নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কি রে ক্যাটক্যাটি ! কি করোস?
>মানে কি?
> মানে কিছু না!তুই সব সময় ক্যাটক্যাট করিস জেরির মত তাই বললাম!
> আর তুই যে সব সময় টমের মত ঝগ্রু সেজে ঝগ্রা করিস, সেটা কে বলবে?
>আমি ঝগ্রু? না তুই ঝগ্রি?
>তুই ভেবে দেখ, কি আগে ঝগড়া শুরু করছে? তুই আমাকে ইন্সাল্ট করোস?
>ইস সি রে ! কি আমার জেরি রে! গায়ে লাগছে? ইঞ্চাল্ট!খিক্স!খিক্স!
> আর তুই যে হাম্বার মত সব সময় লাফাস সেটা কে বলে? আর দুনিয়ার মেয়েদের পেছনে ঘুরোস, সেটা কে বলে?
>এখানে আবার অন্য মেয়ের প্রসঙ্গ আসলো কেন? সাধে কি আর বলি-তুই একটা ক্যাটক্যাটি! অই, তোর কি জ্বলে না কি রে?
> শোন, শোন, তুই গিয়ে সব হাব্রি-জাব্রি মেয়েদের স্ট্যাটাস এ গলে গলে পড় আর রং-তামাশা কর, আমার তাতে কোন যায় আসে না! তুই এসব ছাড়া আর কি পারবি?
> মানে কি রে ইন্দুর? আমি কোথায় গলে গলে পড়লাম ?
>আহাহা! কি আমার সাধু রে! বিড়াল সাধু! মাছের খোঁজে এর - ওর বাড়ি যাস, আবার বড় বড় কথা! কোন ছেলের স্ট্যাটাস এ তো কমেন্ট করিস না! আর মেয়ে দেখলেই সেখানে হুমড়ি খেয়ে পড়িস!
> অই আমি বিড়াল? আমি মাছের খোঁজে এখানে সেখানে যাই? হুমড়ি খাই? এইবার কিন্তু তোরেই খাইয়া ফালামু ইন্দুর! খালি ঝগড়া করে!
> এত সস্তা না! যা যেই সব মাইয়াদের পিছে লুলের মত ঘুরিস, সেখানে যা! দূর হয়ে যা কইলাম!
>ইসস রে! কি কস এইসব আমার ক্যাটক্যাটি জান?
>তুই একটা ফ্যাটফ্যাটি!
>অই শোন, শোন, ফ্যাটফ্যাটি তো বললি- এখন শোন, আমার মুটকি বউ চাই! তুই মুটকি না হলে বিয়া করুম না কইলাম!
> না করিস! আমি তো চাই তুই একটা মুটকি, পেত্নির মত বউ আন!যাতে সবাই বলে, অই দেখ পেত্নির জামাই!
> আর যদি তোরে করি? তাইলে?
>সবাই বলবে, ইসস রে! এত সুন্দর মাইয়াটার কাইলা জামাই!
>তুই আমারে এইভাবে পঁচাস কেন?
>তুই আমার সাথে ঝগড়া করিস কেন? আদর করে না ডেকে আউল ফাউল নামে ডাকোস কেন?
>অই গাধি রে! তোরে ক্ষ্যাপাতে মজা লাগে, বুঝিস না?
>হু! বুঝি! বুঝি বলেই তো আমিও তোরে ইচ্ছে মত ক্ষ্যাপাই হাম্বা!
>এইবার কিন্তু হাম্বার মত তোকে ধরে মেরে ফেলবো !
>মেরে ফেলবি? তুই একটা লেজয়ালা হাম্বা! বান্দর টম! খাচ্চর বিড়াল!
>হাহহা! তুই লেজয়ালা হাম্বার হাম্বি!বান্দরনী জেরি!খাচ্চরনি ইন্দুর!
>অইইইইইই কুত্তাআ! কথাই কমু না যা!
>খেপছে রে! আচ্ছা যা! আর কমু না! ঝগ্রি বউ! ভালবাসি!
>ঝগ্রু বদমাশ! ভালবাসি না!
>এইটা কি কইলি? বল, ভালবাসি!
>ওকে যা! এইবারের মত মাফ করলাম! ভালবাসি!
>মাফ করলি মানে কি? আমি কি মাফ চাইছি হাম্বি বেগম?
>অই তুই একটা আসলেই...... !
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! গল্প/কবিতা’র সব চরিত্রের মাঝেই কি যিনি লিখেন তিনি থাকেন?
২| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:২০
পংবাড়ী বলেছেন: বস্তির পায়খানর ভালোবাসার ডায়ালগ?
১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সরি টু সে- আপনার কমেন্ট পড়েও তো মনে হল না - আপনি ধানমন্ডি/ গুলশানের কোন আলিশান বাড়িতে থাকা মানুষ! বস্তির পায়খানার মধ্যে থাকলে তো সবখানেই সেই পায়খানা দেখবেন তাই না?
৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৩
লিমন আজাদ বলেছেন: আহ! এরকম তীব্র ভালবাসাময় কথোপকথনের
চরিত্র হবার এক প্রবল ইচ্ছে পুষে রেখেছি।
বি. দ্র.- উপরের কমেন্টটা দেখে ভীষণ হাসি পেল। কিছু মানুষ কত বিরক্তিকর !!
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! হয়ে যাবেন কোন একদিন! হু কিছু মানুষ...।।
৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:২৫
জন কার্টার বলেছেন: পংবাড়ী বলেছেন: বস্তির পায়খানর ভালোবাসার ডায়ালগ?
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনিও কি ...।।
৫| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:৪২
ভুয়া প্রেমিক বলেছেন: পংবাড়ি আসলে পাঠক১৯৭১ এর মাল্টিনিক। হাউকাউ কমেন্টের জন্য যাকে লাইত্থাইয়া খেদানো হইছিল
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই-- আমি চিনি না তাকে!
৬| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০৯
পৃথিবীর আলো বলেছেন: ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, মান-অভিমান হবে, তোকে আবার ভালোবাসবো, শুধু কথা দে ভুলেও কখনও আমাকে ছেড়ে যাবি না।
বেঁচে থাক ভালোবাসা।
@পংবাড়ী : সবার সবকিছুতে নাক গলাতে হয় না। আর আপনি আপনার স্ট্যান্ডার্ড এর কিছু ভালোবাসার ডায়ালগ দিয়েন। যদি দু চার কলম লেখার যোগ্যতা থাকে।
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বেঁচে থাক ভালবাসা... বেঁচে থাকুক ভালবাসার মানুষেরা ...।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৩
সপ্নাতুর আহসান বলেছেন: খাইছে!! এতো তুমুল ঝগড়া!! আপনি কি আসলেই এরকম নাকি??