![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উহু তাকে সামনে থেকে দেখিনি... ছুঁয়ে দেখা হয়নি তার সিল্কি চুল...
তবু হাজার হাজার মাইল দূরে থেকেও একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিলো...
হয়েছিলো একটা অদ্ভুদ টান... ভাললাগাগুলি মিলেমিশে গিয়ে কখন যে একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গেল... তা দুজনের একজনও টের পায়নি... এরপর তো ছুটে চলা... সব-ই কল্পনাতে... ! আর বাকিটা ফোনে... মুঠোবার্তায়... চ্যাটে ...মেইলে...! বদমাশটার মিসিং মিস কল ও যেন ছুঁয়ে যেত আমায়... ওর বিটেকেলে হাসির ইমোটাও একরত্তি রাগের পর ভাললাগায় ছুঁয়ে যেত... ! আর আমি ওর শ্যাম্পু করে সিল্কি চুলের বড়াই করাটা ... ওর মাথাটা টেনে নিয়ে চূলগুলোকে এলোমেলো করে দিয়ে মজা পেতাম।। আহ্! কি আমার সিল্কি চুলের বড়াই... ! এত ঢং কিসের রে হারামী? তোর মত হাঁদারামের চুল এলোমেলোই থাকা ভাল... কারন আমার যে ওভাবেই ভাল লাগে... ! সব-ই কল্পনাতে...! ও কতবার... কত কিছুর অজুহাতে ছুঁয়ে দিতে চেয়েছে আমায়... আমি শুধু ওর মনের গভীরতায় ওকে ছুঁয়ে দিতে চেয়েছি... ! কতবার সে বলেছে-- দেখা হলে দেখিস তোকে কি করি... আমি শুধু ভেবেছি--- দেখা কি হবে আদৌ ...? কিভাবে কিভাবে যেন আমার ধারনাগুলি-ই সত্যি হয়ে যায়... ! এত এত স্বপ্ন দেখালো যে মানুষটা ... সেই কি না কিভাবে স্বপ্নগুলি ভেঙ্গে গুড়িয়ে দিলো... এত্ত এত্ত কল্পনার সাগরে যে ভাসিয়েছে... দেখা হলে- এটা হবে, ওটা হবে... এখানে যাবো- ওখানে যাবো... সেই মানুষটাই নিজেকে আড়াল করে অদেখাই থেকে গেলো...। কত্ত কত্ত মুগ্ধতা... সব কিভাবে অনাগ্রহের হয়ে গেল... কিছুই বোঝা গেলো না... ! কল্পনাতে যার স্পর্শ আমাকে রাঙিয়ে দিতো... অজানা শিহরণে কেঁপে ঊঠতাম... চোখ বন্ধ করে যার গভীর দৃষ্টিতে বিশ্বাসের স্তূপ দেখতে পেতাম... সেই বিশ্বাস এর স্তূপকে পাশ কাটিয়ে সে কিভাবে... সবকিছু এলোমেলো করে দিলো... কিছুই মেলাতে পারি না... ! তবুও তাকে একটিবারের জন্য সামনে দেখা... আলতো করে একটুখানি তার হাতটা কিংবা কপালের এলো চুলগুলি ছুঁয়ে দেয়ার ইচ্ছেটাকে আজোও মেরে ফেলতে পারি না... !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু স্বপ্নের বাস্তবতা আসে বলেই মানুষ স্বপ্ন দেখে...আবার কিছু স্বপ্নকে বাস্তবে রুপ দিতে... কিছু প্রচেষ্টার ও দরকার হয়.........
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
রেজা এম বলেছেন: তার ও কি সেই ইচ্ছা !!!!!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা তো সেই ভাল বলতে পারবে!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আলতো করে একটুখানি তার হাতটা কিংবা কপালের এলো চুলগুলি ছুঁয়ে দেয়ার ইচ্ছেটাকে আজোও মেরে ফেলতে পারি না... !
স্বপ্ন গুলো ধরাদেক বাস্তবতার পড়তে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা... ধন্যবাদ ভাইয়া!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২
একজন ঘূণপোকা বলেছেন: পুত্তুম প্লাস
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন্নাবাদ!
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ---""এত্ত এত্ত কল্পনার সাগরে যে ভাসিয়েছে... দেখা হলে- এটা হবে, ওটা হবে... এখানে যাবো- ওখানে যাবো... সেই মানুষটাই নিজেকে আড়াল করে অদেখাই থেকে গেলো...। কত্ত কত্ত মুগ্ধতা... সব কিভাবে অনাগ্রহের হয়ে গেল... কিছুই বোঝা গেলো না... ! কল্পনাতে যার স্পর্শ আমাকে রাঙিয়ে দিতো... অজানা শিহরণে কেঁপে ঊঠতাম... চোখ বন্ধ করে যার গভীর দৃষ্টিতে বিশ্বাসের স্তূপ দেখতে পেতাম... সেই বিশ্বাস এর স্তূপকে পাশ কাটিয়ে সে কিভাবে... সবকিছু এলোমেলো করে দিলো... কিছুই মেলাতে পারি না.."".
হুম... বলেছিলাম আগেই। এখন কেমন????
ভুলে গেছি ভুলে গেছি বলে ভুলে যাওয়া না গেলেও ভুলে থাকার অভিনয় করতেই হয়। নইলে যে জীবন চাকা চলে নারে!!!!!!!
যেদিন মা মরে গেল ! কবরের ভেতর গিয়ে শুয়েছিলাম অনেকক্ষন। মা এখানে থাকবে- তার কেমন লাগবে??? কেমন করে মাকে ছাড়া থাকব???এই টুকুন ছোট্ট জায়গা!!!!মার কত কষ্ট হবে......
অথচ এখন দেখ- কেমন দিব্যি হেসে খেলে জীবন যাচ্ছে!!তাই ভূলে যেতে না চাইলেও ভুলতেই হয়। সময়ের প্রয়োজনে!
আবার ঐ স্বপ্নগুলো বোঝার মতো যে -তারে দেখেও ধরা যায় না! চিনেও পাওয়া যায় না.. অথচ বোধের সাগরে কেমন হাবুডুবু খেলে যায়!!!
এই আরেক জ্বালা! নয়?????!!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা।। কি কেমন? কিছু জ্বালাতেও কষ্ট কষ্ট ভাল লাগা থাকে... সেটা অনুভব করতে জানতে হয়!
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: সপ্ন সেতো সপ্নই তাকে কি জেগে পাওয়া যায়।