নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসাকে আমি কখনো ছুটি দেই না
বরং ওকে ছুটিয়ে নিয়ে চলি
কখনো এলোমেলো পথে
কখনো সরল রাস্তায়...
প্রচন্ড খরতাপে যখন সে পুড়ে যায়
তুই কখনো এসে বলিস- জ্বলছে কেন রে?
রুমঝুম বৃষ্টিতে যখন ভিজে যাই
তুই বলিস- কাঁদছিস কেন হারামী!
মাতাল করা হাওয়ায় যখন ভেসে যাই
তুই বলিস- আয় তোর চোখে ডুব দেই!
কিন্তু পরক্ষনেই আবার হাওয়া !
আবার কখনো কখনো তোর দেখাই মিলে না !
তবুও ক্লান্ত হই না... কিন্তু
তখন আমি নিখোঁজ হয়ে যাই...
তবে সেটা ভালবাসাকে ছুটি দিয়ে নয়...
সত্যি কথা বলতে কি-
নিখোঁজ হতেই বেশি ভাল লাগে আমার -
কারন, তখন -
তুই হুরমুরিয়ে এসে বলিস-
মরছিস? না কি বেঁচে আছিস?
হুট করে ফোন দিয়ে বলিস-
মনে পড়লো তাই --
তোর উৎকণ্ঠা টের পাই রে!
বুঝতে পারি- নিখোঁজ হওয়াতেই
তুই বিচলিত হয়ে যাস বেশি...
তাই নিখোঁজ হতেই বেশি ভালবাসি...!
১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২
sumit বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই পিকুইলিয়ার কমেন্টগুলো দেখলে বিরক্ত লাগে!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: নিখোজ হওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। কিন্তু হারিয়ে যাওয়া মানেই হেরে যাওয়া।
১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু-- নিখোঁজ মানেই--- নয়!
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। সুন্দর বরাবরের মতোই।