![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসস্ মাঝে মাঝে যে কি হয়... স্বপ্নে এসে বড্ড বেশি এলোমেলো করে দিয়ে যাস তুই...! অথচ তোকে নিয়ে দেখা দুঃস্বপ্ন গুলো দেখে আমি যেমন ভয়ে কেঁপে ঊঠে হুরমুরিয়ে ফোন করতাম আজ এই ভাললাগার স্বপ্ন দেখে সেই ভাললাগার আবেশ নিয়ে হুরমুরিয়ে তোকে ফোন করতে পারলাম না... ! তুই যেমন বাউন্ডুলে ... এত্ত এত্ত এলোমেলো পাগলা- ছাগলা হয়ে থাকিস ঠিক সেভাবেই যেন আসলি... কিন্তু মজার ব্যাপার কি জানিস? তোকে অই এলোমেলো বেশেই না দারুন লাগছিল... আমি মন্ত্রমুগ্ধের মত চেয়ে থাকলাম।। আমি না ছাদে হাঁটছিলাম ... হঠাৎ করেই দেখি সিড়ি ঘরের দরজার কাছে তুই...! ওড়না কোমরে পেঁচিয়ে গাছে পানি দেয়া শেষে হাঁটছিলাম ... এর মধ্যেই ওড়নার এক প্রান্ত খুলে গিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছিল...! দেখলাম তুই হাসতে হাসতে এসে কি রে কাজের বুয়া চাদনী ...ওড়নাটাও ঠিকমত পড়তে পারিস না -বলেই ঊঠিয়ে দিলি।। তোকে কেন অদ্ভুদ লাগছিল বলতো? চুল গুলা এলোমেলো বাতাসে ঊড়ছে... পরনের প্যান্ট আর টিশার্টে কেমন যেন একটা ঘোর লাগা মুগ্ধতা ছিল... ! আমি না কিছু না বলে শুধু অবাক চোখে তাকিয়ে ছিলাম... তোর দু চোখের মাঝে...! আর তুই এই যে হ্যালো ... গাধি... অই হারামী... কি রে কথা কস না কেন...এই বলে চোখের সামনে তোর দু হাত নাড়াচ্ছিলি ...! আমি কি স্বপ্নের মধ্যেই মন্ত্র মুগ্ধের মত এক ধরনের আবেশের শিকার হয়েছিলাম...? এরপর তুই যখন আমাকে ঝাকি দিয়ে হাত দুটো ধরতে গেলি... আমি আবারো মন্ত্র মুগ্ধের মত হাত দুটো বাড়িয়ে দিয়ে অই অবস্থাতেই তোকে চিমটি দিলাম... তুই চিৎকার করে ঊঠলি-- শয়তান্নি এতক্ষন তাহলে কি নাটক করছিলি রে হারামী... চিমটি কাটলি কেন...? ... শব্দটা কানে ভাসতে ভাসতেই স্বপ্নটা ভেঙ্গে গেল- ... হারামী তোর চিৎকারে ...!
...... ঘোর লাগা আবেশে ঘুম ভেঙ্গে গেল... ফোনটা হাতে নিলাম... কিন্তু করা হল না... বলা হল না কেন চিমটি দিয়েছিলাম...! তুই কি সত্যি এসেছিলি...আমার স্বপ্নের মাঝে... এটা জানতেই তো চিমটি দিয়েছিলাম রে বুদ্ধু... ! পাজির পাজি তোর চিৎকারের কারনে স্বপ্নটা ভেঙ্গে গেল... তা না হলে আমি সেই স্বপ্নের আবেশে আরো কিছুক্ষন থাকতে পারতাম...! স্বপ্নের মধ্যে এসেও তুই জ্বালাতন করিস টিকটিকি কোথাকার ...!
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সরি ভাইয়া, চিমটি যদি আমাকে দিতে বলেন, সেটা আমি আপনাকে দিতে পারি না... কার আমার স্বপ্নপুরুষ আছে...! শুভ কামনা রইল- কেউ একদিন এভাবেই আপনাকে স্বপ্নে দেখে চিমটি কাটবে!
২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ধন্যবাদ। আপনাকে আমি সেই অর্থে বলিনি যেমন্টি আপনি ভেবে নিলেন। আপনার কবিতার ভালোলাগার তব্রতা প্রকাশ করতে গিয়ে ভ্রান্তির সৃষ্টি হলে আমি ক্ষ্মমাপ্রার্থী। ভালো থাকবেন। পরবর্তি লেখার অপেক্ষায় রইলাম।
২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝতে পারছি...! না শেষে চিমটির কথাটা দেখে- আমিও সেভাবেই রিপ্লাই দিয়েছি! ভাললাগার জন্য ধন্যবাদ ভাইয়া!
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪২
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: এতো সুন্দর স্বপ্ন আমি কখনো দেখিনি। তবে আমার সত্তি খুব হিংসে হচ্ছে।
এই এলোমেলো ভালোলাগা সত্যি তো দারুন।
কখনো কি ভেবেছলাম এতো সুন্দর কবিতা পাবো?
কখনো কি ভাবেছিলাম এভাবে স্বপ্নে হারিয়ে যাব।
প্রথম দেখায় কেন এভাবে হারিয়ে গেলাম তোমার মাঝে?
তুমি কি গো সত্যি তুমি নাকি কনো স্বপন?
চিমটি দাও আমায়।।।।।।।।