নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>অই অই শুনতে কি পাচ্ছিস... ?
>কি হইছে বাঘিনী ? চিল্লাস কেন রে?
>কোথায় তুই...?
>কই আবার? কামলা দেই, জানোস না...?
>অত কামলা দিতে হবে না... একটা কথা শুন না আমার?
>সর সর।। এখন টাইম নাই... ! উস্টা খাইতে না চাইলে ভাগ কইলাম...
>না না প্লিজ শোন না... তেলাপোকা ।।
>অই টিকটিকি কামলা দেই... কি হইছে বল?
>একটু বারান্দায় আয় না... মানে তোর অফিসের বারান্দা আছে না-- অইখানে একটু আয় না...
>কেন কেন...? কাম বাদ দিয়া বারান্দায় যামু-- কলিগ রা কি বলবে শুনি?
>যা খুশি বলুক... আয় না তেলাপোকা ...
>অই তুই এত ঢং করিস কেন রে... ?
>আচ্ছা পরে না হয় এ জন্য আমাকে ঢঙ্গী বলিস তবুও একটু আয়...
>ওকে আসলাম যা... কি হইছে বল টিকটিকি? তোর কি লেজ কাটা পড়ছে... ?
>তুই না এত্তগুলা ভাল...
>হইছে হইছে... বল এখন ভাল আছিস তো পাগলী?
>না রে... ভাল থাকি কি করে বল...? তবুও এই মুহূর্তটা অনেক ভাল আছি... মনে হচ্ছে।।
>তোর হাতে কি লাল টুকটুকে চুড়ি ... কেমন রিনিঝিনি শব্দ পাচ্ছি...
>তুই কিভাবে বুঝলি? ... তুই তো কিনে দিস নাই... ! কতবার চাইলাম তোর কাছে... !
>হইছে হইছে আর খোটা দিতে হবে না ... এরপর তোকে এত্তগুলা চুড়ি কিনে দেবো যে তুই পড়েই শেষ করতে পারবি না...
>এখন বল কি বলবি... ? তুই কি আমায় দেখতে পাচ্ছিস?
>হু পাচ্ছি... সাদ/ কালো ডোরাকাটা চেকের টিশার্ট ... আর জিন্স পড়ে আছিস তাই না... তোকে অনেক মায়াবী লাগছে... !
>হাহহা পাগলী... তুই না আসলেই একটা টিকটিকি...! তুই কি করিস হারামী?
>রান্না শেষ করলাম... খাবি? মুরগি/ গরু দুটোই আছে... ?
>হু খাবো... খাইয়ে দে ... খুব খুদা লাগছে রে...
>তাহলে কিন্তু আমাকে একটা ... না ৩টা আইসক্রিম দিতে হবে... আর আগের যতগুলা পাওনা আছে সব শোধ করতে হবে... রাজী?
>শালা হারামী... সব পাওনা শোধ করুম একদিন...
>... কবে আসবি রে... সব শোধ দিতে... ?
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-২ !
২| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
শাহজাহান মুনির বলেছেন: ... কবে আসবি রে... সব শোধ দিতে... ?
এ পাওনা আর শোধ হয় না।
০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শোধ না হলেও-- সেই পাওনার আশায় পথ চেয়ে থাকাটাও ভাললাগার একটা অংশ হয়ে গেছে।।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:২২
বোধহীন স্বপ্ন বলেছেন: হুম্