|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মাঝে মাঝে ইচ্ছে করে দুজনের সাথে বয়ে যাওয়া
প্রচন্ড সেই ঝড়ো বাতাসকে মুখোমুখি দাঁড় করাই...
দেখি -দুজনের সেই দু'রকম ঝড়ো বাতাস 
নিজেদের সাথে যুদ্ধ করে জিততে পারে কি না...!
কিংবা যুদ্ধ হোক তোর সাথে আমার ...
একেবারে মুখোমুখি...
জিতি বা না জিতি শুধু একটু মুগ্ধ হই...
সেই যুদ্ধে দাঁড়ানো তোকে দেখি ...!
কিছুক্ষন না হয় বাড়তে থাকুক...
বুকের ভেতর দ্রিম দ্রিম করে বেজে চলা শব্দটা ...
যুদ্ধেই না হয় কিছুক্ষন কাছে পাই তোকে ...!
যুদ্ধ শেষে বিদ্ধস্ততায় না হয় ভেসে যাই
আরো কিছুক্ষন তোকে ভেবে...।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:০৩
১২ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: Wht c vaia?
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৪  রাত ১০:২৩
১১ ই এপ্রিল, ২০১৪  রাত ১০:২৩
ভিটামিন সি বলেছেন: Must be should like this...