নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শ্রমিকের শ্রমের মূল্য আমরা কতটুকু দেই তার হিসেব করতে গেলে অনেক ক্যাচাল হবে সেই ক্যাচালে না গিয়ে বলি- আমরা কি পারি না তাদের সাথে একটু বিনয়ের সাথে কথা বলতে? ভেবে দেখুন!
>>অই রিকশাওয়ালা যাবি? কিংবা দুই টাকা বেশি চাওয়াতে -শালা হারামজাদা বলে ঠাস করে এক চড় ! ১০০ এর মধ্যে ৯০ ভাগ ছেলেরা তুই/ তোকারী করে এবং এই মারামারিতে যায় আর মেয়েরা না মারলেও খ্যাচ খ্যাচ করে আবার তুই/ তোকারীও করে !
>>বাসায় থাকা কাজের মেয়ে বা মহিলাকে তুই/ তোকারী করা আর কথায় কথায় মারধোরে কিংবা খন্তি দিয়ে ছেঁকা দেয়াতে এক শ্রেনীর মহিলা/পুরুষ কেউ পিছিয়ে নেই, আর খেতে না দেওয়া এসব কিছুও থাকে! ভেব দেখুন তো- ওরা তো কাজের বিনিময়েই খাচ্ছে!
>>> এই দিক দিয়ে আমার একটা অভ্যাস আছে- যে আমি আজ পর্যন্ত কোন রিকশাওয়ালা বা বাসায় থাকা কাজের মহিলাকে তুমি বলিনি আপনি ছাড়া! সব সময় ভাড়া ঠিক করে ওঠার চেষ্টা করি এবং কেউ ভাড়া বেশি চাইলে, দেয়ার মত হলে দেই, নইলে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করি!
>>> এবং আশ্চর্য জনক হলেও সত্য যে, আমাদের বাসায় যতগুলো পিচ্চি মেয়ে কাজ করেছে, কয়েকদিন পর তাদেরকেই বাসার মেয়ে মনে হত আর আমাদের কাজের মেয়ে, এ রকম অভিজ্ঞতাও আমাদের দু’ বোনের আছে! আমরা ইদানিং চেয়ার/ টেবিলে বসে খাই, আগে সব সময় ফ্লোরে পাটি বিছিয়ে এক সাথে সেই পিচ্চি মেয়েগুলো যারা কাজ করতো তাদের নিয়ে খেতাম, আমরা আকদিন মুরগির রান খেয়েছি তো আর একদিন তাদের দেয়া হয়েছে! তাদেরকে আমার সাথে নামাজ পড়িয়েছি, পড়ালেখাও শেখানো হত! মিনা নামে একজন তো পুরা মেয়ের অধিকার খাটিয়েছিল একবার তাকে ঈদের সময় জামার সাথে ম্যাচিং করে ছোট কানের দুল দেয়াতে! সে কিছুতেই অই কানের দুল নিবে না, সে আমার মত বড় বড় কানের দুল নিবে! এবং ওদের সাথে খ্যাচ খ্যাচ করলে বাপি আমাদের বকা দিত!
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই ব্যাথিত করার মত দৃশ্য ! যদিও ১২/১৪ বছরের ছেলে/মেয়েকে শিশুই ধরা হয় তবুও তাদের এ ধরনের আচরন কাম্য নয়! সব কিছুই ভাল শিক্ষার উপর নির্ভর করে!
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫
পরিযায়ী বলেছেন: ১০০০ লাইক।
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ......আপনার মত সবাই যদি মানত তাহলে এত কস্ট থাকত না...
ভালো থাকুন....শুভকামনা রইল............
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ ! আপনিও ভাল থাকুন!
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
তাসিন বলেছেন: (y)
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ??????
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
মোমের মানুষ-২ বলেছেন: বেশ কিছুদিন আগে উত্তরা হাউসবিল্ডিং এলাকার একটি দেখা ঘটনা.......রিক্সার যাত্রী ছিল স্কুলের ড্রেস পরা ১২/১৪ বৎসরের এক মেয়ে, ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দেখলাম মেয়েটা জুতা নিয়ে ৫০ বৎসরের বেশি রিক্সাওয়ালাকে মারতে উদ্যত হল......দৃশ্যটা সবসময়ই খুব ব্যথিত করে