নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকা হতে চেয়েছি... গার্লফ্রেন্ড না রে...।

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

উহু আমি তোর গার্লফ্রেন্ড হতে চাইনি... যাদের তুই পোশাক পাল্টানোর মত পাল্টানোর কথা ভাবিস... কিংবা মজা করে বলিস...এত্তগুলা গার্লফ্রেন্ড আছে! হু আমি তোর প্রেমিকা হতে চেয়েছি... সেই প্রেমিকা যার অস্তিত্ব তোর পৃথিবী জুড়ে সারাজীবন থাকবে! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে প্রতিদিন চাইনিজে যাওয়ার বায়না ধরে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে রাস্তা দিয়ে যাওয়া আইস্ক্রিময়ালার কাছ থেকে ২/৫ টাকার কুলফি/ মালাই কিংবা বুট/বাদাম য়ালার কাছ থেকে ২/৫ টাকার বুট/ বাদামেই সন্তুষ্ট ! কখনো বা রাস্তায় দাঁড়িয়ে চটপটি/ ফুচকা ... দামটা আমার পার্স থেকে না হয় তুই নিজ হাতেই দিতিস...পরে সুদে-আসলে শোধ নেয়া যেত! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে পঙ্খি/ জিপ্সি ড্রেস আর আই ফোনের বায়না করে হররোজ! আমি সেই প্রেমিকা হতে চেয়েছি যার শুধু ৩০/৪০টাকা দামের লাল/নীল ১ ডজন রেশমি চুড়ির বায়না ছিল... ! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি রে যে রূপোর পায়েলের বায়না করে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে পার্কে পাশাপাশি হাঁটতে গিয়ে ঘাস পাতার পায়েল বানিয়ে পড়িয়ে দিতে বলে... আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি, যাকে তুই ছুঁড়ে ফেলার পর সে সুরসুর করে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে সুখী হয়েছে... আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যাকে তুই ভুলে যাবার পরও সে তোর ভালবাসার মাদকতায় ডুবে আছে...! আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... তুই আসবি না জেনেও - যে তোর প্রতীক্ষায় সারাটিজীবন কাটিয়ে দিতে পারে... ! আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে পার্কে কিংবা রেস্টুরেন্টে তোর গায়ে ঢলে ঢলে পড়ে কথা বলে কিংবা বেহায়ার মত হাঁটে ...আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে জানে তোর সাথে পাশাপাশি বসে রিকশায় ঘোরা হবে না... পার্কে হাঁটা হবে না... রাস্তায় দাঁড়িয়ে ফুচকা/ চটপটি খাওয়া হবে না... আইস্ক্রিম তোর নাকে ঘষে দিতে পারবো না... বৃষ্টিতে দুজনের চোখের মাঝে ডুব দেয়া হবে না... তবু কল্পনাতে আমি তোর সাথে পার্কের নরম ঘাসে খালি পায়ে একটু দূরত্ব রেখে পাশাপাশি হাঁটি ... হাঁটতে হাঁটতে আনমনে তোর আঙ্গুলের ছোঁয়া আমার আঙ্গুলে ছুঁয়ে যায়... আমি সেই স্পর্শ নিয়েই সারাটিজীবন কাটিয়ে দিতে পারি...

এভাবেই আমি তোর প্রেমিকা হতে চেয়েছি...

সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোর চিন্তাতেই ডুবে থেকেছি... থাকি...

আরে ভালবাসা কি একের পর এক গার্লফ্রেন্ড পাল্টানোতে ...

রেস্তোরাতে ...পঙ্খি ড্রেসে... আইফোনে... ব্রান্ডের পারফিউমে... আছে... ?

ভালবাসা আছে তোকে ভেবে ভেবে আমার দুচোখের নীচে যে কালি পড়েছে তার মাঝে... ভালবাসা আছে... কষ্টে কষ্টে ঝাজড়া হয়ে যাওয়া এই বুকের পাঁজরে ...

ভালবাসা আছে... থাকবে চিরকাল অনেক অনেক অভিমান... এর মাঝে... !

হু ভাল লাগে এখনো... তোর-ই কথা ভেবে এটা- সেটা করতে...

ভাল লাগে এখনো প্রেমিকা হয়ে থাকতে...।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

একজন ঘূণপোকা বলেছেন: অসাধারণ এক লেখা। পড়ে তৃপ্তি পেয়েছি।


আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... তুই আসবি না জেনেও - যে তোর প্রতীক্ষায় সারাটিজীবন কাটিয়ে দিতে পারে... !

সবাই এমন প্রেমিকাদের মুল্য বোঝে না আবার যারা এমন প্রেমিকাদের মুল্য বোঝে সেই প্রেমিকরা এমন প্রেমিকাদের পায় না।

২য় ভালোলাগা

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! হু সবাই এরকম প্রেমিকাদের মূল্য বোঝেনা আবার যে প্রেমিকরা বোঝে তারা এমনটা পায় না... আসলে এসব কিছু কিছুটা ভাগ্যের উপর ও নির্ভর করে।।বাকিটা মানসিকতার/ অনুভবের/ ভাললাগার/ উপর .........।

২| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একরাশ ভালোলাগায় মনটা ছেয়ে গেল।
এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। কজনের জোটে এমন ভালোবাসা।

সুন্দর লিখেছেন। হৃদয়টা ছুঁয় গেল................


ভাল থাকবেন শুভকামনায়... :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাদের ভাললাগা জেনে আমার মনটাও ভাল হয়ে গেলো... হু কজনে পায় এমনটা? আবার যে হতে চায় এমন প্রেমিকা - সে তাকে বোঝার মানুষ -ই পায় না... কিংবা ভুল মানুষ এসে যায় জীবনে...। অনেক ধন্যবাদ ! আপনিও ভাল থাকবেন!

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ইস্ ! এ যেন আমার মনেরই আর্তনাদ। একদা আমিও প্রেমিক হতে চেয়েছিলাম। কিন্তু হয়েছিলাম অন্যতম বয়ফ্রেন্ড ..................তারপর চলে গেলো, প্রেম আর হলোনা........অতপর; একজন স্বামী হয়ে স্ত্রীকে বললাম তুমি আমার প্রেমিকা হও, আমার প্রেমিক হওয়ার খুব সখ। কিন্তু সে বড়ই নিরাসক্ত............,তাই বাকী জীবন আমাকে স্বামী হয়েই থাকতে হবে প্রেমিক হওয়া আর হলোনা.............।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কষ্ট পেলাম... তবুও বলবো ভাবীকে আবারো নিজের মত করে করে নিন... দেখবেন উনি বুঝবে!

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

(উৎপল) বলেছেন: আহা, সব মেয়েরাই যদি এমনটা ভাবত!! কতই না ভাল হত তাইলে.. :D

যাইহোক, প্রেমিকাদের জন্য শুভকামনা রইল, তারা যেন এমন প্রেমিকা হওয়ার অন্তত সুযোগটুকু পায়... :)


সাদুবাদ জানাই আপনার প্রেমিকা স্বত্তাকে.. (Y) :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আর সব প্রেমিকরাই যদি প্রেমিকাদের প্রেম সত্তাটাকে এভাবেই আবিষ্কার করতো তাহলে কত্ত ভাল হত... ! অনেক ধন্যবাদ!

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

কোজাগরী চাঁদ বলেছেন: আপনার সব লেখাই প্রিয়তে নেবো ভাবছি।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ! লজ্জা পেলাম ভাই! অনেক ধন্যবাদ !

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

জমদূত বলেছেন: upnar lekha amar khub balo legacha

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

রবিউল করিম বাবু বলেছেন: কী অদ্ভুত সুন্দর লেখা!! মন ছুঁয়ে গেল। এইরকম একজন প্রেমিকা পেলে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তাকে ভালোবাসতাম।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! হতাশ হবেন না... আশা করি এরকম কেউ একজন আসবে আপনার জীবনে! শুভ কামনায়!

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

সূর্য হাসান বলেছেন: তুই যদি আমার হইতিরে
ও বন্ধু আমি হইতাম তোর...

এই জনমে কেউ কইলো নারে

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অপেক্ষা করুন না পাবেন কাউকে না কাউকে.........

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: শুভ কামনা রইল।
আমার প্রেমিকা হবে? :) :-P




মজা করার জন্য দুঃখিত

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম, ছোট ভাই হিসেবে মজাই ধরে নিলাম!

১০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২২

In2the Dark বলেছেন: আমার প্রেমিকা হবেন?

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেউ একজন আছে বলেই তো এভাবেই বলতে পেরেছি... তাহলে কিভাবে বোকার মত বললেন- আপনার প্রেমিকা হবো কি না?

১১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

বোকামানুষ বলেছেন: আমি সেই গার্লফ্রেন্ড হতে চাইনি যে পার্কে কিংবা রেস্টুরেন্টে তোর গায়ে ঢলে ঢলে পড়ে কথা বলে কিংবা বেহায়ার মত হাঁটে ...আমি সেই প্রেমিকা হতে চেয়েছি... যে জানে তোর সাথে পাশাপাশি বসে রিকশায় ঘোরা হবে না... পার্কে হাঁটা হবে না... রাস্তায় দাঁড়িয়ে ফুচকা/ চটপটি খাওয়া হবে না... আইস্ক্রিম তোর নাকে ঘষে দিতে পারবো না... বৃষ্টিতে দুজনের চোখের মাঝে ডুব দেয়া হবে না... তবু কল্পনাতে আমি তোর সাথে পার্কের নরম ঘাসে খালি পায়ে একটু দূরত্ব রেখে পাশাপাশি হাঁটি ... হাঁটতে হাঁটতে আনমনে তোর আঙ্গুলের ছোঁয়া আমার আঙ্গুলে ছুঁয়ে যায়... আমি সেই স্পর্শ নিয়েই সারাটিজীবন কাটিয়ে দিতে পারি...
এভাবেই আমি তোর প্রেমিকা হতে চেয়েছি...


দারুন বলেছেন কিন্তু এখন মনে হয় যারা গায়ের উপর গিয়ে পড়তে পারে এই টাইপ প্রেমিকাদের যুগ আশেপাশে সব সময় তাই তো দেখি তাই আমরা যারা তবু কল্পনাতে আমি তোর সাথে পার্কের নরম ঘাসে খালি পায়ে একটু দূরত্ব রেখে পাশাপাশি হাঁটি ... হাঁটতে হাঁটতে আনমনে তোর আঙ্গুলের ছোঁয়া আমার আঙ্গুলে ছুঁয়ে যায় এমন প্রেমিকা হতে চাই তারা ব্যাকডেটেড :(

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ... ব্যাকডেটেড হয়েও যদি সত্যিকারের প্রেমিকা হওয়া যায় আমি সেটাই হতে চাই... তবুও গার্লফ্রেন্ড হতে চাই না.........।

১২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভিষন রোমান্টিক মেয়ে আপনি । এই ফেসবুক এর যুগে এই রোমান্টিকতার মুল্য দেয় না তথাকথিত অাধুনিক ছেলে মেয়ে ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভালবাসায় রোমান্টিকতা তো থাকতেই হবে ভাইয়া! তবে এটা একজন প্রেমিকার প্রেমিকা হওয়ার আকুতি...আর আকাঙ্ক্ষা !

১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

রেজা এম বলেছেন: :#> :#> :#> :#> :#>

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ??????? !

১৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

In2the Dark বলেছেন: :p এই ইমোটা দিতে ভুলে গিয়েছিলাম সরি!

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম!

১৫| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

রেজা এম বলেছেন: কি??

১৬| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

ভিটামিন সি বলেছেন: ভালোই তো লাগলো লেখনী?

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়ানী!

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সজিব ইসলাম বলেছেন: তুমি কিন্তু ভাই অনেক ভালো লিখ।
তুমি করে বলাতে রাগ করো না। তোমার সব লিখাগুলো পড়ে মনে হলো তোমার মনটা অনেক বিশাল, এই বিশাল মনের মানুষগুলো জীবনে সুধু দিয়েই যায় কিছু পায় না, পাওয়ার আশা করিও না তা হলে কিন্তু কষ্ট পাবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যে লিখে তার সব লেখাই কি নিজেকে ঘিরে লিখে... ? আমার লেখনীর মাঝে আরো অনেকের চাওয়াই আমি তুলে ধরতে চেষ্টা করি... না ভাই বেশি কিছু আশা আমি করি না! ধন্যবাদ আপনাকে!

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

মুসাফির পথিক বলেছেন: আমার জন্য নম্র, ভদ্র, সুন্দরী, শিক্ষিতা, সুমনা, সুনয়না,
সুবচনা, সুনিপনা, সুহাসিনী , সুবাসিনী , কানে সুধাবর্ষিনী
সুকন্যা, সুরন্জনা, সুগায়ীকা, সুপ্রিয়া , সুশীলা , সুমিতা,
সুধাময়ী , সুবোধ, সুযোগ্যা, আবেগময়ী, প্রেমময়ী,
সুস্বাস্থের অধিকারিনী, সুযোগ্য এবং সর্বোপরি সূঁচে সূতা পরাতে পটু
বয়ফ্রেন্ড নেই বা আগে ছিল না এমন গার্লফ্রেন্ড চাই.......

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআ! আপনি কি বিজ্ঞাপন দিয়ে দিলেন ভাই?

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

লিখেছেন বলেছেন: : ইস্ ! এ যেন আমার মনেরই আর্তনাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি ভাই?

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত্তদিন বলেছি.. এসব সবার সামনে বলতে নেই!
হৃদয়ের কথা হৃদয় দিয়েই বুঝে নিতে হয়...
সেই বৃষ্টিতে ভিজে ভিজে চোখে ডুবেইতো আজো বেঁচে আছি..
সেই আলতো আঙুলের ছোযার শিহরন চিরকালীন...
দেহের মাঝে নিত্যতায় সেই সূখ কি আর মেলে..
স্বপ্নের মতো অজানিতে যে সূখ...দৃষ্টি স্পর্শ আর অনুভবে..সেই সব এভাবে সকলে সামনে বলতে নেই- এ যে শুধূ একান্তের কথা.. ;)

অসাম!!! ++++++++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যা কিছু সবচেয়ে দামী তা না কি সবার সামনে বলার দরকার পড়ে না আর বলতেও না কি হয় না... কিন্তু বলার মত সাহস আর ভরসা থাকলে বলতে দোষ কি...? হু হৃদয়ের কথা হৃদয় দিয়েই বুঝে নিতে হয়... কিন্তু কখনো কখনো হৃদয়ের ব্যাকুলতাও প্রকাশ করতে হয় ...কারো কারো জন্য... যদি সে হাঁদারাম হয়।।
আপনাকেও অনেক ধন্যবাদ বেশ সুন্দর করে মন্তব্য করার জন্য! ভাল থাকুন!

২১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮

শায়লা িসিদ্দক বলেছেন: কিুুুউট !!!! ^_^

১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ!

২২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

মদন বলেছেন: ++++++++++

১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ!

২৩| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০

তুষার কাব্য বলেছেন: একদম ভেতর থেকে আসা অভিপ্রায়,অভিলাস..কি দারুন আকুতি...ছুঁয়ে যায়

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রেমিকা হতে হলে তো এভাবেই মন থেকে চাইতে হবে... ছুঁয়ে দিতে হবে এভাবেই তার ভেতরটাকে......।

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

লিখেছেন বলেছেন: জী তাই, তবে প্রেমিক হতে চেয়েছি, বয়ফ্রেন্ড না রে !!

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভ কামনা রইল প্রেমিক হওয়ার !

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৯

ডার্ক ম্যান বলেছেন: প্রেমিক হতে চায় নি চেয়েছি তোর অর্ধাঙ্গ হতে,
বুঝলি না তুই আমাকে,
দেখেছিলি আমার অতীত ভুল দেখতে চাস নি ভালোবাসার ফুল।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি- ই বুঝি তাই?

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

মিজভী বাপ্পা বলেছেন: সব মেয়েরা যদি এভাবে ভাবত তাহলে আসল ভালোবাসার কদর আজোও থাকত। যাই হোক এত্ত পুরা কুপাল আমার একটাও সী ফ্রেন্ড নাই :(( :(( :(( :((

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি মনে করি মেয়েদের সাথে সাথে সব ছেলেদের ভাবনাও এমনটাই হওয়া উচিত! অপেক্ষায় থাকুন পেয়ে যাবেন আশা করি! ধন্যবাদ !

২৭| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন:




ব্লগ সন্ত্রাসীর এই লেখাটায় আমি কেন আগে মন্তব্য করতে পারলাম না??? সরি?


লেখায় ++



ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাই তো? কিভাবে চোখ এড়িয়ে গেলো? অনেক অনেক ধন্যবাদ সন্ত্রাসীর ভাই!

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নিষ্‌কর্মা বলেছেন:
এক কথায় অসাধারণ

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

 বলেছেন: অসাধার++++++++++

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

৩০| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পোস্টটা আগে পড়েছিলাম আজ আবার পরলাম । ভালো লাগলো ।

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

৩১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সালাম জানাই ভালোবাসার এই আকুতিকে ।

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! হু ভালোবাসার আকুতিগুলি এমন-ই হওয়া উচিৎ !

৩২| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: আপনার লিখা পড়ে আবেগে আর ভাষা খুজে পাচ্ছি না...
ছয় বছর আগে এমনই আকুতি শুনেছিলাম..কিন্তু আফসোস মর্ম বুঝিনি..
কিন্তু এখন বুঝি...
ধন্যবাদ আপনি আবার সব মনে করিয়ে দিলেন :(( :(( :(( ...

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরকম-ই হয় “ দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না “!

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।

৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: সব মেয়ে এমন মনের না আমি জানি। তার সাথে সাম এও জানি যে এমন মনের ও অসংখ্য মেয়ে আছে। আমি তো এমনই একজনকে খুঁজে বেড়াই যে কিনা আমার জিএফ হবেনা। হবে প্রেমিকা। আর আমি হবো তার প্রেমিক। :``>> কিন্তু সে কোনো গহিন বনে লুকিয়ে আছে। কে জানে! X(( X(( X(( খুঁজেই পাইনা তাকে। :( :( হয়তবা কোনো এক সময় পেয়ে যাবো তাকে। হা হা হা হা। :P

৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

রুদ্র জাহেদ বলেছেন: আমার আমি চাই...প্রেমিক প্রেমিকা নারে :)
লেখাটা দারুণ ভালো লেগেছে আপুনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.