নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তবুও তোকে খুঁজে ফিরি ......।।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

কখনো যদি আমার দুচোখের জল

কিংবা বুকের ভেতরের চাপা কষ্টটা

তোকে সেই আগের মত ছুঁয়ে যায়

তোকে ভেবে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকা

কিংবা নিঃসঙ্গ দুপুরের একাকীত্বটা

যদি তোকে আগের মত ভাবিয়ে তুলে

তুই কি বুলশিট সেই বাস্তবতাটাকে

তুরি মেরে উড়িয়ে দিয়ে

আমাকে কাছে টেনে নিবি?

না কি - আমাকে দূরে সরিয়ে দিয়ে ভাল করেছিস

এই মিথ্যে ভাবনায়- আরো দূরে সরে যেতে চাইবি?

বিকেলের উদাসীনতা... সন্ধ্যের বিষণ্ণতা ...

রাতের গভীরে ডুকরে কেঁদে ওঠা...

এসব কিছু ভেবে যদি -

তোর আমাকে আবার মনে পড়ে যায়

তুই কি আসবি সেই বিকেলে

আমার উদাসীনতার মাঝে খুনসুটিতে মেতে ঊঠতে?

তুই কি ডাকবি আমায় সন্ধায়

তোর একলা চায়ের কাপে ভাগ বসাতে?

কিংবা তুই কি ছুটে আসবি সেই রাতের আঁধারে

আমাকে আগের মত ঘুম পাড়িয়ে দিতে?

যদি কখনো কোন এক ভোরের আলোয়

ঘুম ভেঙ্গেই তোর আমাকে মনে পড়ে যায়

ইচ্ছে হয়- পাশে শুয়ে ভালবাসি বলতে-

কিংবা আমার কপালে আলতো করে ছুঁয়ে

শুভ সকাল বলতে-

তুই কি আসবি সেই সাত সকালে

আমার ঘুম ভাঙ্গাতে ?

তুই আসবি কি আসবি না

কোন কিছুই জানি না

তোকে ফিরে পাবো কি

পাবো না-- তাও জানি না

তবুও তোকে খুঁজে ফিরি

সেই সব কিছুতে ......।।

তবুও আশায় বুক বাঁধি ভালোবেসে !

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জোস হইছে।
তবে যে চলে যায় সে কি কখনো ফিরে আসে?
যার হারাতে প্রিয় সে কি পাওয়ার সুখ বুঝে
হয়তো বা কখনো কখনো
তার ব্যাতক্রম ও হয়। তোমার বন্ধুটি আসুক তোমার হয়ে
তোমার অতৃপ্ততায় তৃপ্ত হয়ে।
ভাল থেকু ,তোমার কবিতা আমার ভাল লাগে তাই এই ভাল লাগা।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফিরে আসবে কি আসবে না জানি না- তবুও তার অপেক্ষায় বসে থাকতে ভাল লাগে! ভাল লাগে তাকে ঘিরে থাকা স্মৃতিগুলির মাঝে তাকে হন্য হয়ে খুঁজতে ...! কিছুটা আশা বাঁচিয়ে না রাখলে-- বেঁচে থাকবো কি করে? ধন্যবাদ ভাইয়া!

২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১০

কোজাগরী চাঁদ বলেছেন: কবিতা ভালো। হৃদয় খচখচ :|

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! খচখচ! তবুও এভাবেই কিছু আশা বেঁচে থাকে হৃদয়ের মাঝে... ! ধন্যবাদ !

৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮

টুম্পা মনি বলেছেন: খুব আবেগী কবিতা। অনেক ভালো লাগল।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি! আবেগের মধ্যেই তো ছোট ছোট ভাললাগা/ ভালোবাসাগুলি বেঁচে থাকে... আর সেখান থেকেই কিছুটা আশা থাকে কাউকে কাউকে ফিরে পাবার- আবার আগের মতই করে... যদিও সেটা অনিশ্চিত তবুও এখনো রয়েছে কিছুটা আশা... !

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪

উদাস কিশোর বলেছেন: দারুণ লাগলো :)
চমত্‍কার . . . . .

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ ভাই! ছোট্ট ছোট্ট কিছু চাওয়া আর আশা বাঁচিয়ে রেখে বেঁচে থাকা...।

৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৮

আমি অপদার্থ বলেছেন: আবেগী +++

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! + এর জন্য! শুভ কামনা!

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

শিমুল চন্দ্র দাশ বলেছেন: বেশ ভালো!

৭| ০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৯

পারভেজ বলেছেন: বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.