নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি ... ভালোবাসি ...!

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৭

হু ভালবাসলে একটা আলাদা জগত তৈরি হয়... জন্ম নেয় কিছু স্বপ্নের ...! স্বপ্নটা দুজনে এক সাথে সারাজীবন পথ চলবে... টোনাটুনির একটা সংসার হবে! ছেলেটা- ও বউ ও বউ তুমি কোথায় এই বলে সারাক্ষন হাঁকডাক করবে, মেয়েটা রান্না-ঘর থেকে ঘেমে-টেমে একাকার হয়ে, কোমরে শাড়ি পেঁচিয়ে, হাতে গরম খন্তি নিয়ে ছেলেটার কাছে এসে বলবে- বদমাশ, কাজ নেই না, অফিসের সময় হয়ে যাচ্ছে খেয়াল নেই? সারাক্ষন শুধু - ও বউ ও বউ বলে বদমাইশি? এরপর আলতো করে ছেলেটার নাকে নাক ঘষে দিয়ে রান্না করছি বাবা, দেখছো না... রান্না না করলে খাবে কি? ছেলেটা ইশারায়... কত কি বলবে...! মেয়েটা হেসে লুটিয়ে পড়ে ... রান্না ঘরে পালিয়ে যাবে...!

মেয়েটা বিকেল বেলা কপালে ছোট্ট একটা টিপ, মুখে হাল্কা প্রসাধনী দিয়ে, অপেক্ষায় বসে থাকবে... এরপর কলিংবেলের শব্দে চমকে দৌড়ে দরজা খুলতে গিয়ে হোচট খেয়ে পড়ে যাবে... ! আর ছেলেটা কি হল। কি হল বলে ব্যস্ত হয়ে, মেয়েটিকে তুলে ধরবে, কোথায় লেগেছি দেখি- এরপর অফিসের ব্যাগ, ল্যাপটপ সব ফেলে দিয়ে কোন কথা না বলে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বারান্দায় আসবে, বসিয়ে দিবে চেয়ারে... , টেবিলে পা তুলে দিয়ে, দেখবে কোথায় ব্যাথা পেয়েছে! মেয়েটি বলবে- আরে কিছু হয়নি তো! তুমি ফ্রেশ হও, আমি কফি বানিয়ে নিয়ে আসি, সেই কখন থেকে বসে আছি, আমার বুঝি ক্ষুদা লাগেনি? ছেলেটি বলবে- একটা কথাও না, এক পা হেলবে না এখান থেকে, আমি বরফ এনে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি পায়ে, এরপর চুপ করে বসে থাকবা, আমি কফি বানিয়ে আনবো আজ...! মেয়েটি মুগ্ধতায় তাকিয়ে থাকবে ছেলেটির দিকে... আর তার চোখ দিয়ে টপ টপ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামবে ... ! ছেলেটি বলবে- থাপ্রিয়ে কান ফাটিয়ে দেবো কিন্তু বললাম ছিঁচকাঁদুনে ... কাঁদার কি আছে এখানে...হু? ইচ্ছে করে জ্বর বাঁধা বা আর আমাকে দিয়ে সেবা করাবা এই মতলব বুঝি করছো? মেয়েটি আরো জোরে ফুঁপিয়ে কেঁদে ঊঠবে... ভাঙ্গা ভাঙ্গা গলায় বলবে- ভালোবাসি ... ভালোবাসি ...!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭

ফা হিম বলেছেন: ভালো লাগল

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

রেজা এম বলেছেন: মাইয়া নির্ঘাত ছ্যাকা খাইসে ;) ;) ;) । ।

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বোকারাই এমনটা বলে- !

৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

রেজা এম বলেছেন: হুম |-) |-) |-) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.