নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঢংগী আর ন্যাকা মেয়েগুলা...।! বখাটে বদমাইশেরা...!

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২২

>>ঢাকা শহরের অলিতে-গলিতে/ রাস্তায়/ রেস্তোরাঁয় / শপিং মল /ভার্সিটি গুলিতে গেলে

যেমন কিছু ঢংগী আর ন্যাকা মেয়েদের দেখতে পাওয়া যায়

তেমনি মফঃস্বল শহরগুলাও যেন এসব থেকে পিছিয়ে নেই...!

যারা হাঁটার আগেই বেঁকে যায় কথা বলার আগেই ঢলে পড়ে...!

আর এইগুলার কারনে মাঝে মাঝে সত্যি- ই লজ্জায় পড়তে হয়... !

>> আবার এর বিপরীতে আছে কিছু বখাটে বদমাইশেরা! যাদের সামনে আমি যতই শালীনভাবে চলি না কেনো, বোরখা/ হিজাব বা বস্তাবন্দী হয়ে বের হই না কেনো তারা আমাকে টিজ করবেই, অশালীন কিছু কথা ছুড়ে দিবেই ...! এই শয়তানদের জ্বালায় কত মেয়ে যে রাস্তা- ঘাটে চলতে গিয়ে এদের কুনজরে আর কু-কথার শিকার হয় তা আশা করি কেউ অস্বীকার করবেন না! এরপর তো আছে তাদের টিজ করতে গান--

>>আমার কাজিনের মেয়ে- দেখতে অদ্ভুদ সুন্দর! মাত্র সেভেনে পড়ে! বখাটে সম্রাটদের হাত থেকে বাঁচতে তাকে বোরখা দেয়া হয়েছে... সেই মেয়েকে রাস্তায় বের হলেই শুনতে হয়- “ বোরখা পড়া মেয়ে পাগল করেছে”! ভাতিজি আমার বাসায় এসে কান্না-কাটি করে! ওকে তো কোনরকমে বোঝানো হয়েছে কিন্তু কি বলবো - এ দেশে এমনিতেই বখাটেদের বখাটেপনা বেড়ে গেছে সেখানে এরকম একটা গান টিজ করতে তো তারা বেছে নিবেই!

>> আরো কয়েকজন বোরখা / হিজাব পড়েও টিজের শিকার হয়েছে- ! রাগে তারা বলেছে- তাহলে আর বোরখা বা পর্দা পরে লাভ কি? তাদের উদ্দেশে বলেছি- কুত্তারা রাস্তায় কুত্তার মত ভেউ ভেউ করবেই কিন্তু তাই বলে তোমরা পর্দা ছাড়বে কেন? এটা শান্তনার বানী! আবার কেউ কেউ অর্ধেক শরীর মানে বুক/পিঠ খোলা রেখে কিংবা এমন ভাবে বোরখা/ হিজাব পড়ছে তা দেখে মনে হয়- এই কি পর্দা ?!?

>> আসলে বর্তমান প্রজন্ম পারিবারিক শিক্ষাকে মূল্যায়ন করছে না কিংবা পারিবারিক ভাবে সেরকম শিক্ষা পাচ্ছে না যা তাদের এইসব কুকর্ম থেকে বিরত রাখতে পারে, আবার তো আছে পারিপার্শ্বিক পরিবেশ সাথে তথ্য - প্রযুক্তির অপব্যবহার! তবুও সচেতনার পথে কিংবা সচেতনতা সৃষ্টি করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে...! পারিবারিক ভাবে ছেলে/ মেয়ে উভয়কেই এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা ভাল-মন্দ বিচার করতে শিখে! নইলে আরো কি কি দেখতে/ শুনতে হবে তা বলা মুশকিল!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

মদন বলেছেন: পারিবারিক শিক্ষা না থাকায়, এবং আইনের শাসন না থাকায় এই সমস্যাগুলো দিনদিন প্রকট হচ্ছে। :(

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... কিন্তু এভাবে কতদিন...?

২| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬

েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: [email protected]

৩| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

মদন বলেছেন: যতদিন পারিবারিক শিক্ষা না দেয়া হবে। যতদিন সন্তানের সুশিক্ষা অপেক্ষা গোল্ডেন এ+ বাবা-মায়ের কাছে বেশি গুরুত্বপুর্ন মনে হবে ততদিন এমন হবেই। অথবা সন্তনের চাহিদা পুরনে টাকা দিয়ে বাবা-মায়ের দায়িত্ব পালন করতে থাকলেই সমাজেও এমন কুলাংগার তৈরী হতে থাকবে।

যখন একজন টিজকারী(ছেলে/মেয়ে) টিজিং করেও আইনের মুখোমুখি হয় না। তখন স্বাভাবিকভাবেই তার অপরাধের মাত্রা বেড়ে যায়। টিজকারী একসময় ধর্ষনকারীতেই হয়তো রূপান্তরিত হয়।

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু পারিবারিক শিক্ষাটাই মুখ্য ! আর আইনের এসব ব্যাপারে নীরবতা কিংবা শাস্তি ঠিক মত না হওয়া এটা একটা বড় কারন!

৪| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

নতুন বলেছেন: পরিবারের দায় সবচেয়ে বেশি.... মা/বাবা যদি ছোটবেলা থেকেই নারীকে সম্মান করতে সেখায় তবে সেই ছেলে রাস্তায় মেয়েদের টিজ করতে পারেনা...

( আমার মা আমাকে নারীকে সম্মান করতে শিখিয়েছে... আমি জীবনে কোন মেয়ে কে একটি বারের জন্য টিজ করি নি বা করতে চেস্টাও করিনি)

২য়:- সমাজে মেয়ের বাবা নালিশ করলে ছেলের বাবা পাত্তা দেয়না... পুলিশ কিছু বলেনা...কারন এতে লাভ নাই..আরও প্রভাবসালী কারুর ছেলেরাই এই সব বেশি করে তাই তাদের ঘাটায়না...

বড় লোকের/ প্রভাবশালীর মেয়ে যেই পোষাখেই চলুক না কেন কোন ছেলেই তাকে কিছু বলবে না..... কার তার সমস্যা হবে...

গরিবের মেয়ে বোরকা পড়ে চললেও তাকে কথা শুনতে হবে কারন তার উপরে অন্যায় করেও পার পাবে সেইটা বখাটেরা জানে... :(

পদা` এই সমস্যার সমাধান না.... এইটা হইলো মেয়েদের লুকিয়া রাখা যাতে বখাটেরা দেখতে না পারে...

মানুষ সভ্য হইলে এই সমস্যা সমাধান হবে তার আগে না....

গল্ডেন এ ++ পাইলেই সব মানুষ হবে না... মানবতার শিক্ষাও দিতে হবে..

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক সুন্দর করে অনেক বিষয়-ই তুলে ধরেছেন ! এটা তো অবশ্যই ঠিক আমি নিজে সভ্য না হলে হতে না চাইলে কেউ-ই পারবে না আমাকে সভ্য করতে... ! তবে পারিবারিক শিক্ষার ব্যাপারটা অনেক বেশি মুখ্য !

৫| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

নতুন বলেছেন: আমার কাছে মনে হয় নারীর সম্মানের বিষয়টি যদি নারীরা একটু বেশি সচেতন হতো তবে আরো ভাল হইতো....

ছেলেরা যদি মায়ের কাছে ছোট বেলায় শেখে যে যৌতুক নেওয়া যাবেনা... তবে পরবতি` প্রজন্ম যৌতুক মুক্ত হতে সমস্যা হবার কথা না...

মা যদি সেখায় রাস্তায় নারীকে অসম্মান করা যাবেনা... এবং প্রথম বার যখন কোন অভিযোগ বাড়ী আছে তার বিচার যদি মা/বাবা মিলে করে... তবে ঐ ছেলে রাস্তায় আর দাড়াবে না...

কিন্তু নারী তার ছেলের বিয়ের জন্য যৌতুক চাইবে... ( কারন তিনি বা তার পরিবারে যৌতুক দিয়েছে )

নারী তার ছেলের বদনাম নেবে না... ছেলেরা এই রকম একটু আথটু করেই থাকে.... মেয়ে কে পদ`া করতে বলো ... আমাদের তো এই রকমের সমস্যা হয়নাই...

সমস্যা আমাদের মনে... তার সমাধান আগে দরকার... আইন করে কিছুই হয়না... নিজেরা আগে আইন মানার মতন সমাজ তৌরি করতে হয়...

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন! সমস্যা তো আমাদের মনে!

৬| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

লিখেছেন বলেছেন:



কিছুটা এই রকম- তাইনা

৭| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

আবু শাকিল বলেছেন: পোলা পানের শিক্ষার অভাব পরিবার থেকে কিন্তু সেই পরিবারের বড় কর্তা চায়ের দোকানে বসে যখন স্কুল মেয়েদের দিকে তাকিয়ে চায়ে চুমুক দেয় তাকে কে শিক্ষা কে দিবে ??

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাও একটা বিষয় ! যদি গোড়াতেই পচন থাকে তাহলে তো...।

৮| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২২

ঢাকাবাসী বলেছেন: ধইরা ধইরা মাথা ন্যাড়া কইরা ল্যংগোট পিন্দাইয়া রাস্তায় একেকটারে ৬/৭ দিন ধইরা হাটাইলে সব ঠিক হয়া যাইতো! সম্ভব না, এরা হয় আম্লী নাইলে বিম্পী!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এরকম কিছু তো ঘটে না তাই দিন কে দিন এসব কিছু বেড়ে যাচ্ছে কোন সমাধান হছে না!

৯| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯

রেজা এম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.