![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>হু ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের মেয়ে ইয়াসমিনের উপর নরপশুরা যে নির্যাতন করেছিল তা আজো ভুলিনি! ভুলিনি সেই ধর্ষণ আর হত্যাকাণ্ডের পর দিনাজপুরের মানুষের এক জোট হয়ে প্রতিবাদী হয়ে ওঠার কথা! বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় ধর্ষণ / হত্যাকাণ্ডের একমাত্র দৃষ্টান্ত - যে ঘটনার জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে ওঠে !
>>হু সেদিন এই ইয়াসমিনের জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছিলো, থানা ঘেরাও করেছিলো, কারফিউ জারি হয়েছিলো, পুলিশের গুলিতে কয়েকজন মানুষ নিহত/আহত হয়েছিলো, অবশেষে অপরাধীদের বিচার হয়েছিলো!
>>>এভাবেই যদি প্রতিটি জেলার/ এলাকার মানুষ যেকোন নারী নির্যাতন / ধর্ষণ / হত্যাকাণ্ডের প্রতিবাদে এক জোট হয়ে রাস্তায় নামে, আন্দোলন করে, তবে নিশ্চয়ই প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, আইনের ফাঁক - ফোঁকর দিয়ে কেউ বেড়িয়ে যেতে পারবেনা!
>>একজন মানুষ/ নারী/ দিনাজপুরবাসী হিসেবে, দিনাজপুরের মানুষের এরকম একটা পদক্ষেপের জন্য আমি গর্বিত ! এবং আমিও তাদের মত হতে চাই!
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু প্রতিটি অনায়ের বিচারের জন্য এভাবেই মানুষ জেগে ঊঠুক!
২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
সুষুপ্ত @পাঠক বলেছেন: অনেকদিনের পুরোনো একটা ঘটনা, ইতিহাস ফের মনে করিয়ে দিলেন। সমস্ত দেশ এই ঘটনায় বিস্ফোরিত হয়েছিল মনে আছে। প্রায় মুছে যাওয়া হতভাগী ইয়াসমিনকে স্মরণ করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ্যাঁ সেদিন দিনাজপুরবাসী যা করেছিলো তার জন্য আমি আজো গর্বিত ! এভাবেই প্রত্যেকটা জেলার মানুষ যদি প্রতিটি অন্যায়ের ক্ষেত্রে জেগে ঊঠতো তাহলে অনেক কিছুই সম্ভব হত...
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিচার হউক