নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব ভাগ্নি/ভাগ্না/ ভাতিজা/ভাতিজি রা আমাকে আম্মি /ফুম্মি/খাম্মি বলে ডাকে ! কাজিন রুমিনের ছেলে অর্ক -ই বেশি আম্মি আম্মি করে! বেড়াতে এসেছিল, কাল সেই কাজিন সহ ওকে নিয়ে দোকানে যাই কিছু কেনাকাটা করতে, কেনাকাটা শেষে ঢুকি আইসক্রিম খেতে এক দোকানে! আর বদমাশ অর্ক ওর মা’ রে কিছু না বইলা সেই সুযোগে শুরু করে আম্মি এটা নেবো, আম্মি ওটা নেবো! আর দোকানদার শয়তান ও বলতে থাকে, আপু দেন না বাচ্চাটা যা চাচ্ছে তা কিনে...! এরপর ওর মা বলে, অই চুপ, এত কিছু নিতে হবে না! এইবার অর্ক বলে- আম্মু তুমি পঁচা, আম্মি ভাল, আম্মি আমাকে সব দিবে! দোকানদার সহ সবাই হা করে তাকিয়ে থাকে! একজন বলে বসে- কিছু মনে করবেন না, ওর কি দুই মা! এইবার আমরা দু’ কাজিন হেসে ঊঠি এবং আমি বলি- হু! তবে আমি নকল মা! মানে খালাম্মা! ও আমাকে আম্মি ডাকে! ( যদিও এই আম্মি/ আব্বি ডাকটা আমার শ্বশুর/ শাশুড়ির জন্য ঠিক করা আছে কারন আমি তাদের ম্যা ম্যা... ব্যা ...ব্যা... বলতে পারবো না )
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
দ্বীপ ১৭৯২ বলেছেন: হ্যাব্বি লাগলো
মনটা বাজলো
খাঁচার ভেতর
পাখি নাচলো।