নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাইয়া বলে ডাকলেই ছেলেরা... হাহহা!

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৩

এক্কেরে আবেগে গদগদ হয়ে...যা হয় না! পরীক্ষার হলে এটা বেশ বোঝা যায়! আবার আরো অনেক ক্ষেত্রেই প্রমান পাওয়া যায়! মেয়েরা হিংসুটে হয় সবাই বলে কিন্তু সেক্ষেত্রে আবার ভাইয়া নামক ছেলেরা দয়ালু হয়! কইলেই খাতা দেখায় এবং অনেক বিষয়ে হেল্পায়! ঘটনা-

>> বি এ পরীক্ষা দিচ্ছে এক কাজিন (মেয়ে) ! পরীক্ষার হলে পাশের সিটেই বসা এক ছেলেকে বলেছে- ভাইয়া আমাকে একটু হেল্প করিয়েন! ব্যাস! ভাইয়া আবেগে গদ্গদ হয়ে পুরা খাতাই দেখাইছে! অবশ্য কাজিনও তাকে কিছু দেখিয়েছে! কাজিনের সাথে তার খুব খাতির হয়েছে! কাজিন বদমাশ তারে বলছে তার বিয়ে হয় নাই! কাজিন দেখতে বেশ সুন্দর এন আমার থেকেও লম্বা! ভাইয়া, তারে বলছে- ইসস! আপনি দেখতে যা সুন্দর, পরীক্ষার পর-ই নিশ্চয়ই আপনার বিয়ে হয়ে যাবে! তার ভাব দেখে না কি আমার কাজিনের মনে হচ্ছে- সে তাকে প্রপোজ ও করতে পারে! এদিকে কাজিন বদমাশ ঠিক করেছে- পরীক্ষা শেষের দিন তাকে বলবে- “ আজ আমার পরীক্ষা শেষ , আমি আজকে শ্বশুর বাড়ী যাবো”! আমরা শুনে প্রথমে হেসেছি- পরে ওকে বকা দিয়ে বলেছি- সত্যিটা বলে দিতে! কাজিন ভয় পাচ্ছে- সত্যি শুনে যদি ভাইয়া খাতা না দেখায়? তবুও আমরা তাকে ফোর্স করেছি সত্যি বলে দিতে!

>> তবে মেয়েরা হিংসুটে হলেও কিছু ছেলেও আছে চরম হিংসুটে+ জটিল এন কুটিল! উদা- মেরে হাম্বা!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

শহিদশানু বলেছেন: বেআক্কেল কোথাকার

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ রকম ঘটনা উল্টোটাও ঘতে ভাইয়া! আমার সাথে করেছিল- এক ডাক্তার (ছেলে) বিসি এস দিতে গিয়ে!

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: মেয়েরা কখনো পরীক্ষার সময় হেল্প করে না আর আপনি.।।।

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার সুনাম ছিল এইদিক দিয়ে, আমাকে যে দেখায় একটা লাইন, আমি তারে খাতা পুরাই দিয়ে দেই! এখনো আমার ক্লাস মেট রা বলে সে কথা!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

মোঃ মামুনুর রশিদ বলেছেন: কেন মনকে বুঝাতে পারিনা

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানে কি?

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

হেডস্যার বলেছেন:
ছেলেটা বেকুব বুঝলাম কিন্তু আপনার কাজিন যা করছে সেইটা কি উচিত?

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই আমার কাজিন ভাল কাজ করেনি, করেনি বলেই আমরা তাকে বকেছি! তবে একটা কথা কি ভাইয়া, পড়ালেখার ক্ষেত্রে এ ধরনের স্বার্থপরতা বা হিংসেমিকে খারাপ চোখে দেখা হয় না বা প্রতারনা ও নয়!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

আমার জীবন বলেছেন: যাদের মনে লুলামী থাকে তারাই ভাইয়া বললে গদগদ হয় B-) আশায় থাকে হয়তো অদূর ভবিষ্যতে ভাইয়া থেকে ভা উঠে গিয়ে শুধু ইয়া হয়ে যাবে!

সবাইরে ভাইয়া ডেকে লাভ নেই। B-)

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ! কি জানি?

৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৭

অতঃপর জাহিদ বলেছেন: আন্টি বললে অনেক আপুই কষ্ট পান (ভাইয়া এমনিতেই একটা আদূরে ডাক,ভাইয়া ডাকলে বোনের জন্য হেল্প করাই স্বাভাবিক)

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! না আমাকে কেউ আন্টি বললে কষ্ট পাই না... কিন্তু কাউকে যদি বলি- আন্টি ডাকেন তাহলে সে ডাকতে চায় না!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৫

রাতুল_শাহ বলেছেন: মোটেও ঠিক কাজ নয়

৮| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:২২

তাসজিদ বলেছেন: বাজে কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.