নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করুন!

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

কুড়িগ্রামের রাজীবপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা ! ধারনা করা হচ্ছে ধর্ষকের সংখ্যা একাধিক! ইস্‌! কি ভয়ঙ্কর কথা! যা পড়েই গা শিহরে ঊঠেছে! যেখানে একজন পূর্ণ বয়স্ক কিশোরী / যুবতী/ মহিলা স্বাভাবিক যৌনক্রিয়ায় গিয়ে কষ্ট ভোগ করে বেশির ভাগ ক্ষেত্রেই -সেখানে অই মাসুম বাচ্চাটা যে কি না যৌনক্রিয়া বা ধর্ষণ কি- কিংবা তার নিজের শরীরের অই বিশেষ অঙ্গটির কাজ কি সেই সম্পর্কেই ধারনা হয় নাই তার আগেই তাকে কতিপয় কুত্তার বাচ্চার দ্বারা ধর্ষণের মত এক বীভৎস অভিজ্ঞতার শিকার হয়ে জীবন - ই দিয়ে দিতে হল!

>>কতদিন আর এভাবে মেয়ে শিশুরা বা মেয়েরা ধর্ষণের শিকার হবে?

>> গায়ে ছেংটা লাগা পুরুষেরা কি এখনো বলবে- ধর্ষণের কারন নারীর পোশাক ?

>> শুধু ধর্ষণ নয় প্রায় প্রত্যেকটি নারী শিশুই ছোটবেলায় তার পরিবারের কিংবা আত্মীয়- স্বজন বা অন্য কারো দ্বারা শারীরিক স্পর্শের শিকার এর অভিজ্ঞতা হয়! কিন্তু প্রকাশ পায় না ঘটনা! শিশুরা আরো নানা রকমের নির্যাতনের শিকার হচ্ছে! কিন্তু প্রতিকার নেই!

>> যখন-ই ভাবছি সেই মাসুম বাচ্চাটার কথা- ভয়ে গা শিহরে ঊঠছে! শুধু ঘৃণা না অই কুত্তার বাচ্চাদের ধরে যদি তাদের লিঙ্গ কেটে ফেলা হত- এবং দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেয়া হত তাহলে মনে হয় শাস্তিটা ঠিক হত! কিন্তু জানি না আসামী আদৌও ধরা পড়বে কি না? (কালকের পেপারে পড়লাম)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

সংগ্রামী বালক বলেছেন: পোষ্ট পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম।প্রথমে ভেবেছিলাম কমেন্ট করবো না।আচ্ছা এই বিকৃত মনের এই জন্তুগুলো কি আদৌ মানুষ,না মানবাকৃতির অন্য কোনো পশু।

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই এদের কি বলা যায় তা ভেবে পাই না-! এত গেল ৮ বছরের, যখন শুনি ৩/৪ বছরের বাচ্চার সাথেও এমন হয়েছে তখন?

২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এরা মানুষ নামের কলংক-----------

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঠিক বলেছেন!

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

ডরোথী সুমী বলেছেন: শুধুই মন খারাপ হয় আর শঙ্কিত হই আমাদের বংশধরদের জন্য। এদের জন্য শুভ কিছু কি নেই?

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই! পিচ্চি পিচ্চি বোন/ ভাগ্নিদের দেখে ভয় লাগে- না জানি কখন কি হয়?

৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

ভিটামিন সি বলেছেন: শালার পুতেদের যৌবনের রস এতো বেড়ে গেছে, তাহলে বিয়ে করে না কেন?? এদেরকে ধরে ধরে পৌরুষত্ব নষ্ট করে দেয়া উচিত। যাতে জীবনে আর কিছু করতে না পারে, শুধু দেখেই জীবন পার হয়।

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সি ভাইয়া! এদের কি হয় কে জানে? এতই যদি রস বেড়ে যায় তাহলে তোদের জন্য তো পতিতালয় আছে- সেখানে যা-- (বলতে চাইনি কিন্তু বললাম) ! হু! সে জন্যই বলেছি- ওদের লিঙ্গ জনসম্মুখে কেটে ফেলা উচিত যাতে অন্যরাও শিক্ষা পায়! জানেন, এরপর ও অনেকে পোশাকের কথা আনে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.