নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাসে সিটভাগ্য এবং গুতাগুতি!

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ঢাকায় যতবার বাসে ঊঠেছি জানি না সৌভাগ্য কি না, দাঁড়িয়ে যেতে হয়নি কিংবা কিছু সময়ের জন্য দাঁড়ালেও কেউ না কেউ (ছেলে/ পুরুষ ) সিট ছেড়ে বসতে দিয়েছে ! অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ! ঠেলাঠেলি করেও খুব বেশি বার ঊঠিনি এবং গুতাগুতিও খাইনি, খাইলে তো খবর ছিল সেই সব বদমাশদের! কিন্তু সবার ভাগ্য এরকম হয় না! কত মেয়েকে রোজ ঠেলাঠেলি করে এর ওর গুতা খেয়ে বাসে ঊঠে যাতায়াত করতে হয়, আবার সিট না পেয়ে এর ওর গুতা কিংবা হুমড়ি খেয়ে কেউ ইচ্ছে করে গায়ের উপর পড়ে এ ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়! এই বিষয়ে কিছু বললে- এখন হয়তো অনেকে বলবে- আপনারা তো নিজেদের অবলা মনে করেন না, তাহলে দাঁড়িয়ে যেতে বা ঠেলাঠেলি করে বাসে ঊঠতে প্রব কি? আমি বলবো - ভাবুন তো একটা মেয়ে ছেলেদের সাথে ঠেলাঠেলি করে বাসে ঊঠতে গিয়ে কতটা বিড়ম্বিত হচ্ছে, সিট না পেয়ে যখন সে দাঁড়িয়ে থাকছে, তখন ভদ্রবেশি কিছু বদমাশের ইচ্ছেকৃত গুতা খাচ্ছে, আবার একটা মেয়ে বাসে দাঁড়িয়ে থেকে ভারসাম্য রক্ষা করতে না পেরে বারবার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে কিংবা মেয়েটা ছেলেদের মত হাত উঁচু করে বাসের উপড়ে থাকা বেল্ট হাত দিয়ে ধরে রাখছে আর সেই ফাঁকে কেউ মেয়েটার ওড়নার আড়ালে/শাড়ির আড়ালে থাকা আবৃত অংশ দেখতে পেয়ে মজা লুটছে কেউ বা ইচ্ছে করে গুতা মারছে!

>>প্রশ্ন - এইসব দেখা ভাল না কি নিজের সিটটা ছেড়ে দিয়ে সেই মেয়েটা বা মেয়েদের বসতে দিয়ে তাদের বিব্রত অবস্থা থেকে স্বস্তি দেয়া ভাল? এখন হয়ত বলবেন- কেন নিজের সিট ছেড়ে দিবো? আমি বলবো - নিজের বিবেককে প্রশ্ন করুন!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি অনেকবারই সিট ছেড়ে দিয়েছি। এটা পরিস্থিতির ব্যাপার।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! পরিস্থিতির শিকার কি না জানি না তবে সবাই সিট ছেড়ে দেয় না!

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধিক্কার ঐ পুরুষদের যারা পরিস্থিতির সুযোগ নিয়ে নারীদেরকে অসন্মান করে বা অসন্মানের দ্ৃষ্টিতে তাকায়!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

আজীব ০০৭ বলেছেন: ধিক্কার ঐ পুরুষদের যারা পরিস্থিতির সুযোগ নিয়ে নারীদেরকে অসন্মান করে বা অসন্মানের দ্ৃষ্টিতে তাকায়!

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

৪| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৬

ফখরুল আমান ফয়সাল বলেছেন: আপনার এই লিখায় অনুপ্রানিত হয়ে অামিও একটি ছোটখাট লিখা পোষ্ট করেছি।

৫| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:১৫

তাসজিদ বলেছেন: আপনি বেশ ভাগ্যবান। ঢাকায় বাসে চলাচল করে সিট পাওয়া বেশ কষ্টসাধ্য। বাসে আমি যারা ৩০+ তাদের জন্য সিট ছেড়ে দেই। কিন্তু যারা কম বয়স্ক তাদের কষ্ট করার মত মানুসিকতা থাকা উচিৎ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.