নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পুরোনো/নষ্ট জিনিস বিক্রির আগে ভাবুন...।!

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৪

>> আজ দেখলাম - মোবাইলের নষ্ট চার্জার, ইউপিএস এর ব্যাটারি,আরো কি কি সব ব্যাটারি কেনার জন্য ঘাড়ে বস্তা নিয়ে এক লোক এসে ডাক দিচ্ছে, পাড়াতে অনেক পিচ্চি পোলাপান ও মহিলাদের দেখলাম বাসার মোবাইলের নষ্ট চার্জার/ ব্যাটারি বিক্রি করতে আগ্রহী! দেখেই বললাম- এই নষ্ট আর পুরনো জিনিস শুধু খোলস পাল্টিয়ে প্যাকেটে মুড়িয়ে যখন আপনার কাছেই আবার আসবে- তখন কি করবেন?

>>এভাবে আমরা অনেক সময় পারফিউম এর বোতল/ ক্রিমের কৌটা বিক্রি করি আর সেই পুরনো বোতলে বা কৌটায় করে পানি বা হাবিজাবি জিনিস দিয়ে/ রঙ- চেহারা পাল্টিয়ে নতুনের মত করে বিক্রি করে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী! আর ক্ষতিগ্রস্ত হই আমরা!

>> তাই যদি বিক্রি করতেই হয় তবে এইসব জিনিস এমন ভাবে কটকটি আলার কাছে বা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করুন যাতে সেটার আর নতুন চেহারার রুপ দেয়ার উপায় না থাকে! তা না হলে- এইসব জিনিস এর শুধু রঙ পাল্টিয়ে হাবিজাবি কিছু ঢুকিয়ে নতুন চেহারা নিয়ে আপনার কাছে আবার ফিরে আসতে পারে!

>> অনেকে বলতে পারেন- আমরা ব্র্যান্ডের জিনিস ব্যাবহার করি সো ভয় নাই (পারফিউম/ ক্রিম) কিন্তু এই ব্রান্ডের জিনিসের বোতল বা কৌটাই যখন আপনার বাসা থেকে বিক্রি হচ্ছে তখন অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই বলছেন।আজ অামরা যা করছি তা আমাদের আগামীদিন।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আমরা যা করবো... !

২| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২০

ঢাকাবাসী বলেছেন: সত্যি কথাই বলেছেন। পারফিউমগুলো নকল হয় তবে চার্জার বা ব্যাটারী হয় কিনা জানা নেই। আমাদের আরো সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যদি তাই না হত তাহলে এরা পুরনো চার্জার / ব্যাটারি নিয়ে কি করবে? আমিও সঠিক জানি না তবে আজ মনে হল- হতেও পারে, তাই সাবধানতা!

৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫০

জাফরুল মবীন বলেছেন: “এভাবে আমরা অনেক সময় পারফিউম এর বোতল/ ক্রিমের কৌটা বিক্রি করি আর সেই পুরনো বোতলে বা কৌটায় করে পানি বা হাবিজাবি জিনিস দিয়ে/ রঙ- চেহারা পাল্টিয়ে নতুনের মত করে বিক্রি করে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী! আর ক্ষতিগ্রস্ত হই আমরা!”-আমরা এটা জানার পরেও ৫০০টাকা দিয়ে পারফিউম কিনে তার বোতল ৫ টাকার বিনিময়ে বিক্রির লোভ সামলাতে পারি না;আর অসাধু ব্যবসায়ীরা ৫টাকার বোতলে আর ৫০টাকার নকল পারফউম ভরে তা আবার ৫০০ টাকায় বিক্রির লোভ সামলাতে পারে না।যে সমাজে বিবেক ঘুমন্ত,লোভ ও লাভ রেসের ঘোড়ার মত ছুটে চলছে সেখানে সচেতনতার নিভৃতে কাঁদা ছাড়া আর কিইবা করার অাছে?আমাদের নবজাগরণ অত্যাবশকীয় হয়ে পড়েছে।কিন্তু সেটা কবে হবে এবং কীভাবে হবে জানা নেই।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... সেটাই চিন্তার বিষয় ...।

৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১:২৫

বাংলার ঈগল বলেছেন: পরামর্শটা সুন্দর, ভেবে দেখা উচিৎ!!!

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! শুভ কামনা!

৫| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭

সাদা রং- বলেছেন: সব জায়গায় ২নম্বরি।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আমাদের এক নাম্বার বলতে আছেই বা কি?

৬| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

অসথির ভােলাবাসা বলেছেন: 1+1=3

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.