নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির সবকিছুর সুদ-আসলে শোধ নেয়ার কল্পনাটা কি কল্পনাই থেকে যাবে... এভাবে ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

দিনের পর দিন...রাতের পর রাত প্রতীক্ষায় বসেছিলো মেয়েটি ...

অবশেষে ছেলেটির উপস্থিতি অনুভব করা ......

কিন্তু তাকে দেখতে না পাওয়া ...

এই যন্ত্রণাটাকে এত্ত এত্ত যন্ত্রণার ভিড়ে......

আবার কোথায় জায়গা করে দিবে তা ভেবে পাচ্ছে না... অপেক্ষারত মেয়েটি !

ছেলেটির জন্য জমিয়ে রাখা সময়... কিন্তু সেই সময়ের মাঝে সে নাই...

এটা কিভাবে কাটাবে... কিছুই ঠিক করে রাখেনি সে... !

ছেলেটির জন্য জমিয়ে রাখা কিছু গিফট/ আবার গিফট কিনতে না পেরে জমিয়ে রাখা টাকাগুলি...ছেলেটিকে দেয়ার উপায় নাই... !

তবে কি ওগুলো পড়ে থাকবে আজীবন মেয়েটির ওয়ারড্রবের ড্রয়ারে... ?

ড্রয়ার খুললেই কি সেসব জিনিস তার চোখ ভিজিয়ে দেবে বারেবারে...?

আর চকলেটের বক্সটা... যেটা ছেলেটার সিগারেট খাওয়ার বদলে

দেয়ার জন্য রেখেছিল ... সেটা কি ওভাবেই পড়ে থাকবে...?

ছেলেটির পকেট থেকে সিগারেটের প্যাকেট কেড়ে নিয়ে ছুড়ে ফেলা কি হবে না?

এইসব ছাইপাশ আর খাবি না এটা বলে কি-

সেই চকলেটের বক্সটা ছেলেটিকে দেয়া হবে না।।?

ছেলেটিকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য... রেস্তরায়/ রাস্তায় দাঁড়িয়ে ......

চটপটি/ ফুচকা/ আইসক্রিম কিংবা চাইনিজ খাওয়ার জন্য...

যে চকচকে টাকাগুলি পার্সটাতে রেখেছিল...

ঘোরা এবং খাওয়া শেষে যে পার্সটা থেকে ইচ্ছেমত টাকা বের করে

রিকশাওয়ালা মামা কিংবা দোকানদারকে সেই টাকা দিয়ে ছেলেটির মেয়েটিকে রাগানো ...

এরপর মেয়েটির সবকিছুর সুদ-আসলে শোধ নেয়ার কল্পনাটা কি

কল্পনাই থেকে যাবে... এভাবে ?

পার্সের টাকাগুলি কি মেয়েটিকে আজীবন সেই কল্পনার কথা...

মনে করিয়ে দিয়ে খোঁচাতে থাকবে...?

বলতে থাকবে- শোধ তো নিতে পারলি না...রে ?

আর জন্মদিনের পার্টি ...

ছেলেটার সহ মেয়েটার একসাথে দেয়ার কথা...

সেটাও কি ওরকম-ই থেকে যাবে...

প্রতিটা জন্মদিন কি এভাবেই ভাবাবে-- মেয়েটিকে

ছেলেটি তার জন্মদিনের পার্টি দিতে চেয়েছিলো... ?

আর সেই- ও বউ ও বউ বলে মেয়েটিকে ডাকটা ...

এসেই কবুল বলার কথাটা এগুলো কি ...

ওভাবেই শুধু মিথ্যে হয়ে থাকবে চিরকাল...?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

মি. হুমায়ুন কবির বলেছেন: আমি সামুতে যখনই আসি তখনই আপনাকে খুঁজি। আমার দেখামতে আপনিই একজন যে সুন্দর করে তার মনের আবেগগুলো, কষ্টগুলো লিখার মাধ্যমে প্রকাশ করতে পারে।আমি যে সময়গুলো পার করছি এই সময় যদি আমি আমার মনের কথাগুলো আপনার মত করে ব্যক্ত করতে পারতাম। মনে হয় বেঁচে থাকাটা আমার জন্য অনেক সহজ হয়ে যেত। আপনি মাঝে কিছুদিন সামুতে ছিলেন না। আমি আপনাকে অনেক খুঁজেছি। এখন মাঝে মাঝে আপনার লিখা পড়ি, অনেক ভাললাগে। আমার প্রিয় সামুর অন্যান্য ব্লগারদের মধ্যে আপনিও অন্যতম একজন। আপনার জন্য শুভ কামনা....।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যেভাবে আমার লেখার মূল্যায়ন আপনি করেছেন, কিছুটা লজ্জা পেয়েছি তবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য! আসলে সত্যি কথা বলতে কি- আমি কোন কিছুই আগে থেকে ঠিক করে রাখি না... যখন যে চিন্তাটা আমার মাথায় ঘুরে আমি সেটাই কোনরকম অলঙ্করণ না করে একদম নিজের মত করে সহজ ভাষায় বলে ফেলি... ! বুঝতে পারছি, খারাপ সময় পার করছেন, দোয়া করি ভাল সময়ের! আর বলে ফেলুন কিংবা লিখে ফেলুন যা বলতে চান, কিছু স্বপ্ন আর আশা বাঁচিয়ে রাখুন হতাশার মধ্যেও- দেখবেন বেঁচে থাকাটা সহজ হয়ে গিয়েছে! আপনার জন্যও অনেক শুভ কামনা ভাইয়া! আর আমার লেখাকে/ আমাকে এতটা বেশি মূল্য দেয়ার জন্য আমি কৃতজ্ঞ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.