নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এত কিছুর পরও জেনেছি...

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

হু... এত কিছুর পরও জেনেছি... একমাত্র...

একমাত্র তুই ছাড়া কেউ আমায় ঘোর লাগা দৃষ্টি এনে দিতে পারেনা...

পারেনা কোন মাতাল করা আসক্তি আমায় ছুঁয়ে দিতে...

কিছুতেই না...কিছুতেই না... !

বারবার বুদ হয়ে যাই তোর মাদকতায়...

অথচ দেখ... তুই পাশে নেই... কাছে নেই...

হাত বাড়ালেই যাকে ছুঁতে পারিনা...

বসতে পারিনা তার পাশে...

তার আসক্তি আর মাদকতায় আমার ভরাডুবি ঘটে...

কি অদ্ভুদ বল তো...?

এতকিছুর ভিড়ে ... এত নীল নীল কষ্ট আর বুকফাটা আর্তনাদের মাঝে

ছুঁয়ে থাকিস তুই ... হৃদয়ের স্পন্দনে স্পন্দনে...

আমার ভেজা এলো চুলের স্পর্শে ...

কেঁপে ওঠা অই দু’ঠোঁটের মাঝে...

কাঁদতে কাঁদতে লেপ্টে যাওয়া কাজলের মাঝে...

কপাল থেকে সরে এসে গালের সাথে আটকে থাকা কালো টিপটির মাঝে...

এভাবেই তো আপন করে ভেবেছি তোর মায়া মুখ...

অল্প- সল্প নয় একেবারেই বুঝে গেছি

তুই-ই আমার সবচেয়ে বড় অসুখ... !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১১

মায়ামৃগ বলেছেন: হুম, বিরহ বিরাট অসুখ আবার বিরহই কবির সবচেয়ে বড় সম্বল।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা হতে পারে... ধন্যবাদ !

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ২য় ভালোলাগা।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.