নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়ে হওয়ার যন্ত্রনা!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৩

সেই বর্বর যুগেও মেয়ে হলে মেয়েদের মেরা ফেলা হত কিংবা মা’কে মেরা ফেলা হত এখনো হচ্ছে! ইন্ডিয়াতে তো মেয়ে ভ্রূণ থাকতেই মেরে ফেলা হচ্ছে! আর আমাদের দেশে কি শিক্ষিত কি অশিক্ষিত বেশির ভাগ-ই এটা জানে না যে, ছেলে জন্মদানের জন্য বাবার একটা ক্রোমোজোম লাগে! যেটা মায়ের থাকে না! বাবার অই ক্রোমোজোম না থাকলে ছেলে হয় না! অথচ এইসব বর্বররা নিজেদের অক্ষমতা কিংবা অজ্ঞতা স্বীকার করে না উল্টো মা কিংবা মেয়ের উপর নেমে আসে অত্যাচার !

>> পরপর ৩টি মেয়ে সন্তান জন্ম দেয়ায় এক বর্বর / জানোয়ার স্বামী তার বউকে পিটিয়ে মেরে ফেলেছে! এর আগে সে যৌতুকের জন্য বউ এর উপর অত্যাচার করত! এরপর পরপর ৩ মেয়ে হওয়ায় একদম মেরেই ফেললো ! ঘটনা ঘটেছে- মাগুরার মহম্মদপুর এর পাল্লা গ্রামে! (আজকের পেপারে পড়লাম)

>> কবে এই পুরুষরা নিজেদের অজ্ঞতা আর অক্ষমতা স্বীকার করার মানসিকতা নিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার মেয়ে/ মা’কে দিবে!

>> কবে এদের মানসিকতার পরিবর্তন হবে! প্রত্যেকটা সন্তান-ই আল্লাহ্‌র রহমত ! আর ৩ মেয়ে তো আরো বেশি!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

নিশাত তাসনিম বলেছেন: সেই বর্বর যুগেও মেয়ে হলে মেয়েদের মেরা ফেলা হত কিংবা মা’কে মেরা ফেলা হত এখনো হচ্ছে! ইন্ডিয়াতে তো মেয়ে ভ্রূণ থাকতেই মেরে ফেলা হচ্ছে!

বর্বর যুগে যখন আল ইসলামের উত্তান হয় তখন মুহাম্মদ সঃ নারী শিশু হত্যা বন্ধ করে অন্ধকারে নিমজ্জিত
একটি জাতীকে মুক্তি দিয়েছিলেন।

ভারতে যারা ভ্রূণ থাকতেই মেয়েদের মেরে ফেলে তাদের ইসলামী জ্ঞান না থাকার কারণে এমন হচ্ছে।

কিন্তু আমরা তো মুসলমান। আমার মনে হয় সঠিক ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এমন হচ্ছে।

পরপর ৩টি মেয়ে সন্তান জন্ম দেয়ায় এক বর্বর / জানোয়ার স্বামী তার বউকে পিটিয়ে মেরে ফেলেছে!

এই নরপশু কি জানে কোরান কি বলে? কোরান বলে---

" যদি কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তবে সে যেন গোটা মানব জাতীকে হত্যা করলো। "

সঠিক ইসলামী জ্ঞান না থাকলে মানুষ এমন বর্বরের মতো আচরণ করবে এটাই তো স্বাভাবিক ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে একমত। কিন্তু ভেবে পাইনা মানুষ কেন এমন করে?!

আমার বড় ভাইয়ার মেয়ে হয়েছে, ওকে যতবারই দেখি যেন মন ভরে না। যতবারই নামাজ পড়ে উপরওয়ালার কাছে চেয়েছি, ততবারই বলেছি আমার যেন প্রথম একটা মেয়ে হয়। হা হা হা এখনো বিয়ে করিনি, তাই হাসি পেলো। ব্যাপারটা গাছে কাঁঠাল আর গোঁফে তেলের মতোই মনে হলো, তাই।

উপরওয়ালার কাছ থেকে মেয়ে সন্তান পাওয়াটা মা-বাবার জন্য ছেলে হওয়ার মতোই আর্শীবাদস্বরুপ, এটা আমরা কেন ভুলে যাই জানিনা!

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

আমি দিহান বলেছেন: আন্টি ছেলে হওয়ার যন্ত্রনা তো আপনি বুঝবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.