নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নটা এমন ছিল ........................

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

স্বপ্নটা এমন ছিল বালিকাটি ঘুম জড়ানো চোখে একটা অপরিচিত নং রিসিভ করে ! কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে মায়া জড়ানো ঘুম ঘুম চোখে মাদকতাময় একজনের কণ্ঠস্বর - উম্মম্মম্ম এসে গেছি তো, কাল কবুল বলার জন্য প্রস্তুত থাকিস হারামী! বালিকাটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে...কিছু বলতে পারে না!

বাস্তবতা হল- বালকের সাথে বালিকার দেখা হবে না ...

বালকের এলেমেলো চুল ঠিক করে দেয়া কিংবা গোছানো চুল এলেমেলো করে দিতে পারবে না বালিকাটি... বালকের ঠোঁট থেকে সিগারেট ফেলে দিয়ে তার হাতে এক মুঠো চকলেট দিয়ে বকা দিয়ে বলতে পারবে না - তোকে না বলেছি এইসব ঘোড়ার ডিম খাবি না! সারাবছর ধরে গিফট এর জন্য জমিয়ে রাখা টাকাগুলো বালকের হাতে দিয়ে বলার উপায় নেই- এই নে... এবার তোর যা খুশি কিনে নিয়ে আমাকে উদ্ধার কর হাঁদারাম ! আর শোন শোন, আমার চুড়ি কই রে? আনছোস কিপটা না কি আনোস নাই...? চুড়ি না পাইলে কিন্তু তোরে এইখানে বইসাই আছাড় দিমু কুত্তা... এরপর তোরে টিকটিকি/ তেলাপোকা/ ঘাস/ লতাপাতা দিয়া মুড়ি মাখাইয়া খাওয়ামু ...। কিছু বুঝচোস? বালিকা বলে চলে, আচ্ছা, আমাকে না তোর নানীবাড়ীর ডাব গাছের কচি ডাব এর শ্বাস খাওয়ানোর কথা...? অই অই আমার জন্মদিন এর পার্টি দেয়ার কথা...? ভুইলা গেছোস তাই না...? শাকচুন্নিদের নিয়ে ঢলাঢলি করছিস যে... মনে তো থাকার কথা না... যা তুই ওদের নিয়েই ব্যস্ত থাক... আমার জন্য তোর থেকে ভাল কেউ আসবে বুঝলি... যে আমাকে অনেক ভালবাসবে... কষ্ট দিবে না... ! তুই থাক তোর হাব্রিযাব্রি ভুল... আর এইটা- সেইটা নিয়ে... !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

অন্তসার শুন্য বলেছেন: ভালই লিখছেন

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

অন্তসার শুন্য বলেছেন: ভালই লিখছেন

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.