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো- মামী/ খালা দুজনেই মেয়ের বাড়ী/ঘর এবং মেয়েকে দেখে জ্বলছে ! এমন ভাব- ছেলের মা কেন এত ভাল ঘর/ মেয়ে (মেয়ে দেখতে বেশ সুন্দর) কেন পাবে। ব্যাপারটা মেয়ে পক্ষর লোকজন আগেই খেয়াল করেছিল! কারন তাদের হাভভাবে তা প্রকাশ পেয়েছে! তাই একটা ছুতো এবং সেটাকে হাইলাইট করে কিভাবে বিয়েটা ভেঙ্গে দেয়া যায় এটাই তাদের উদ্দেশ্য ছিল! এসব কিছু জানা গেছে- ছেলে পক্ষের একজন মেয়ে পক্ষর পরিচিত বলে! তিনিও এসেছিলেন!
৫| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০
হেডস্যার বলেছেন:
মামী কিছু একটা শুনে রটালো আর তাতেই বিয়ে ভেঙ্গে গেল এইটা বিশ্বাসযোগ্য নয়।
এই ক্ষেত্রে আমার বিশ্বাস পাত্রী এমন কিছু বলেছে বা করেছে যার কারনে এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে।
মামা, মামী, খালা, খালু, চাচা, চাচী ইত্যাদি আত্মীয় স্বজন বিয়েতে গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে পাত্রপাত্রীর বাবা, মা, বড় ভাইবোন দের।
অভিজ্ঞতা থেকে বললাম।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যার কথা বলেছে সে আমার-ই কাজিন! আমি স্টিল উপস্থিত ছিলাম তাদের কথার মাঝে! এবং অবশ্যই বিয়ের ব্যাপারে - মামা, মামী, খালা, খালু, চাচা, চাচী ইত্যাদি আত্মীয় স্বজন বিয়েতে গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে পাত্রপাত্রীর বাবা, মা, বড় ভাইবোন দের। এই কথাটা ঠিক! কিন্তু তারা করেনি! যেখেন সেদিন- মেয়েটিকে তারা বউমা, বউমা বলে ডেকেছে!
৬| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
অহনাব বলেছেন: পাত্রের এ ক্ষেত্রে একটিভ হওয়া উচিত ছিল।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাও আজব কথা! পাত্র কিছুই বলেনি এই নিয়ে! অথচ মেয়ে তার খুব পছন্দের ছিলো!
৭| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯
লাতি বলেছেন: আরে ভাই , আপনি তো সামান্য লিখেছেন, আমার নিজের কাছে বহু প্রমাণ আছে , সামান্য টুংকো বিষয়ে বিয়ে ভেঙ্গে গেছে। এই রকম একটি মজার কিন্তু দুঃক জনক বিষয় আপনাকে জানাচ্ছি----
১) আক্দ হয়ে গেছে, খাওয়া দাওয়া সব শেষ, এক পর্যায় দেখা গেল বর পক্ষ নতুন কনের জন্য ভুলে বোরকা নিয়ে আসেনি, ব্যাস --- এই টুকুতে বিবাহ ভেঙ্গে দিল কনের বাবা। র্তক বির্তক- মারামারি - তালাক- মামলা মোকদ্দমা , শেষ পর্যন্ত বোরকার জন্য সব শেষ।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা ভাই! শুধু মেয়েদের না এভাবে অনেক ছেলেদের ও বিয়ে ভেঙ্গে যায়! কবে এই সমাজের মানুষগুলির মানসিকতার পরিবর্তন হবে তা কেউ জানে না!
৮| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০২
হারুনরশিদ বলেছেন: মামী কি বলল সেটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে - নারীই নারীর শত্রু। রান্নার বিষয়টা যদি মামী না জেনে মামা জানতো তাহলে এমন হবার সম্ভাবনা হয়তো থাকতো না।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা! মামীর কথাতে গুরুত্ব দিয়ে তারা কেন এমন কাজ করলো- তা আজো জানা যায়নি! -তবে কিছু কথা দেখুন--
প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো- মামী/ খালা দুজনেই মেয়ের বাড়ী/ঘর এবং মেয়েকে দেখে জ্বলছে ! এমন ভাব- ছেলের মা কেন এত ভাল ঘর/ মেয়ে (মেয়ে দেখতে বেশ সুন্দর) কেন পাবে। ব্যাপারটা মেয়ে পক্ষর লোকজন আগেই খেয়াল করেছিল! কারন তাদের হাভভাবে তা প্রকাশ পেয়েছে! তাই একটা ছুতো এবং সেটাকে হাইলাইট করে কিভাবে বিয়েটা ভেঙ্গে দেয়া যায় এটাই তাদের উদ্দেশ্য ছিল! এসব কিছু জানা গেছে- ছেলে পক্ষের একজন মেয়ে পক্ষর পরিচিত বলে! তিনিও এসেছিলেন!
৯| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: দোষ দিলে সবাইকে দিতে হবে।ছেলেপক্ষ ঐ মামীর কথা শুনে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন?ঐ মামীর অতীত ইতিহাস ঘাটলে পাওয়া যাবে নিশ্চয় তার নিজের লেজ কাটা কোনভাবে তাই সেও চায় আরেক নারীর মাথায় কাঠাল ভাঙ্গতে।মুহাম্মদ জহিরুল ইসলামের কথা ঠিকাছে মেয়েদের শত্রু মেয়েরা কেননা দূর্বলের শত্রু দূর্বলই হয় দুনিয়ার প্রাকৃতিক নিয়মেই।তবে মেয়ের ঐ পরিবারে বিয়ে না হয়ে ঠিকই হয়সে কারণ যে পরিবার এমন থার্ড পার্টির কথায় সিদ্ধান্ত নেয় সেখানে এমন স্পষ্টভাষী আত্মবিশ্বাসী মেয়ের সারাজীবনের জন্যে সন্ধি না করাটায় ভালো।বাইরে থেকে আমরা এমন অনেক কিছুই বলতে পারি কিন্তু পোস্টের বাইরে ঘটনা এমন আরও থাকার সম্ভাবনা আছে।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন- অই মেয়ের বিয়ে অইখানে না হয়ে অনেক ভাল হয়েছে! তা না হলে মেয়েটাকে সারাজীবন ভুগতে হত। হু! মেয়েরা মেয়েদের শত্রু এটা একদম ঠিক!
১০| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ সব মামীদের মাতব্বরি কমানোর ব্যাবস্হা করা দরকার।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেকে কেন যে বিয়ের ব্যাপারে থার্ড পারসন কে নিয়ে আসে এটাই বুঝি না!
১১| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫২
সংগ্রামী বালক বলেছেন: এক হাতে কখনো তালি বাজে না।ছোট হয়ে বড়দের মাঝে কথা বলায় দুঃখিত।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঘটনা না জানলে এমন-ই বলবেন!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: এইসব মামীদের পাছায়...