![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের ভালবাসার অনুভূতি না কি মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করার শক্তি এনে দেয়! তোর মোটা মাথায় জানি এটা ভাবা সম্ভব নয়! কখনো কখনো কারো প্রতি এতটা অধিকার জন্মে যায় যে- সে চলে গেলেও তাকে নির্দ্বিধায় ভালবাসা যায়... মিস করা যায়... জানি এটা উপলব্ধি করার মত বড়লোকীও কিংবা রাজকীয় মন তোর নেই! তুই যে ফকির (মনের দিক দিয়ে) ! দিতে তো অনেকেই জানে- যেমন তুই গড়পড়তাভাবে সবাইকে সব কিছু দিয়ে দিস... যেখানে স্পেশাল বলে কিছু নেই! কিন্তু নিতে কয়জনে জানে রে বুদ্ধু? নিতে জানতে হয়! তুই সেটাও পারিস না! ছাড়তে কয়জনে পারে রে? তুই বলবি- আমি পারি! আহাহা! কি বাহাদুর রে! আমি বলবো -ঘোড়ার ডিম পারিস! এখন বুঝে নে- কেন এই ছাড়াতে আমি তোকে বাহবা দিতে পারছি না...! কিছু কিছু অনুভূতি মনের গভীর থেকে অনুভব করতে হয়... তাহলেই তো বোঝা যায়-- ডাকবো না বললেও - কে ডেকে যায়... মিস করি না বললেও - কে মিস করে যায়... ! থাকুক না বাস্তবতা -তবুও কেউ একজন ভেবে যায় - ও তো আমার! চোখ বন্ধ করলেই তো তোর আলতো স্পর্শ ছুঁয়ে যায়... বহুদূরে থেকেও তো কল্পনায় হাতটি ধরা যায়... চোখ মেলেই তো সারাদিন কত কিছুতে তোকে অনুভব করা যায়... তোর একটা কথায় সব কিছু ভেঙ্গে যায়... আবার কিছুক্ষন পরেই ভালবাসা আর ভালবাসা... আসলে সব কিছুর বিনিময়ে আমি এই ভালবাসাটাকেই জিতিয়ে দিতে চাই... অন্তত এই একটা জায়গায় তো আমাকে জিততেই হবেই...! কথা ছিল- আমরা একসাথে পাশাপাশি আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে হেঁটে যাবো বহুদূর ... সীমানাটা নির্ধারণ করা ছিল না... কিন্তু এক সময় তোর কথাতেই মনে হয়েছিল- অনন্তকাল হাঁটতে চাই কিন্তু তুই কুটিল যে সীমানা মনে মনে নির্ধারণ করে রেখেছিলি- তা তো একটুও বুঝতে পারিনি... তাই বুঝি অল্প কিছু দূর হেঁটেই হাতটা ছেড়ে দিলি নির্দ্বিধায় ... !হাহহা!
আচ্ছা বাদ দে... চল না বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রিম খাই... আমার যে তোর নাকে আইস্ক্রিম ঘষে দিতে ইচ্ছে করছে... , চল না...এক কাপ চা দুজনে ভাগ করে খাই রাস্তার পাশে থাকা কোন এক দোকানে দাঁড়িয়ে...! চল না... নরম নরম ঘাসে পা ফেলে কিছুক্ষন হাঁটি ... আর ঘাস- লতা-পাতার গয়না, আমাকে একটা ঘাসের পায়েল পড়িয়ে দিতেও তো পারিস...? রাস্তার পাশে থাকা কোন চুড়ির দোকান থেকে এক ডজন চুড়ি দিলে কি তোর টাকা কম পড়ে যাবে না কি... হু? সময়ের সাথে সাথে ভাললাগা/ ভালবাসার এই সরলতাগুলিকে মেরে ফেলে এভাবে সব কিছু কুটিল আর কমপ্লিকেটেড করে কতটা সুখী হয়েছিস বল তো...? একদিন না বলেছিলি- আমার ভাগ কাউকে দিবি না... আর আজ কত সহজে সেই ভাগ ছেড়ে দিয়েছিস... কত সহজে বলতে পারিস- কি ভয়ঙ্কর সব কথা...!!!
নাহ! আমি তোর মত করে কুটিলতায় যাবো না...এই সরলতা নিয়েই যতক্ষন বেঁচে থাকা যায় -- থাকবো...! ইচ্ছে হলে তুই সেখানে আগের মতই বিচরণ করতে পারিস... আর না হলে দূরেই থাক...! আমাকে আমার মত করে থাকতে দে...!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু চিঠি...! আমার চিঠি লিখতে ভাল লাগে...... ! অনেক ধন্যবাদ ! কেমন আছেন?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
রেজা এম বলেছেন: আবেগ !!!! খুব বাজে একটা শব্দ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছুটা আবেগ না থাকলে ... বেঁচে থাকাটা মুশকিল হয়ে যায়... !
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
রেজা এম বলেছেন: আমেরিকান রা বাঁচে কি করে !!!!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সবাই তো আর আম্রিকান না!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুদ্ধুটা কবে যে মানুষ হবে!
নিজের বৃত্তেই নিজে ঘুরপাক না ঘোরপাক খায়
অবিরত স্মৃতিকাতরতা
নিজেকেই প্রবোধ দেয়া নয়
নাকি হেরে যাওয়ার কষ্টটা হালকা করার বৃথা চেষ্টা!
কে জানে?
অথচ এটাই হতে পারতো জয়ের চাবিকাঠি
নির্মোহ অনুভবে
বাক্যগুলোর ১৮০ ডিগ্রি ইউটার্নে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুদ্ধুটা বুদ্ধুই থাকবে! সব জায়গায়তে হারিয়ে দিয়ে গিয়ে গেলেও একটা জায়গায় কখনোই হারাতে পারবে না... !
অথচ এটাই হতে পারতো জয়ের চাবিকাঠি
নির্মোহ অনুভবে
বাক্যগুলোর ১৮০ ডিগ্রি ইউটার্নে।হাহহা দারুন বলেছেন তো!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে। চিঠি? পুরোটাই মনের চিঠি? শুভ কামনা।