নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাচ্ছে বর্তমান প্রজন্ম... ?!?

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৮

>>আগেকার দিনে এই ৬০/৭০ কিংবা ৮০ এর দশকেও মনে হয় প্রেম/ভালবাসা ছিলো- স্পর্শবিহীন! তখন দুচোখের মিলন, লুকিয়ে এক/আধবার দেখা-সাক্ষাত/ চিঠি-ই ছিল ভালোবাসার মুল বক্তব্য বা অনুভব।। যেখানে ভালবাসা মানেই ফ্রি সেক্স বা লিভ টুগেদার করা যায়, কিংবা যাকে ভালবাসি তার সাথে বিয়ের আগেই বিছানায় যাওয়াটা ছিল অকল্পনীয় ! তাই সে সময় খুব একটা শোনাও যেত না- কোন মেয়ে প্রেমের ফাঁদে পড়ে বিয়ের আগেই প্রেগনেট হয়েছে, কিংবা বিয়ের আগেই কেউ এবরশন করতে গেছে ! কেমন যেন পবিত্রতা ছিল সে সময়ের ভালবাসার মধ্যে ! কিংবা সম্পর্ক তৈরির ক্ষেত্রে ...!

>>অথচ আজকাল কি দেখা যাচ্ছে- ক্লাস সিক্স/ সেভেন পড়ুয়া ছেলে/মেয়ের বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড আছে! এইসব পিচ্চি পিচ্চি বাচ্চারা নাকি গার্লফ্রন্ড এর সাথে দেখা করতে যায় কমডম পকেটে নিয়ে! ১৩/১৪ বছরের একটা মেয়ে বিয়ের আগেই প্রেগনেট হয়ে যাচ্ছে! প্রেমের ফাঁদে পড়ে তারা ফ্রি সেক্স বা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়াচ্ছে বা বাধ্য হচ্ছে! এরপর কেউ কেউ অসবাধনতাবশত প্রেগনেট হয়ে এবরশন করাতে যাচ্ছে!

>>যা ঘটছে তা হয়ত বেশি জানার ফল কিংবা প্রযুক্তির অপব্যবহার! অথচ নৈতিকতা পারিবারিক শিক্ষার মূল্যবোধ কোন কিছুই যেন তাদের দমাতে পারছে না! বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটা ছেলে/মেয়ের ঠিক কোন বয়সে বয়ঃসন্ধির ব্যাপারগুলো/ যৌনতা সম্পর্কে ধারনা দেয়া উচিত বা নেয়া উচিত এই নিয়ে অনেক মতবিরোধ আছে! অনেকেই মনে করছেন আমাদের পরের জেনারেশনকে এসব বিষয়ে জানানোর দায়িত্ব আমাদের ! এবং সেটা খুব অল্প বয়স থেকেই যাতে করে সে ভাল/মন্দ বিচার করতে পারে কিন্তু বর্তমান প্রজন্ম কি সেই অপেক্ষায় থাকছে...? থাকলে তো এইসব ঘটনা ঘটতো না! ( আমাদের পাশের এলাকায় এক এস এস সি পরীক্ষার্থী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছেতাই কান্ড করেছে, জিপিতে জব করে এমন এক ছেলে! মেয়েটা বিয়ের আগেই ৪ মাসের গর্ভবতী ! - সেই প্রেক্ষিতেই এবং এরকম আরো কিছু ঘটনা পেপারে পড়ে লেখা)

>> বর্তমান প্রজন্মের কাছে আমরা এমনটা আশা করি না কিন্তু প্রতিনিয়ত ঘটিত এইসব ঘটনা সত্যি শঙ্কিত করে তুলছে!



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬

নিজাম বলেছেন: আরে ভাই রাখেন আপনের বর্তমান প্রজন্ম। আমি ভাবছি আগামী প্রজন্মে কী হবে?

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগে বর্তমানেরটা নিয়েই ভাবি না কেন? তারপর তো আসবে ভবিষ্যৎ ! আমাদের-ই এগিয়ে যেতে হবে এদের জন্য কিছু করতে!

২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৪

ঢাকাবাসী বলেছেন: এতে অবাক হওয়ার কিচু নেই। এটাই স্বাভাবিক। ৮০ র দশকে কি ফোনে চেহারা দেখা যেত, ইন্টারনেট ফেসবুক অনলাইন ব্যাংকিং বাবার সাথে মদ খাওয়া কেউ চিন্তা করেছি? না । এখন ওসব গ্রহন করলে লিভিং টুগেদার বা প্রেগনেন্সি বিফোর বিয়েটাও স্বাভাবিক নেননা কেন? লাইফটা সহজ হয়ে যাবে!

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিভাবে নেয়া যায় বলুন- আমি কখনো দেখতে পারবো না আমার পিচ্চি কাজিন যার বয়স ৯ সে এসে আমার কাছে গল্প করছে- আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আছে... কিংবা সেই পিচ্চিটাই করে ফেলছে কোন ভুল।। তাই এদের জন্য আমাদের-ই এগিয়ে যেতে হবে, দিতে হবে ভাল-মন্দ চেনার শিক্ষা!

৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একটা কথা পড়েছিলাম, " There is no right way to do a wrong thing" !!

এক্ষেত্রেও এ কথাই প্রযোজ্য। ৬০ এর দশক বলুন আর এখনকার কথা বলুন, পর্দার খেলাফ করে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকলে এসব হবেই। ৬০ এর দশকেও লোকজন গোনাহ করেছে প্রেমিক-প্রেমিকা'র দেখা সাক্ষাতের মাধ্যমে, এখনও ছেলে-মেয়েরা গোনাহই করছে। গোনাহের ব্যাপ্তিটা ওরা একটু বাড়িয়ে নিয়েছে।

ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা দেয়া এবং ইসলামিক পরিবেশে বড় করার সময়ই তাদের সঠিক যৌন শিক্ষা দিতে হবে, কোনটা থেকে বেচে থাকতে হবে শেখাতে হবে, তাহলেই ইনশাল্লাহ পরিস্থিতির উন্নতি হবে। আর কোন প্রক্রিয়াতেই এই পরিস্থিতির উন্নতি হবে না।

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা ঠিক আছে ভাইয়া! অবশ্যই ধর্মীও শিক্ষার সাথে সাথে এইসব ছেলে/মেয়েদের সঠিক যৌন শিক্ষা + ভাল- মন্দ বেছে নেয়ার ক্ষমতাটাও তাদের রপ্ত করতে শেখাতে হবে! কিন্তু দিন যত যাচ্ছে-- সব কিছুই তত খারাপের দিকে যাচ্ছে!

৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শিক্ষামূলক পোস্ট। নৈতিক শিক্ষার অধপতন হচ্ছে দিন দিন ------ পারিবারিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান হতে কোন ধরণের নৈতিক শিক্ষা শিশুরা পাচ্ছে না --- পারিবারিক বন্ধন খুবই ঠুনকো -- শুধু ভাল স্কুলে পড়া আর ইন্টারনেট, টিভি দেখা এইতো ---- সাথে সাথে পোশাকের ব্যাপক পরিবর্তন !! মেয়েদের পোশাক দিন দিন আরো ছোট হচ্ছে ----- পরিবার এটাকে বৈধতা দিচ্ছে--- এটাই আধুনিকতা।

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপি! পরিবার থেকেই এইসব শিক্ষা খুব ছোটবেলা থেকেই ধাপে ধাপে দিতে হবে... ! পরিবার যদি সচেতন না হয় , পারিবারিক শিক্ষা যদি যেমন- তেমন হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে আর তথ্য - প্রযুক্তির কথা নাই বললাম! আমাদের সমস্যা হল- আমরা ভালটা গ্রহন করতে জানি না!

৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪

হাবিব০৪২০০২ বলেছেন: পবিত্রতা বিষয়টা ধ্রুব নয়, সময়ের সাথে চেন্জ হয় যেমন আমাদের সমাজে আগে হিল্লা বিয়েটাকে নরমালি দেখা হত কিন্তু এখন কেউ পছন্দ করে না.

৬০/৭০ কিংবা ৮০ এর দশকে গ্রামের ছেলেরা এসএসসি পাশের আগেই বিয়ে করত, ঢাবির প্রায় সবাই বিবাহিত ছিল।
১৯৯৯ সালে এক MATS (medical assitant) এ দেখেছি খেলা হত বিবাহিত বনাম অবিবাহিত [এসএসসি পাশ করে এডমিশন নেওয়া]

এখন ছাত্রের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, exceptional আছে যেমন দাওয়াতে তাবলিগের অনেক সাথী ভাই; তাড়াতাড়ি বিয়ে করাতে অনেক সুবিধার পাশাপাশি একটা সমসযা জনসংখযা দ্রুত বেড়ে যাওয়া

এখন বযাচেলর, এম.এস শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে করতে বয়স অনেক হয়ে যায়। এই বিশ্বায়নের যুগে সব কিছু খোলামেলা তাই ইয়াংদের অবস্হা "এ যৈবন কেমনে রাখি গামছা দিয়ে বাঁধি"

গর্ভবতীর ঘটনা ছেলেদের মানসিকতার কারনে হচ্ছে, বেশি ফিলিংস্‌ পেতে চায়। আমাদের সমাজের ইয়াংরা আমেরিকার মানুষদের ফলো করতে চায় কিন্তু কনডম বযবহারের ক্ষেত্রে বেঁকে বসে

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি কি বোঝাতে চেয়েছেন ঠিক বুঝি নাই !

৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৩১

ঢাকার কুতুব বলেছেন: করার কিছুই নাই। প্রযুক্তি এবং কাম পরষ্পর হাত ধরাধরি করে এগোয়। রেল লাইন বহে সমান্তরাল।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছুই করার নাই বলে এসব কিছুকে মেনে নেয়া মানে আরো ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করা! আমাদের- এ সচেতনতা বাড়াতে হবে, এগিয়ে আসতে হবে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.