নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>এস এস সি, এইচ এস সি, বি সি এস, সব পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে মাতামাতি চলে, চলছে কিন্তু সমাধান নাই!
>>এখন বলি সমাধান হবে কোথা থেকে?- গোঁড়াতেই তো গলদ! ছোট্ট ছোট্ট স্কুল থেকে শুরু করে বড় স্কুল /কলেজ গুলোতে যারা শিক্ষকতা করছে, এবং এক-ই সাথে প্রাইভেট পড়াচ্ছে , কোচিং করাচ্ছে, তারাই শুরু থেকে প্রশ্ন ফাঁস করে ছাত্র/ ছাত্রী পড়ায়! চিন্তা করা যায়- যখন প্লে/ নার্সারির বাচ্চাগুলা যারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ে , তারা সব পরীক্ষার প্রশ্ন আগেই পেয়ে যায়! বাস্তব অভিজ্ঞতায় যতগুলো স্কুলে জব করলাম, করছি সব জায়গায় এই দুর্নীতিটা হচ্ছে! এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বারবার সবার কুনজরে এসে যাই... সমস্যা সৃষ্টি করে দেয় সেই সব দুর্নীতিবাজরা চাকরীর ক্ষেত্রে!
>> আফসোস ! এক শ্রেনীর শিক্ষকরাই কোমলমতি শিশু থেকে শুরু করে ছাত্র/ ছাত্রীদের মেধা এভাবেই নষ্ট করে দিচ্ছে! তাই তো দেখা যায় পরবর্তীতে চাকরীর প্রতিযোগিতায় গিয়ে এই সব ছেলে/মেয়েরা ডাব্বা খেয়ে যায়, হয়তো কেউ কেউ টাকা/ মামার জোরে পার পেয়ে যায়!
>> ভাবতেই অবাক লাগে শিক্ষকরা শিক্ষকতার মত মহান পেশাকে কিভাবে কলুষিত করছে!
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু
২| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭
শাহাদাত হোসেন বলেছেন: আমি এরকম শুনেছি যারা গার্ড পড়েছে তারা উত্তর লিখে দিচ্ছে, কলেজের পাশ বেশি দেখানের জন্য।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরকম কত কিছুই যে হচ্ছে! তবে যেখানে প্লে/ নার্সারির বাচ্চারা প্রশ্ন ফাঁসে পরীক্ষা দেয় সেখানে আর কি বলার থাকতে পারে!
৩| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
ঢাকাবাসী বলেছেন: কি যে বলেন না! যারা বন্ধ করার কথা তারাই তো ফাঁস করে! পরীক্ষায় পাশের হার বেশী দেখানো গেল আবার গবমেন্টের নাম হলো সাথে কিছু এক্সট্রা মাল আসে,মন্দ কি! শিক্সিতের দরকার নাই ওরা ডেন্জারাস!
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই অবাক করার মত ঘটনা! তিক্ততা এসে যাচ্ছে এই পেশাতে!
৪| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০
রাহুল বলেছেন: আপু সব শিক্ষকরা এক না।আমি একজন শিক্ষকের সন্তান ,আমি সারাজীবন আমার বাবাকে এসবের প্রতিবাদ করতে শুনেছি। কতোবার স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে চেয়ে পেদানি খাইছি তার হিসাব নাই।বাবা বলতো ডাব্বা মারো তাও ভালো কিন্তু স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হবেনা,ওরা কি করে তা আমি জানি।(বি:দ্র: বাবা গর্ভমেন্ট গার্লস হাই স্কুলের হেড মাষ্টার ছিলেন।)
০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, সবাই এক না! আমিও না! কিন্তু এসব দেখতে দেখতে এই পেশাতে তিক্ততা এসে যাচ্ছে! সহ্য হয় না! প্রতিবাদ করলেই অন্যদের কুনজরে পড়ে যাই, চলে ক্যাচাল!
৫| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
অসথির ভােলাবাসা বলেছেন: bengali.cri.cn/941/2014/07/04/41s146011.htm
৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশের শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে দেয়া হচ্ছে। একটা সময় দেখেছি নকল বন্ধে সরকারের দুর্দান্ত সব পদক্ষেপ, এমনকি গাইড বই বাজেয়াপ্ত থেকে শুরু করে সকল কোচিং সেন্টার বন্ধে সরকারের ভূমিকা কিন্তু এখন সরকারের কাজ দেখলে হতাশা ছাড়া আর কিছুই থাকেনা।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে এর জন্য অনেক কিছুই দায়ী! তবে শিক্ষকরা নিজেরা যেটা করছেন তা দেখে একজন শিক্ষক হিসেবে আমার এই পেশার প্রতি তিক্ততা এসে যাচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নিজেই বিপদে পড়ছি বারবার!
৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
রাতুল_শাহ বলেছেন: শিক্ষা এখন একটি লাভ জনক ব্যবসা ছাড়া আর কিছুই না।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখন সেটাই মনে হচ্ছে! তবে সবাই লাভবান হয় না! কিছু হয়! যারা লাভবান হতে চায় না তারা আমার মত বিপদে পড়ে !
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬
হাতীর ডিম বলেছেন: হুম !