নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কি থাকতে দিবি তো...?

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

আমার কপালের কালো টিপটি-ই না হয় থাকুক

তোর বুকের মাঝে ছোট্ট একটি তিল হয়ে... !

কিংবা মানিব্যাগের এক প্রান্তেই না হয় পড়ে থাকুক

মলিন হয়ে যাওয়া কোন একটি ছবি আমার...!

ভেঙ্গে যাওয়া চুড়িগুলির কিছু টুকরো থাকুক না পড়ে

বিছানার পাশে থাকা তোর টেবিলের এক প্রান্তে...... !

একটা/ দুটো কালো ক্লিপ থাকুক না লুকিয়ে

তোর বুক পকেটের মাঝে... !

রাগে-অভিমানে ভরা চিঠিগুলি থাকুক না...

ইনবক্স এর এক প্রান্তে অন্য সব চিঠিগুলির মাঝে... !

আর মূঠোবার্তা কিংবা চ্যাটে হওয়া কথাগুলি

থাকুক না সেভাবেই এক প্রান্তে পড়ে... !

তবুও থাকুক না... কিছু ভালোবাসা

এত্ত এত্ত ভালোবাসার ভিড়ে একান্ত গোপনে...

নিজের মত করে হৃদয়ের কোন এক প্রান্তে পড়ে... ?

কি থাকতে দিবি তো...?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

নুর ইসলাম রফিক বলেছেন:

অনেক সুন্দর কাব্য রচনা করলেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... ধন্যবাদ, তবে কাব্য নয় মনে হয়!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন:

রেখেছি যারে
হৃদপ্রাসাদে
শতপ্রহরী দেয় পাহারা
তোর-স্মৃতিও যেন নাহয় চুরি!

সে কেন হায়
কথার জ্বালায়
লুকাতে চায় বস্তু মাঝে
টিপ, চূড়ি ক্লিপ ক্ষয়ে যাবে!!!

হৃদয়ের মাঝে আছিস
থাকবি চির সবুজ অনুভবে
বলব সবাই-না জ্বালায় চিতায়
তাতে হৃদয়টাও যে জ্বলে যাবে!!!

দু:খ ছিলনা সে জ্বলনে
তোর স্মৃতিনা যদি থাকত তাতে!! :)


১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! বাহ্‌ বেশ তো ফটাফট মিলিয়ে লিখে দিচ্ছেন!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: প্রথম ভালোলাগা +

শুভকামনা :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকুন!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ তো....
তা থাকুক না এক কোণে...
কীই বা তাতে হবে! B-) ;) :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... থাকুক না পড়ে এক প্রান্তে......।। ধন্যবাদ !

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৪

দুখাই রাজ বলেছেন: বেশ আবেগি কবিতা । ভালো লাগলো । শুভ সকাল ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

আবু শাকিল বলেছেন: ভাল লাগা নিয়ে পড়লাম।
চমৎকার :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

রেজা এম বলেছেন: এটা কি কবিতা !!!!???? নাকি গদ্য ??? বুঝি নাই !!! :-P :-P :-P :-P :-P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখন তো আমি নিজেও বুঝতে পারছি না এটা কি...? তবে মনে হয় এটা মনের গভীর থেকে আসা কিছু অনুভূতি ... একান্ত কিছু ইচ্ছে......।।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

রেজা এম বলেছেন: আলুভুতি :#) :#) :#) :#)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হতে পারে- আপনার কাছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.