![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা পাপের এবং অন্যায়ের কিছুটা কম/বেশি শাস্তি এই দুনিয়াতেই মানুষ পায়! অনেকে বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু আমি করি... এবং দেখেছি অনেক! আবার বিশেষ করে বাবা/ মা’কে দেয়া কষ্টের শাস্তি যে কতটা ভোগায় তা দেখছি! আমার খুব কাছের একজন জীবিত থাকা অবস্থায় তার মা’কে এত কষ্ট দিয়েছে যে - মৃত্যুর আগে সেই মা শুধু বলেছিল- আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে! মা - বাবা ছেলে/মেয়েকে অভিশাপ দেয় না কিন্তু তাদের একটু উফ্ এই শব্দটাই যথেষ্ট শাস্তির জন্য! আজ সেই ছেলেকে দেখছি তিলে তিলে কি পরিমান কষ্ট সে ভোগ করছে- শারীরিক ও মানসিক ভাবে! তার দুরবস্থা দেখে মায়া হচ্ছে এখন কিন্তু যখন সে জালিম রুপে ছিল- তখন শুধু মনে মনে বলেছিলাম- শাস্তি তুমি এই দুনিয়াতেই পাবে!
>> বাবা-মা’কে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন! ( যদিও আমি নিজেই খারাপ! আমি বখে যাওয়া মেয়ে না কিন্তু আমি কথা না শোনাদের দলে, আমার দ্বারাও আমার মামনি/ বাপি কষ্ট পায় কিন্তু আমি সেই ভুলটাকে বা অন্যায়টাকে বুঝতে পারলে ক্ষমা প্রার্থনা করি তাদের ও আল্লাহ্র কাছে! )
>> যে কোন অন্যায় বা পাপ করার আগে ভাবুন, উপরে একজন কিন্তু সব-ই দেখছে, যিনি প্রতিটি অন্যায়ের / পাপের বিচার করবেন! ( আমার দ্বারাও হয়ত অনেক অন্যায় বা পাপ কাজ হয়ে থাকতে পারে তবে আমি সেটা বুঝতে পারলে তওবা পড়ে আল্লাহ্র কাছে ক্ষমা চাই এবং সেই পথ থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ্র কাছে সাহায্য চাই, এর বাইরেও আমি তুলসি পাতায় ধোওয়া নয়! )
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লোক দেখানোর জন্য না।। এ থেকে শিক্ষা গ্রহনের জন্য! কিন্তু আমরা কজন-ই বা তা করি?
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০
শাবা বলেছেন: সুন্দর কথা বলেছেন। আমরা যারা সন্তান তাদেরকে পিতা-মাতার প্রতি দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। নইলে আমরাও আমাদের সন্তানদের দ্বারা কষ্ট পাবো।
আমার ব্লগে আমন্ত্রণ।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আমরা অনেক সময় অনেক কিছু বুঝি--- কিন্তু সে রকম কিছু করি না... আল্লাহ্ আমাদের সকলকে হেদায়েত দান করুন! আমিন!
৩| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
পরের তরে বলেছেন: পিতা মাতাকে কষ্ট দেওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আর যে পিতা মাতাকে কষ্ট দেয় তার কঠিন শাস্তিই হওয়া উচিৎ। যখন খারাপ ব্যবহার করেছে তখন কোরআন হাদিসের কথা মনে পরে নি?? তাইলে এখন শাস্তি পাওয়াই তার জন্য উপযুক্ত।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! তা অবশ্যই ! এখন সে হারে হারে টের পাচ্ছে! আমাদের ও এসব কিছু দেখে শিক্ষা নেয়া উচিৎ !
৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রত্যেকটা কৃত কর্মের ই ফল ভোগ করতে হবে। তবে মা-বাড় কে যে কষ্ট দিবে তার বেলায় আল্লাহ সহ্য করেন না। আমরা সবাই মা-বাবা কে বুজার তৈফিক দান করুক তাদেরকে সেবা করার ক্ষমতা দান করুক।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আল্লাহ্ আমাদের বাবা-মা’র খেয়াল সেভাবে রাখার তৌফিক দান করুন !
৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নিঃশ্চয় আল্লাহই সবচেয়ে ভালো বিচারক।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এবং তিনি সব অন্যায়ের বিচার ও করেন!
৬| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪
লুৎফুল ইসলাম বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন বাবা,মাকে কোন কষ্ট না দেই। আমি নিজেও বাবা। আমি নিশ্চই চাই না আমার সন্তান আমাকে অসম্মান করুক।আল্লাহ আমরা যেন আমাদের বাবা,মাকে সব সময় ভালবাসি এবং কষ্ট না দেই। আমিন।
২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আল্লাহ্ আমাদের সকলকে হেদায়েত দান করুন! আমিন!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
নিরীহ বালক বলেছেন: দুনিয়াতে শাস্তি হয় লোকদের দেখানোর জন্য । ঐ পাড়ে মাফ নাই । সেখানেও শাস্তি পেতে হবে