নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আহ্‌! সব স্বামীরা যদি এমন হত?

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

>> স্ত্রীর প্রতি ভালবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা ডাঃ সৈয়দ আব্দুর রশিদ বাবলু ! যা এখনকার যুগে কল্পনাতেও ভাবা যায় না! ডাঃ সাহেবের স্ত্রী আজ থেকে ৩০ বছর আগে থেকে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারেন না! সেই থেকে আজ অব্ধি রশিদ সাহেব তার স্ত্রীকে সেবা দিয়ে যাচ্ছেন! স্ত্রীকে হুইল চেয়ারে বসিয়ে সব জায়গায় নিয়ে যান, যাবতীয় কাজ করে দেন! স্বামীর এই মহানুভবতায় স্ত্রী নিজেকে পরম সৌভাগ্যবতী মনে করেন! (আজকের ইত্তেফাকে) !

(পিচ্চিরা নীচের প্যাড়াটা পড়বে না) !

>>আমার এক বান্ধবীর স্বামী তাকে বলেছিলো- সেক্সটাই বড় কথা নয়, এই যে আমি আমার বউকে বুকে নিয়ে আছি এটাই তো অনেক বড় পাওয়া ! আহ্‌ ! এমন স্বামী যদি হত যারা স্ত্রীর যোনিপথে নয় তার গালের টোলে আনন্দ খুঁজে পেতো... ( দয়া করে কেউ এটা পড়ে আউল-ফাউল মন্তব্য করবেন না)

>>>এভাবেই যদি সব স্বামীরা স্ত্রীকে শুধু ভোগের আর কাজের সামগ্রী মনে না করে, নিজের জীবনের একটা অংশ, বন্ধু, এবং তারা যে একে অপরের জন্যই তৈরি এটা মনে করতো তাহলে তো সমাজে এত নারী নির্যাতন/ হত্যা / পরকীয়ার মত ঘটনাগুলি ঘটতো না!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: সাত্যি-ই তাই। তবে দেশে পুরুষ নির্যাতন ও কিন্তু কম নয়।








আমার স্ত্রী সব-সময় থাকুক আমার ভালবাসার ছায়াতলে

আমিও যেন বাদ না যাই সেই ..............








ভাল থাকুন সারা বেলা।



২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অবশ্যই হয় তবে তুলনামূলক ভাবে কম! ! আর ভাবী সব সময় আপনার ভালবাসার ছায়াতলে থাকুক এই শুভ কামনায়!

২| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

পথহারা সৈকত বলেছেন: তাহলে আমি খুবই ভাল স্বামী.......... :D :D

এই পোষ্টটা আমার বউ কে পড়াতে হবে...... ধন্যবাদ....

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! অবশ্যই ভাবীকে পড়াবেন এবং মন্তব্য জানাবেন!

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩

সোহানী বলেছেন: শতভাগ সহমত......

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সজিব ইসলাম বলেছেন: আপনার কথা ১০০% সত্যি, আপনি যেমন চান সেই পুরুষটিও সেই রকম আশা করাকি ভুল সেই রকম না হোক ৫০% তো পেতে পারে, তা না হোক আপনি যে চেস্টা করচেন সেটাওতো বুঝাতে হবে, যদি তাও না হয় তবে সেই পুরুষটির কি অবস্থা হয় একটু অনুধাবন করুন প্লিজ।
সংসার করতে প্রয়োজন হয় দুই জনেরই ব্যক্তিত্ত্ব, শ্রদ্বা, বিশ্বাস এই তিন থেকেই জন্মে ভালোবাসা।

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অবশ্যই আপনার কথার সাথেও সহমত! সংসার করতে প্রয়োজন হয় দুই জনেরই ব্যক্তিত্ত্ব, শ্রদ্বা, বিশ্বাস এই তিন থেকেই জন্মে ভালোবাসা।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
>>এভাবেই যদি সব স্বামীরা স্ত্রীকে শুধু ভোগের আর কাজের সামগ্রী মনে না করে, নিজের জীবনের একটা অংশ, বন্ধু, এবং তারা যে একে অপরের জন্যই তৈরি এটা মনে করতো তাহলে তো সমাজে এত নারী নির্যাতন/ হত্যা / পরকীয়ার মত ঘটনাগুলি ঘটতো না!
সহমত ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! অনেক ধন্যবাদ সহমতের জন্য !

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





অনেক ভালো লেথা।
এমন লেখার দরকার আছে।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! চেষ্টা করি এরকম কিছু লেখা তুলে ধরতে .........।

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এখনো বিয়েটাই করতে পারলাম না এই দুঃখ রাখি কোথায়?

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অপেক্ষা করুন... কেউ না কেউ আসবেই বউ হয়ে! শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.