নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জানি না সেটা প্রয়োজন বোধ না কি অভাব বোধ... ?

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

হু তোকে মিস করি...

জানি না সেটা প্রয়োজন বোধ না কি অভাব বোধ... ?

সে যাই হোক- প্রতিটা মুহূর্ত মিস করি... শুধু তফাৎটা কি জানিস...?

আগে প্রয়োজন বোধ করলে ... নক করতাম... হুরমুর করে কত কি বলে দিতাম...আমার এই সমস্যা - অই সমস্যা ... এটা... ওটা... ! কিন্তু আজ করতে পারছি না... বলতে পারছি না... বড্ড বেশি প্রয়োজন তোকে এই মুহূর্তে ...! আগে অভাব বোধ করলে... মেইল করতাম... মেসেজ দিতাম... কত রাগ-অভিমান দেখাতাম... আর এখন এক একটা চিঠি পরে থাকে ড্রাফটে... মেসেজ গুলোও থেকে যায় ড্রাফটে... বলা হয় না... খুব অভাব বোধের মধ্যে আছি রে... ! তুইও আমাকে ক্ষ্যাপাতে বলিস না... কিসের অভাব? টাকা- পয়সার? আমি রেগে বলি না-- তোর মাথা ...! ভালবাসার অভাব বোধ রে পাগলা...! বৃষ্টি এলেই... ভিজতে চলে যাই... ভিজতে যাওয়ার আগে মেসেজ দেয়া হয় না...বলা হয় না... ভিজবি আমার সাথে...? তুই ও বলিস না- হু...তবে...!?! কিংবা রাতে ভিজতে ইচ্ছে হলে- তোর পারমিশন চেয়ে মেসেজ ও দেই না... তুই ও বলিস না... ওকে যা পারমিশন দিলাম...মনের সুখে ভিজ, এরপর জ্বর হলে আমি তোকে আদরে আদরে সেবায় ভাল করে দেবো ...! এখন ভেজার পর জ্বর হলে...আমি সেই সেবাটাকে মিস করি... শুধু বলা হয় না ...সেবা কর আমার আলসে বুড়া কোথাকার ...! রাত-বিরাতে...সকালে --দুপুরে...বিকেলে...সন্ধ্যায় ... যখন- তখন ...মিস করি তোকে ! আমার চিন্তা- ভাবনায় অক্টোপাসের মত তুই জড়িয়ে আছিস... ! আমি ছাড়াতে চাই ...পারি না... ! বারবার যেন এক-ই সুর বাজে কানে...

বড্ড বেশি প্রয়োজন আজ তোকে ...

বড্ড বেশি অভাব বোধ করছি আজ তোর...

তুই কি বুঝিস তা...?

টের পাস কিছু...?

মিস করছি তোকে ... তুই ও কি...?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

ডরোথী সুমী বলেছেন: বাইরে বৃষ্টি হচ্ছে। মনটাও কেমন যেন ভিজে গেল। সেই ভাল ......আমার আছি আমি....ভাল থাকুন। শুভকামনা।

২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহ্‌ এরকম বৃষ্টি যদি এখানে হত...! সরি আপু মন ভিজিয়ে দেয়ার জন্য! আমার আছি আমি...বাহ্‌! ! আপনিও ভাল থাকুন সব সময়!

২| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

রেজা এম বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :((

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ???????

৩| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

রেজা এম বলেছেন: কষ্ট কি আর গাছে ধরে !!!

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না... আমাদের মনের ভেতরে ধরে... !

৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১১

রেজা এম বলেছেন: সেটাই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.