নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কিন্তু... সেই অন্ধকারে কাউকে খুঁজে পেলাম না... !

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম- হ্যাঁ / না! তার উত্তর ছিলো - হ্যাঁ ! আমি চমকে গিয়ে থমকে গিয়েছিলাম... কিচ্ছু বলতে পারিনি...ভেবেছিলাম ও ফিরে আসবে... আমার নীরবতা ও বুঝতে পারবে কিন্তু না দূর থেকে হলেও আমি বুঝতে পারছিলাম ও ঠোঁটে সিগারেট নিয়ে নির্বাক ভাবে কথা বলছে... ! আহ্‌! যেন এতদিন আমি ওর কেউ ছিলাম না... ওর পৃথিবী জুড়ে আমি এই মেয়েটা বলে মেয়েটার কোন অস্তিত্বই - কিছুই ছিলো না...। বুক ফেটে আর্তনাদ আসছিলো আমার, নিজেকে সামলে নিয়ে বলেছিলাম- তুই আমাকে ব্লক করবি না কি আমি? ও সিগারেট ঠোঁটে নিয়ে টানছে - কোন রিপ্লাই নেই! এরপর আর কিছু বলার থাকে না... ব্লক করলাম...জানতাম এরকম একটা ঝড় আসবে তাই নিজেকে কিছুটা প্রস্তুত রেখেছিলাম... কিন্তু সত্যি যে সে এমনটা করবে তা ভাবতে পারিনি! তীব্র অভিমানে বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো... ওকে কিছু বুঝতে দিলাম না... শুধু বললাম- ওকে বাই! বুঝতে পারছিলাম- ও ঠোঁটে ঠোঁট চেপে কথা বলছে... ! আরো কিছু বলতে চাইছে... আবার থমকে যাচ্ছে... আমি আর কিছু শুনলাম না...! একটা সুতীক্ষ্ণ অপমানবোধ... অসহায়ত্ব ... কেমন যেন একটা অবস্থার সৃষ্টি হয়ে মরে যেতে ইচ্ছে হল... ! মনে মনে চাইলাম... আমার যেন ক্যানসার হয়... আর ও আমার শেষ সময়ে খবর পেয়ে পুরাই বিধ্বস্ত অবস্থায় যেন ছুটে আসে... আমি মরে যাবো ওর চোখের সামনে আর ও তাকিয়ে তাকিয়ে দেখবে... কিন্তু পরক্ষনেই মনে হল- আমাকে মৃত্যুশয্যায় দেখলে কি অই হারামীটার কোন কষ্ট হবে? ও তো কাঁদবে না... দাঁত কেলাইতে কেলাইতে বলবে- মরিস নাই এখনো? চল্লিশা খাবো তো?!? এইতো মাত্র কদিন আগেই সম্পর্কের শুরুটা হল- এরপর থেকেই ওর উদাসীনতা ...অবহেলা... যাচ্ছেতাই ব্যবহার চোখে পড়তে লাগলো ... আমি মানিয়ে নিয়ে আমার মত করেই ওকে ভালবাসতে লাগলাম ... কতবার ও বলেছে-- তোকে ভালবাসার মরন দেবো হারামী! আর সত্যি সত্যি ও তাই দিয়েছে...। বোকা আর অবোধের মত ওকে ভালবেসে গেছি... ওর প্রতিটি পদক্ষেপে আমার বিচরণ ছিল... ও কি করছে...কি খাচ্ছে... কোথায় যাচ্ছে... কি সমস্যা এইসব নিয়েই সারাদিন আমি ওর সাথে হুড়োহুড়ি করতাম... খোঁজ নিতে নিতে ওকে ব্যাকুল করে দিতাম।। আর হাঁদারামটা আমার বেলায় সব ভুলে যেত... সকালে যা বলে বিকেলে তা ভুলে যায়... ! ওর অপেক্ষায় রাত/দিন বসে থাকতাম... কখন ও ফোন করবে... কখন ওর ঘুম ভাঙ্গবে ... কখন চ্যাটে সবুজ বাতিতা জ্বলজ্বল করবে ... কখন আমরা খুনসুটিতে মেতে উঠবো... আর ও কি করতো? ও প্রায়-ই লাপাত্তা থাকতো ... ইচ্ছে করে ফোন করতো না/ মেসেজের উত্তর দিতো না... চ্যাটে রিপ্লাই দিতো না... আর মেইলের উত্তর তো নাইইইই! অভিমানে চোখের কোনে জমে ঊঠা পানি ঝরতে ঝরতে চোখের নীচে যে কালি পড়েছে... আর ঘরের দেয়াল ঘড়িটার টিকটিক... আশেপাশের সবকিছু চ্যাটে থাকা মেসেজ, মোবাইলের ইনবক্স এ থাকা মেসেজ/ মেইল... ওরা সবাই জানে হারামীটা আমার কতটা জুড়ে আছে... মাঝে মাঝে এমন সব কথা বলতো--- আমার ভেতরটা ঝাজড়া হয়ে যেত... আবার ও তো এমন-ই এটা মনে করেই সব ভুলে যেতাম... ! কিন্তু এবার ও আর ফিরলো না... তবু অপেক্ষায় থাকলাম...ক্লান্ত...হতাম না...শুধু দিন দিন অসুখটা বেড়ে চলছিলো--- ! ও নেই ও নেই এই অসুখটা! ইচ্ছে করেই মরতে চাইলাম... মরি না-- কি হবে তাতে? ওর এত শখ চল্লিশা খাওয়ার এসে না হয় আমার চল্লিশা খাবে...কিন্তু তার আগেই আমি কি আধো ঘুমে তলিয়ে গিয়েছিলাম - ফোনটা বেজে ঊঠলো- রিসিভ করতেই কেউ একজন বলল- - এই দেখ এসে গেছি... কাল-ই কবুল বলার জন্য প্রস্তুত থাকিস... ? কন্ঠটা শুনে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো ... ! হারামীটা বলে চলেছে- এবার দেখিস তোকে কি করি? সব সুধে-আসলে শোধ নেবো! তোরে পিটাইতে পিটাইতে ভর্তা বানাবো... তোর অভিমান আদুরে আদুরে ভাঙ্গাবো... এরপর তোকে সিগারেট খাওয়াবো ...হাহহহা! আমি ভাবলাম ... কি আবোল- তাবোল ভাবাছি...? হারামীটা অই অই কথা কস না কেন? বলে চিল্লাইতে লাগলো ...।। অই বৃষ্টি হচ্ছে -- আয় সেই রাতের মত বৃষ্টিতে দুজনে ডুব দেই... আয় কাছে আয়... হাত টা ধর, না কি আমি কোলে নিয়ে ছাদে যাবো? ঠিক আছে আইস্ক্রিম ও খাওয়াবো ... কথা বল একবার? অই কুত্তা... কি রে বয়রা হয়ে গেছিস না কি? তোর জন্য আনা চুড়িগুলা কিন্তু এইবার সত্যি সব শাকচুন্নিদের দিয়ে দেবো... তখন ভ্যা ভ্যা করে কাঁদিস হারামী...! কথা বলিস না কেন রে? আমার বুক ফেটে আর্তনাদ বের হচ্ছে... চোখ দিয়ে পানি ছল্কে ছল্কে পড়ছে... ইচ্ছে করছে ফোনের ওপাশে থাকা মানুষটার শার্ট খামচি দিয়ে ধরে ওর বুকে লেপ্টে গিয়ে ভেঙ্গে পড়ি! কিন্তু কিছুই বলতে পারলাম না... শুধু বললাম ভাঙ্গা ভাঙ্গা গলায়-- করুনা... দয়া... না কি তামশা করতে এসেছিস...? তোর করুনা/ দয়া/ তামশার গুষ্টি কিলাই... যা ভাগ এখান থেকে... দূরে গিয়ে তেলাপোকা / টিকটিকি/ ঘাস/ লতাপাতা দিয়ে মুড়ি খা গা... ! ও ভয়ঙ্কর শব্দে হেসে ঊঠলো... আর বলল- হারামী এইবার দেখিস তোকে এইগুলা ক্যামনে খাওয়াই !

তারপর-ই একটু নীরবতা... ও গভীর মমতায় শুধু একটা কথাই বলল ...

কাছে আয়, আর অভিমান করে থাকিস না... এবারের মত মাফ করে দে...

এই দেখ কান ধরছি! সত্যি কইতাছি- কান ধরছি!

চোখ দিয়ে পানি পড়ছে হারামী! তুই একটা আস্ত হারামী!

ছেলে হয়েও আমাকে কাঁদাচ্ছিস ... !

আমি হতবাক হয়ে গেলাম...

ওকে জড়িয়ে ধরতে গেলাম আবার...

কিন্তু... সেই অন্ধকারে কাউকে খুঁজে পেলাম না... !

তবে কি এসব কিছুই .........।।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬

ভিটামিন সি বলেছেন: আমিই প্রথম!!! আজকেরটা এতো ব-অ-ড় কেন?

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বড় দেইখা পড়ে নাই রে! ভাবীর কাছে নালিশ দিমু কিন্তু কইলাম হু! এর থেকে অল্প পরিসরে যে লিখতে পারছিলাম না!

২| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

রেজা এম বলেছেন: এটাই অতৃপ্ত ভালোবাসা :( :(

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু! এখানে অতৃপ্তির কিছু নেই... আছে কিছু স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকার ইচ্ছে... আর ভালবাসাকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা !

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: পুত্তুম প্লাস

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি না আপনার পুত্তুম+ আর ২য় ভাললাগা এই কথাগুলোর মানে ঠিকমত ধরতে পারিনা! তবুও যতটুকু বুঝলাম, আমার লেখায় এই প্রথম + ? এই তো? অনেক ধন্যবাদ ভাইয়া!

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

আসিফ করিম শিমুল বলেছেন: খুবই ভাল লাগলো।
আর ভিটামিন সি ভাই, আমার মনে হয় লেখাটা বড় নয় বরং ভেতরের প্রেমটা বড়।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! সি তো আমার ভাইয়া, তাই হয়তো দুষ্টামি করেই বলেছে! তাই না সি ভাইয়া?

৫| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

রেজা এম বলেছেন: স্বপ্ন স্বপ্নই । B-)) B-)) B-))

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব স্বপ্নই শুধু স্বপ্ন নয়... তা বাস্তবায়নে চেষ্টা করতে হয়... আশা রাখতে হয় মনে...

৬| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

ভিটামিন সি বলেছেন: কোন কিছু না পইড়া আমি কোন কমেন্ট করি না, কইয়া দিলাম হুম।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আমি জানিইইইইইইইইইই! ভাবির কাছে নালিশ দিতে কিছু একটা তো দরকার? তাই না?

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার অনুভুতির লেখা। যদি সত্যি ঘটনা অবলম্বনে হয়ে থাকে তো কষ্ট পাচ্ছেন আপনি। কষ্টগুলো লিখে ফেলাতেও একধরনের আনন্দ আছে। ভালো থাকবেন। শুভকামনা।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সত্যি... যাপিত জীবনের কথাগুলি-ই তো লেখনীতে চলে আসে... ! হু লিখতে পারলে কষ্ট কিছুটা কমে যায়... আনন্দ না পেলেও! আপনিও ভাল থাকবেন সব সময়!

৮| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

ভিটামিন সি বলেছেন: আপ্নার ভাবীরে এলবিডব্লিউ কইরা দিছি!! এইবার বোঝ মজা!! আর কমু না, কইলে সবাই বোইঝ্ঝা ফালাইবো।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি কন এইসব? আপানকে মাইনাস! আর কুনু কথা নাই!

৯| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল থাকুন সব সময়। শুভকামনা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! আপনিও ভাল থাকুন!

১০| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

রেজা এম বলেছেন: বাস্তব বড়ই কঠিন ।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাস্তব কঠিন-ই হয়! কিন্তু বাস্তবতার সাথে যুদ্ধ না করে হেরে যাওয়াকে বোকামী বলে! কিংবা যুদ্ধ না করে নিজেকে পরাজিত ভাবাও ঠিক না!

১১| ৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৫

(উৎপল) বলেছেন: যার জন্য চোখের জল ফেলবেন সে আপনার মূল্য বুঝবে না, বাস্তবতা এমনি...!


শুভকামনা রইল।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হতে পারে... আবার এর বিপরীতটাও হতে পারে... !

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

সজিব ইসলাম বলেছেন: আপনার ভিতর অনেক রোমান্টিকতা আচে দেখচি।
এই রকম অন্ধকার যেন আপনার জীবনে না আসে সেই কামনা করি।
তবে স্বপ্ন ও বাস্তবতা এক জিনিষ নয়। বিয়ের আগে যে প্রেমিক প্রেমিকা তাদের প্রেমকে শত শত কবিতাদিয়ে সাজায় বিয়ের পরই তাদের কাছে সেই কবিতাগুলোকে যন্ত্রনাদায়ক অসমাপ্ত গদ্য বলে মনে হয়। সেটা কেন মনে হয় বলতে পারেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা কি সবার বেলায় হয়? কিছু স্বপ্ন আর প্রত্যাশা বাঁচিয়ে না রাখলে... কিভাবে চলবে বলেন? বাস্তবতার সাথে যুদ্ধ না করে নিজেকে পরাজিত ভাবাটাও ঠিক না!

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

রেজা এম বলেছেন: আর যুদ্ধ যুদ্ধ ভালো লাগে না । ঘা টা আরো দগদগে হয়ে উঠেছে (ভিতরের) । একটু শান্তি চাই । :( :( :(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু যুদ্ধ যুদ্ধ খেলা নয়... !

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

রেজা এম বলেছেন: খেলা তো বলি নি !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অহ হো! তাই তো! সরি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.