![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে হ্যালো ! আড্ডা দিচ্ছিস তাই না? যাক শোন, আচ্ছা আমারা কি আবারো দুটো ঈদ করতে যাচ্ছি? কিছু বুঝতে পারছি না কিন্তু অনুভব করার চেষ্টা করছি!সে যাক- দুটো ঈদ করলেই ভাল! কেন জানিস তো? দুইবার সালাম করবো, দুইটা সালামি পাবো!অবশ্য তুই হারামী তো সালামি দিবি মাত্র দুই টাকা আর আমিও বরাবরের মত অই দুই টাকা তোর সামনেই ফকিরকে দিয়ে দেবো -- হু! শোন, এবারো তোর জন্য পাঞ্জাবি কিনে রেখেছি! এবার নীল পাঞ্জাবি, সাথে সাদা পাজামা আর নীল ওড়না! জানিস-ই তো ওড়নাটা কেন দেই! নীল পাঞ্জাবি নিয়েছি কারন আমার জামাও তো নীল!শোন, একদম তোর বিছানার পাশেই টেবিলে সুন্দর করে রেখে দিয়েছি, আমি সকালে তোকে জাগিয়ে দেবো- এরপর শুভেচ্ছা আর ভালবাসা দিয়ে তোর ঘুম ভাঙ্গাবো! এরপর তুই গোসল করে পাঞ্জাবি পড়ে নামায পড়তে যাবি কিন্তু বললাম! ঘুমানো চলবে না! এরপর তুই নামায পড়ে আসলে আমি টুক করে তোকে সালামের নাম করে জোরসে চিমটি কেটে দেবো...হাহহা! তুই চিৎকার করে ঊঠবি আর আমি হেসে উঠবো... এরপর-ই হাত পাতবো- জানি তো দুই টাকা দিবি, আমিও তোর টাকা ফকিরকে দিয়ে দেবো! এরপর তোর জন্য রান্না করা শেমাই নিজ হাতে খাওয়াবো তারপর তোর পছন্দের খাবারগুলি একে একে সামনে এনে দেবো,তুই খাবি আমি বসে থাকবো কারন আমি তো রোজা, আমার ঈদ তো কাল! আর শোন, রোজা শেষে রাক্ষসের মত খেতে নেই, জানিস তো এতে শরীর খারাপ করে? তাই অল্প- সল্প খাবি গাধা!খাওয়া শেষে কি করবি? ঘুমাবি? না কি পাশাপাশি বসে কিছুক্ষন গল্প করবি? তোর যেটা ইচ্ছে! এরপর তো আমার কাজ থাকবে অনেক! সন্ধায় কি করতে হবে জানিস তো? সন্ধায় আমি দুই হাতে পায়ে মেহেদি দিয়ে বসে থাকবো, তোর কাজ হচ্ছে আমাকে খাইয়ে দিতে হবে , আমি জানি তুই আর কি কি করবি বলে প্লান করছিস! মেহেদি পড়ার সুযোগে বদমাইশি করার কোন চান্স নেই-- হহাহা! এরপর আমার মেহেদি শুকালে, দুজনে বেড়িয়ে পড়বো, কারন আজ আমার চাঁদ রাত!আর চাঁদ রাতে ঘোরার মজাই আলাদা! এবং রিকশায় করে ঘুরতে আরো বেশি মজা! মাঝ পথে আইস-ক্রিম কিনে আনবি, আমি আমারটা খেয়ে তোরটাতে ভাগ বসাবো আর এক আঙ্গুলে একটুখানি আইস-ক্রিম নিয়ে তোর নাকে লাগিয়ে দেবো...হহাহা! রাস্তায় তো আর বেশি শয়তানি করা যাবে না পাগলা! এরপর ঘোরা শেষে ফিরে আসবো বাসায়... তারপর জানিস-ই তো ওড়নাটা আমাকে দিয়ে দিতে হবে! আমি জানি তুই দেয়ার সময় বলবি- “ নে কিপ্টি নে,গিফট করে আবার ফেরত নেয়”! আর আমি বলবো - তুই কি করে বুঝবি রে? কেন নেই? এই যে এতক্ষন ওড়নাটা পড়েছিলি , এখন অইওড়নাটাতে তুই তুই গন্ধ লেগে আছে, আছে তোর স্পর্শ ! যখন আমি এই ওড়নাটা পড়বো তখন সেখানে তুই তুই গন্ধে একটা ভাললাগা বয়ে যাবে... আমি চোখ বন্ধ করে সেখানে তোর স্পর্শ খুঁজবো ... যেটুকু সময় তুই আড়ালে থাকিস আমি সেই সময় এই ওড়নার তুই তুই গন্ধের মাঝে তোকে খুঁজে পাই রে গাধা! যাক, এবার তোর পালা! কাল আমার ঈদ! আমার গিফট কই রে পাগলা? রাত ১২টার আগেই কিন্তু আমার নীল চুড়ি চাই, এবার আবার ইচ্ছে করে লাল চুড়ি আনিস না... তুই তো হারামীর শেষ ! ভ্যালেন্টাইনে দিস নীল চুড়ি! মনে থাকে যেন- আমাকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব তোর! আমার মোবাইলে/ ফেবুতে যদি তোর আগে কেউ মেসেজ দেয়, তোকে আমি সুয়ারেজের মত কামড়ে শেষ করে দেবো, আর গতবারের মত যদি ঘুম থেকে না তুলিস, মনে রাখিস- সারাদিনে তুই আমাকে খুঁজে পাবিনা... ! এরপর আমার সালামীর টাকা, আমাকে খাওয়ানো , আমাকে নিয়ে ঘুরতে যাওয়া সব প্লান তোর... !
ঈদ মোবারক!
ভালোবাসার কোন বিনিময় হয় না রে! হয় না!
কি বিনিময় হতে পারে - এই ছোট্ট ছোট্ট ভাল লাগার...?
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেউ কেউ চেয়ে বসে... ! ভাল না বাসার বিনিময়...।
২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৯
রেজা এম বলেছেন: আমি তো সেই পথেরই পথ হারা পথিক
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?
৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩
রেজা এম বলেছেন: হুম আপী ।
২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই ভালোবাসার আবার বিনিময় কি হতে পারে!