নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এত কাছে থেকেও বালক এখনো পলাতক...!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

তুই আছিস বলেই তো গুন্ডামী করতে পারি...

ইচ্ছেমত যখন তখন আদুরে ডাকে মিষ্টি করে

কুত্তা-হারামী বলতে পারিইইই ... !

তুই আছিস বলেই তো এত্ত এত্ত সমস্যায় পড়লে

আগে তোকেই নক করি...

নিশ্চিন্তে সব কিছু তোর কাছেই বলতে পারি ... কারন এখনো যে

নিজের সবচেয়ে নির্ভরতম জায়গা তোকেই মনে করি... !

তুই আছিস বলেই তো একটু- আধটু বাঁদরামিতে

তোকে সারাক্ষন বিরক্ত করি...

নাক দিয়ে পানি পড়লেই তোর শার্টের কোনাটা আগে খুঁজি ...

জ্বর হলেই পা টিপে দে হারামী বলে - কান্নাকাটি করি...

দিবি না বললেই- তোর পা কেটে হাতে ধড়িয়ে দেবো বলে হুমকি- ধুমকি শুরু করি।।

খামচি দেবো কিন্তু... নইলে সুয়ারেজের মত কামড়ে দেবো ...

এক্ষুনি আমার বিছানা গুছিয়ে দে... পা টিপে দে ...কত্ত কত্ত অর্ডারে তোকে দৌড়ের উপর রাখি! আমাকে রাগাতে মাঝে মাঝে তুই এসব করিস না বলেই তো ... আমি তোকে ঝাড়ি দেয়ার সুযোগে অন্যরকম ভাললাগা অনুভব করি... ! আমাকে সময় দিস না / চুড়ি কিনে দিস না/ বেড়াতে নিয়ে যাস না/ চিঠির রিপ্লাই দিস না বলেই তো - চিল্লা-চিল্লি করে তোর মাথা খারাপ করে দিতে পারিইইই! হাপিত্যেশ করি... অভিমান করি... কথা বন্ধ রাখি... ব্লক করে দেই, সব কিছু তো - তুই আছিস বলেই হয়... ! তুই আছিস বলেই তো - ঘুম আসছে না বলে তোর কাছে ঘুম পাড়িয়ে দেবার আবদার করতে পারি... অফিসে আছিস জেনেও মেসেজে মেসেজে তোকে মনে করি... অবশেষে - “ঘুমা এখন পাগলী”- মেসেজ এলেই ঘুমিয়ে পড়ি...।

তুই সবচেয়ে কাছের মানুষ না কি দূরের বুঝে পাই না আমি... !

আচ্ছা, এইসব লাত্থি/ গুতা/ খামচি/ হারামী/ বদ/ হাঁদারাম/ কুত্তা/ আব্দুল/ টিকটিকি/ তেলাপোকা/ জাহান্নামী... আরো কত্ত কি ... এসবের মাঝে সম্পর্কটা বেঁচে থাকলে

কি এমন ক্ষতি হত বলতো...?

শুধু শুধু মিথ্যে কিছু অজুহাত/ ভুল... এইটা- সেইটা...

এসব গোজামেলে কথার ফুলঝুরি কেন ছিটালি রে পাজি... ! !

বললেই পারতিস... নতুন কাউকে পেয়ে গেছিস... কিংবা ব্লা...ব্লা...!

বালক এখন শাকচুন্নি/ কইতরী/ পক্ষী নিয়া মশগুল্লল্লল্লল !

বালক এখন পলাতক্কক্কক্কক ! !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.