![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটির ভীষণ ইচ্ছে করে... ছেলেটাকে লাল/ কালো চেকের শার্ট আর কালো প্যান্ট/ নীল জিন্সে সামনে দাঁড়িয়ে আছে এমনটা দেখতে... কিংবা ঘাসের উপর পাশাপাশি বসে থাকতে ... বাতাসে ছেলেটির চুল উড়াবে... কিংবা মেয়েটি ইচ্ছে করেই ছেলেটির চুল এলোমেলো করে দেবে... ! মাঝে মাঝে মেয়েটির ইচ্ছে করে ছেলেটির মাথায় এক বালতি পানি ঢেলে দিতে... এরপর দৌড়ে পলায়ন... ছেলেটি ছুটবে মেয়েটির পিছু পিছু... তার ওড়না বা শাড়ির আঁচলের খোঁজে ...। দৌড়াতে দৌড়াতে ... একসময় মেয়েটি নিজেই হাঁপিয়ে গিয়ে বসে পড়বে হাঁটু মুড়ে ... আর ছেলেটি পরম মমতায় কাছে এসে বলবে... কে বলেছে এভাবে দৌড়াতে ...? আমি কি মারবো তোকে ? মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থেকে নিজ থেকেই ওড়নার এক প্রান্ত/ শাড়ির আঁচল ছেলেটির দিকে এগিয়ে দিবে... ছেলেটি মুচকি হেসে বলবে- এত মায়া তো পানি দিয়েছিলি কেন রে হারামী...? মুছবো না ... মুছবো না... জ্বর আসুক... তখন তোকেই তো সেবা করতে হবে আমার... আমি এই চান্স মিস করবো না রে পাগলী...! বলেই হো হো করে হেসে ঊঠবে... মেয়েটি রেগে গিয়ে ছেলেটির চুলগুলো আরো বেশি এলোমেলো করে দিয়ে... নিজেই মাথার পানি মুছে দিবে... এরপর পার্স থেকে চিরুনি বের করে নিজেই ছেলেটির চুল আঁচড়ে দিবে... ছেলেটি হাসতে হাসতে শেষ ... মেয়েটি আরো রেগে গিয়ে... ঊঠে চলে যাবে... ছেলেটি মুগ্ধতায় তাকিয়ে থাকবে মেয়েটির পাগলামী দেখে... ! মেয়েটির ইচ্ছে করে - ইচ্ছে করেই মাঝ রাতে ভয় পেয়ে ছেলেটিকে মেসেজ দিতে... যেন ফিরতি মেসেজে ছেলেটি লিখে- এইতো আমি আছি পাশে... ভয় কিসের? মেয়েটির ইচ্ছে করে অকারনেই ছেলেটিকে ভেবে ভেবে কেঁদে ভাসাতে যাতে ছেলেটি এসে বারবার বলে- এভাবে বাচ্চাদের মত কাঁদিস কেন রে হারামী...? আমার কষ্ট হয় জানিস না...? মেয়েটি ঘুমের ঘোরে... আবোল- তাবোল কথা আর ভাবনার মাঝে ভালবাসি ভালবাসি বলে চিৎকার করতে চায়... যাতে তা শুনতে পেয়ে ছেলেটি মেয়েটির কানের পাশে মুখ নিয়ে বলে- ভালবাসি... ভালবাসি... তুই কি আমার সব হবি...? মেয়েটির আর একটি ভয়ঙ্কর ইচ্ছে আছে- মেয়েটি চায় সে টুপ করে চোখ বন্ধ করার আগে... ছেলেটির থমকে যাওয়া অবাক দৃষ্টি খুব কাছে থেকে দেখতে...!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছেলেটির আদুরে প্রিয় শব্দ এই হারামী - বকা দেয়ার ক্ষেত্রে! ধন্যবাদ !
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: এত দেখি খুব ভয়ঙ্কর ইচ্ছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাঝে মাঝে কিছু ভয়ঙ্কর ইচ্ছেও রাখতে হয়... !
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
লাজুক ছেলে...... বলেছেন: ভালোবাসা এমন ক্যানো ? কখনও মনে হয় ফালতু যাচ্ছেতাই..... আবার মাঝে মাঝে মনে হয় এর অনুভুতি অমূল্য...... স্বর্গীয়। এখন যেমন ২য় টা মনে হচ্ছে। থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু............... আপনাকে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ... অনুভূতি ২য়টা হয়েছে এইজন্য ! ভাল থাকুন!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
(উৎপল) বলেছেন: এত আবেগ ক্যারে????
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা... এগুলো যাপিত জীবনের অনুভূতি ... কিছু অনুভূতির সাথে প্রচন্ড রকম আবেগ জড়িয়ে থাকে... !
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: এভাবেই চাওয়া উচিৎ.............জীবনের জন্য, বেঁচে থাকার জন্য.............এই আবেগ প্রয়োজনীয়! প্রয়োজনীয়!! প্রয়োজনীয়!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জীবনের জন্য... ভালবাসার জন্য... বেঁচে থাকার জন্য কিছু আবেগ বাঁচিয়ে রাখা উচিত!
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
ashik বলেছেন: আমিও ওরে হারামি বলি
কিন্তু ও আমার প্রেমিকা না
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! তাই?
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অভিমানী ইচ্ছা । এইরকম ইচ্ছে থাকা মেয়েদের নিয়ে জীবন গড়ায় মজা আছে মনে হচ্ছে । কিন্তু কোথাও কি পাওয়া যাবে এইরকম মেয়ে ?
ভালো পেলুম লেখাগুলো ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! জানি না আপনি পাবেন কি না... তবে কোথাও না কোথাও কেউ একজন তো এমনি চাওয়া নিয়ে বসে আছে......
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কাঁদলাম না.....
আমি কাঁদবনা!!!
কখখনো না!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... কাঁদবেন না... ভাল থাকবেন সব সময়!
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০
একলা চলো রে বলেছেন: মেয়েরা এত ইচ্ছে ইচ্ছে করে কেন?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু ইচ্ছে না থাকলে কি ভালবাসায় জমে...?
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩
জেন রসি বলেছেন: ইউটোপিয়ায় ভালো থাকুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনিও ভাল থাকুন!
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১
সমন্বয় বলেছেন: হিন্দি মুভি তেই সম্ভব.।.।.।.।.।.।.।.।.।.।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু... আমাদের জীবনেও সম্ভব! কেউ একজন আছে বলেই তো লিখেছি!
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা!
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১
মুহাম্মাদ আসাদুল্লাহ্ বলেছেন: অবস্থা খারাপ আপৃ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন? কি হয়েছে?
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই এই খবরদার বলছি! মরা গাঙে কেন জোয়ার আনার চেস্টা করিস!!!
সব ভুল গেছি। সব ভুলে যেতে চাই! কেন মনে করিয়ে দিস...
এই সব আবেগ কে কে কবে মূল্য দিয়েছে। লোভী ছেলেটা বা মেয়েটা সুবিধা নিয়েছে অনুভবের! সমাজ বলেছে -ন্যাকামো! বন্ধু-প্রতিবেশীরা বলেছে-আদিখ্যেতা!!!!
বলি-গলা টিপে টিপে যে অনুভবগুলোকে মেরে আজ কর্পোরেট প্রেমিক/প্রেমিকা হয়েছি.. সেখানে শুধু স্বার্থ খুজতে হয়রে... লাভক্ষতি! চেক বা নোট!!!! ফ্লাট বা বাংলো!!! গহনা কিংবা ফরেন ট্যুর!!!!!!!!!!!!!!!
প্রেম নামে যৌনতা যেখানে পন্য সেখানে এই ভালবাসাীর দাম কে দেয় বল???? শুধূই কষ্ট বাড়ানো। বেশতো আছি- সব ভুলে রোবোটিক আবেগে!
নিয়ন্ত্রিত সব কিছূ দাড়িপাল্লায়!!!!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যে যাই বলুক... কেউ দাম দিক বা না দিক... কারো কারো অনুভূতিগুলি এতটাই তীক্ষ্ণ হয় যে তা অস্বীকার করা যায় না... যতই ভুলে গেছি ভুলে গেছি বলি না কেনো ... সব-ই কি ভুলে থাকা যায়...?
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: কেন রে হারামী...?
মেয়েটির আর একটি ভয়ঙ্কর ইচ্ছে আছে- মেয়েটি চায় সে টুপ করে চোখ বন্ধ করার আগে... ছেলেটির থমকে যাওয়া অবাক দৃষ্টি খুব কাছে থেকে দেখতে...!
ভাল অনুভূতি। সুস্থ থাকুন সারা বেলা।