নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা যায় কেন? কিন্তু-

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

কেমন কাটলো বৈশাখ ? কোথায় কোথায় ঘুরলা?

জিজ্ঞেস করেছিলাম পাড়ার কিছু মেয়েকে? উত্তর-

>> ছি! ঘুরবো কি? মেলাতে ঢোকার প্রায় হাফ মাইল আগে থেকে রাস্তায় ভিড়! ঠেলা যায় না... যাওয়া যায় না... খালি ধাক্কা- ধাক্কি! এইদিকে অই ছেলে ধাক্কা... না হলে গুতা দেয় ... ঐদিক থেকে ঐ ছেলের ধাক্কা... নইলে গুতা... নিজের কাপড় ঠিক রাখার উপায় নাই!

>> বললাম- এটা তো নতুন কিছু নয়-- এইসব জায়গায় গেলে ধাক্কা- ধাক্কি আর গুতা-গুতি যে খেতে হবে এটা তো জানা কথা... তাহলে তোমরা ঐসব জায়গায় গেলে কেন? ঘোরার জন্য তো আরো জায়গা ছিল! উত্তর- কিন্তু মেলা দেখতে যাবো না?

>>> আমি মনে করি- যখন বুঝতে পারছি ঐ জায়গাটা আমার জন্য নিরাপদ নয় তখন ঐখানে জেনেশুনে আমার না যাওয়াই উচিৎ! কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে- কেন মেয়েরা নিরাপদে কোথাও যেতে পারছে না?

>> আমিও ঘুরেছি তবে ভুলেও অই মেলার পথে যাইনি যেখানে গেলে গুতা=গুতি খেতে হবে... রিকশা নিয়ে নিরিবিলি কিছু ফাঁকা জায়গায় ঘুরে চলে এসেছি!

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

ডার্ক ম্যান বলেছেন: আমাদের ছেলেদের এই স্বভাবটা খুবই জঘন্য।যখনই সুযোগ পায় তখনই মেয়েদের স্পর্শ করে স্বর্গীয় সুখ লাভ করতে চায়।
অথচ এই কাজ করার সময় একবারও চিন্তা করি না, কেউ যদি আমার মা-বোনের সাথে এমন আচরণ করে তাহলে কেমন লাগে?

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এটাই-- কেউ অন্য মেয়েকে কিছু বলার আগে- নিজের মা- বোনের কথা ভাবে না... বলতে গেলে বলে- সবাই কি মা- বোন না কি?

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

রাজারাজপথ বলেছেন: Bes valo likhesen. Amio emontai mone kori.

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ ভাইয়া! আমার কাছে এটাই মনে হয়েছে- যেখানে বিপদ সেখানে যাবো কেন?

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মেয়েরা যায় কেন?







> গুতা খেতে ভালো লাগে<

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি! যায় কেন? কিন্তু যারা এসব করে তাদের পরিবর্তন আসবে কবে?

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২

রাজারাজপথ বলেছেন: Bes valo likhesen. Amio emontai mone kori.

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ ভাইয়া! আমার কাছে এটাই মনে হয়েছে- যেখানে বিপদ সেখানে যাবো কেন?

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

এলিয়ান বলেছেন: এত মানুষের ভিড়ে ছেলেরা কি আর করবে.।। একটু গুথা দিতে চাইবে এইতো। সহসের সাথে প্রতিবাদ করুন দেখবেন আর কাছে আসতেছে না। আর এত মানুষের ভিড়ে আপনাকে কিছু বলতে পারবে না। .।।কিছু বল্লে টিজ হিসাবে না নিয়ে কপ্লিমেন্ট হিসাবে নেন।

সবচেয়ে ভালো একসাথে কয় একজন বেড় হন। একা একটি মেয়ে চালার মত আমাদের সমাজ এখনো প্রস্তুন নয়।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া, সবাই প্রতিবাদ করতে পারে না, আবার অনেকে প্রতিবাদ করেও সফল হয় না বা রক্ষা পায় না... তবুও মনে করে এইসব ক্ষেত্রে মেয়েদের একজোট হয়ে প্রতিবাদ করা উচিৎ এবং ঠান্ডা মাথায় সমস্যার মোকাবেলা করা উচিৎ ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মুদ্‌দাকির বলেছেন: আসলেই যায় কেন ??

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! যায় কেন?

৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: সৃষ্টির আদি থেকেই পুরুষের এই জঘন্য রূপটা চলে আসছে, এখানে নতুন কিছু নেই। এটা অবশ্যই গর্হিত কাজ কিন্তু এটাকে পুরোপুরি বন্ধ করার কোন উপায় নেই। যেটা করা যায় সেটা হলো, সচেতনতা বাড়ানো আর মেয়েদের উচিত বিষয়গুলো যতটা সম্ভব এড়িয়ে চলা। ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঠিক বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.