![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>সময় হবে?
>বল?
>নববর্ষে আমাকে চুড়ি কিনে দিবি না?
> টাকা নাই! তুই কি দিবি আমায়?
>কি নিবি বল?
>অই জানি না তো!
>আচ্ছা, পাঞ্জাবি আর পাজামা সাথে প্রতিবারের মত একটা লাল
টকটকে ওড়না!
>শালা! ওড়নাটা তো তুই নিয়ে নিস!
>হু! নেবোই তো! তুই জানিস না কেন নেই?
>হু জানি রে পাগলী!
>এখন বল? আমাকে চুড়ি দিবি কি না?
>বললাম না! টাকা নাই!
>ওকে! দিতে হবে না!
>অই দেখ! দিবো না বলাতে গাল ফুলিয়েছে এখুনি! আরে বাবা!
দেবো তো!
>অই লাগবে না! আচ্ছা, বিকেলে একটু সময় দিস কেমন?
>কেন? কি করবি?
>বারে! আমাকে নিয়ে ঘুরতে যাবি না?
>ইসস! ঢং কত?
>যাবো না! আমি ঘুমাবো!
>যাবি না?!?
> এইসব ঢং ভাল লাগে না!
>আজিব তো! ঘুরতে যাওয়া ঢং?
>হু! ঢং! তুই একটা ঢঙ্গি!
>আর তুই কি?ঢঙ্গা?
>হাহহা! তুই না! আসলেই একটা পাগলী!
>অই শোন, কিছুই লাগবে না! একটা ছোট্ট মেসেজ দিস!
>অত সময় নাই! তুই তো জানিস, মেসেজ লিখতেও আমার
আলসেমি লাগে! আমি কত অলস!
>একটা মেসেজ দিতে পারবি না? আর বইসা বইসা স্ট্যাটাস দিবি-
তাই না?
>হাহহা! আমার স্ট্যাটাস এর পেছনে তুই লাগলি কেন হারামী?
>ঠিক-ই তো! তুই আজাইরা স্ট্যাটাস মারবি, এরে -অরে মেসেজ
দিবি, চ্যাট করবি, আর আমারে মেসেজ দিতে পারবি না!
>হহাআহ! যা ভাগ শয়াতান্নী!
>কেন? ভাগবো কেন?কার সাথে এখন পিটিস-পাটিস করবি?
>লাত্থি খাইবি কইলাম!
>দে! এইটা ছাড়া আর কি পারবি?
>অই ঝগড়া করলে কিন্তু চুড়ি/টুরি কিছুই দিমু না!
>লাগবে না তোর চুড়ি! অন্য কাউকে দিস!
>কেন তোর কি গা জ্বলছে ?
>না! জ্বলবে কেন?
>নাক কাদুনে! কান্না করছিস?
>না! তুই কাজ কর!
>কাজ নাই!
>ওকে ! বাই তাহলে!
>বাই কেন?
>এমনি!
> আচ্ছা, যা সব-ই হবে!
> বলছি না! লাগবে না কিছুই!
>চুপ কর! বেশি বকিস না! নাইলে কানের নিচে খাবি একটা...
>আর কি? খালি তো এগুলাই পারবি!
>তোরে কিন্তু উস্টা দিমু এইবার!
>দে!
>অই...অইইইইইই! এমন করিস কেন?
>কি করলাম?
>খালি পেঁচাস?
> আমি পেচানী তাই! খুশি হয়েছিস?
>তুই না! চুপ তো একটু সোনামণি!
>ওকে! চুপ করলাম!
>আয় কাছে আয়!
>থাক লাগবে না অত কাছে যাওয়ার !
>আয়! এমন করিস না!
>না!
> শোন! তোকে ক্ষ্যাপাতে মজা লাগে! তাই এমন করি! দিবো
তো সব কিনে!
>হু! থাক লাগবে না! শুধু একটু সময় দিস! কল্পনাতে বেড়াতে
নিয়ে যাস, কল্পনায় চুড়ি পড়িয়ে দিস! এ ছাড়া তো আমাদের আর কিছু করার উপায় নেই! আর
আমার চিঠির উত্তর দিস!
> এভাবে বলিস না তো! কষ্ট হয়!
>অই!অই! কষ্ট না! আমরা এতেই সুখ খুঁজে নেবো কেমন!
>হু! পাগলী! লাভ ইউ!
>পাগলা! মি টু!
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও অগ্রিম শুভেচ্ছা!
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭
এম মামুন েহােসন বলেছেন: খুব ভালো...চমৎকার
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! শুভ কামনা!
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩
নিরীহ বালক বলেছেন: ...
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ??????????
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯
উদাস কিশোর বলেছেন: আহা বেশ বেশ !
ভালবাসার খুনসুটি
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভাললাগা... ভালবাসার খুনসুটি ...... ! ধন্যবাদ !
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২
শাকিল ১৭০৫ বলেছেন: আমার ও যে এরাম প্রেম করবাম মুন চায়
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অপেক্ষায় থাকুন হয়েও যেতে পারে!
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০
নবজন্ম বলেছেন: খুবই ভালো হইচে ..............
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! শুভ কামনা!
৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫
নিরীহ বালক বলেছেন: আই উইস , আমার গল্পটা আরো সুন্দর হবে । ইনশাআল্লাহ ।
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভ কামনা!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।